আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা মুসলিম ভাই, বোনদের জনাই আসসালামু আলাইকুম, সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনদের জানাই আদাব, এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলেই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভাল আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি।
ক্রাফট:(রঙিন কাগজ দিয়ে খামের ডিজাইন)
ক্রমিক নং | উপকরণ |
১. | রঙিন কাগজ |
২. | কাঁচি |
৩. | আঠা |
৪. | কলম |
১ম ধাপ:
"প্রথমে গোলাপী রঙের রঙিন কাগজ নিয়ে সেগুলো চতুর্ভুজাকৃতির করে কেটে নিন।" |
২য় ধাপ:
"এরপর কেটে নেয়া কাগজগুলো মাঝখান দিয়ে বেশ কয়েকবার বেশ ভাজ করে নেই।" |
৩য় ধাপ:
"কয়েকবার ভাজ করে নেয়ার পর শেষে কাঁচি দিয়ে কেটে ফুল তৈরি করে নেই।" |
চতুর্থ ধাপ:
"একইভাবে সাদা কাগজগুলো দিয়েও ফুল তৈরি করে নেই।" |
পঞ্চম ধাপ:
"এবার যে হলুদ রঙের রঙিন কাগজে খাম বানিয়ে নেব ওই কাগজে কলম দিয়ে লাভ আকৃতির করে কলম দিয়ে দাগিয়ে নেই।" |
ষষ্ঠ ধাপ:
"এরপর উক্ত লাভ আকৃতির করে নেয়া অংশটা কাঁচি দিয়ে কেটে নিয়ে খাম থেকে আলাদা করে নিই।" |
সপ্তম ধাপ:
"এ ধাপে সাদা কাগজের বড় ফুল গুলো এবং গোলাপী কাগজের ছোট ফুলগুলো আটা দিয়ে যুক্ত করে নেই।" |
অষ্টম ধাপ:
এ ধাপে খামের উপর একত্রে যুক্ত থাকা ফুলগুলো ফুলগুলো আবার আটা দিয়ে যুক্ত করি এবং পরবর্তীতে ফুল গুলোর উপর এবং খামের বিভিন্ন অংশে সৌন্দর্য বৃদ্ধির জন্য পুঁথিগুলো যুক্ত করে নেই। |
অষ্টম ধাপ:
"এধাপে এসে আমাদের ডিজাইন করা রঙিন কাগজের খামটি সম্পন্ন হয়ে যাবে।" |
ধন্যবাদ সবাইকে।
Join the Discord Server for more Details
আমি মাহমুদ দিপু। আমি বাংলাদেশের ঢাকা জেলায় অবস্থান করছি।আমি পেশায় একজন ছাত্র। বিজ্ঞান বিভাগের ছাত্র হলেও লেখালেখি করতে আমার খুব ভালো লাগে। বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো এবং বিভিন্ন ধরনের খাবার খাওয়া আমার সখ। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে অনেক ভালোবাসি।
রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি খাম তৈরি করেছেন। খামের ডিজাইন টা আমার কাছে ভালো লাগছে। আর আপনি খাম তৈরি করার পদ্ধতি সেটা খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাই। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপনার জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি খামের ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরীকৃত এ রঙিন কাগজের খাম এর ডিজাইন টি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। বিশেষ করে খামের উপরে ফুলের দৃশ্যটি মনমুগ্ধকর ছিল। ধন্যবাদ আপনাকে এমন একটি খাম তৈরি করে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই। ভালোবাসা অবিরাম।
ভাই খুবই সুন্দর একটি খাম তৈরি করেছেন তার উপরে রঙ্গিন কাগজ দিয়ে ফুল গুলো দেখতে অসাধারণ লাগছে। প্রত্যেকটা ফুল খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। তবে হ্যাঁ মাঝখানে লাভ চিহ্নটি কি বোঝাচ্ছে? কি.... কার জন্য এই খাম, বিষয়টা সন্দেহজনক। হাহাহাহা....
অসংখ্য ধন্যবাদ ভাই শুভকামনা রইল আপনার জন্য।
আপনার মন্তব্যটি পড়ে খুব মজা পেলাম ভাই। ধন্যবাদ আপনাকে। এখন অবশ্য চিঠির যুগ শেষ।
রঙিন কাগজ দিয়ে খামের ডিজাইন খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে খামের ডিজাইন করেছেন। আপনি রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটি খামের ডিজাইন আমাদের মাঝে উপহার দিয়েছেন দেখে খুবই ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া আপনার নিপুন হাতের কাজ আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার দারুন এই মন্তব্যটি আমাকে অনুপ্রাণিত করা। ধন্যবাদ আপু।
রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি খাম তৈরি করেছেন ভাই। রঙিন কাগজের কারুকাজ গুলো আমার অনেক ভালো লাগে। দেখে বোঝাই যাচ্ছে অনেক নিখুঁত ভাবে তৈরি করেছেন। খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এইরকম সুন্দর একটি রঙিন কাগজের কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।আপনার জন্যও শুভকামনা রইলো।
সত্যি বলতে এই ধরনের কাজ গুলি আমার বেশ ভালো লাগে। রঙ্গিন কাগজ দিয়ে খামের ডিজাইন তৈরি করেছেন। সত্যিই এটা বেশ ভালো ছিল। ফুলগুলো দারুণ ভাবে ফুটে উঠেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ ভাই। প্রাণঢালা শুভেচ্ছা রইল আপনার জন্য।
বাহ ভাইয়া আপনি রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি খাম তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে। কালার কম্বিনেশন অনেক ভালো লেগেছে। খাম তৈরি প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।
উৎসাহ পেলাম আপনার মন্তব্যটি পড়ে। শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো।
রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর খামের ডিজাইন তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে তৈরি করা খাবার ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি প্রতিটা স্টেপ অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
রঙিন কাগজ দিয়ে খামের ডিজাইন করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো।
অসংখ্য ধন্যবাদ ভাই।
খুবই চমৎকার একটি রঙিন কাগজ দিয়ে খামের ডিজাইন তৈরি করেছেন। যা দেখতে ভীষণ সুন্দর লাগছে। এবং এই ভালোলাগার খামটি রঙিন কাগজ দিয়ে কিভাবে তৈরি করতে হয়, তার প্রতিটি ধাপ অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই। শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন সব সময়।