মটকা চা রিভিউ

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20211008_191404.jpg

IMG_20211008_191919.jpg

IMG_20211008_191721.jpg

আমাদের খাদ্য তালিকার মধ্যে অতি পরিচিত একটি পানীয় হলো চা। চা সাধারণত মানুষ শখ করেই খায়। আবার অনেক সময় রাত জাগার এবং চিন্তা থেকে পরিত্রান পাওয়ার জন্য চা খাওয়া হয়। বন্ধুবান্ধবরা একত্রিত হলেও চা আড্ডা বেশ জমে ওঠে। দেশে চা এর ব্যাপক চাহিদার ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। দুধ চা,লাল চা, লেবু চা,মাল্টা চা,মরিচ চা এবং মটকা চা ইত্যাদি ধরনের চা পাওয়া যায় আমাদের দেশে।

বর্তমানে আমি বগুড়ায় একটি মেসে অবস্থান করছি। বগুড়া থেকে টিউশনি করাচ্ছি। সপ্তাহের শুক্রবার ছাড়া অন্যান্য দিনগুলো সাধারণত ব্যস্ততার মধ্যে কেটে যায়। শুক্রবার এর দিনে এলেই কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হয়। আর আজকে আমার ঘুরতে যাওয়ার স্থানটি ছিল বগুড়ার মম-ইন এক্সটেনশন পার্ক। পার্কটি পিকনিক স্পর্ট এর জন্য তৈরি করা হচ্ছে। তেমনভাবে সবকিছু চালু হয়নি এখনো। পিকনিক স্পট চালু করার উদ্দেশ্যে কাজ চলছে। ছুটির দিনগুলোতে এখানে লোকজনের ভিড় ভালোই জমে ওঠে। দূর-দূরান্তের অঞ্চল থেকে লোকজন আসতে শুরু করছে এখন থেকেই।

ওখানকার বিখ্যাত একটি খাবার হল মটকা চা।এই চা খাওয়ার জন্য শত শত লোক ভিড় জমায় প্রতিদিন। আমরাও আজকে চা খাওয়ার জন্যই মূলত ওখানে গিয়েছিলাম। মটকা চায়ের বিশেষত্ব হলো এইচা অল্প সময় খুব বেশি তাপ দিয়ে উত্তপ্ত করা হয়। চায়ের স্বাদ মূলত নির্ভর করে দুধ উত্তপ্ত করার উপর। তাপ বেশি উৎপন্ন হয় এমন চুলার ওপর দুধ রেখে গরম করে চা তৈরি করা হয়। ফলে অল্প সময়ের মধ্যে চা তৈরি হয়। আমরা চারজন মিলে চা খেতে গিয়েছিলাম। চার কাপ চায়ের জন্য অপেক্ষা করতে হয়েছিল প্রায় ১৫ মিনিট। মাটির পেয়ালাতে করে চা পরিবেশন করা হয়। দীর্ঘক্ষন অপেক্ষা করে থাকার পর চা পাওয়ায় সঙ্গে সঙ্গে চায়ের কাপে চুমুক দিলাম। চায়ের স্বাদ একদম অন্যরকম। মটকা চা আগে কখনো খাইনি। প্রথম অভিজ্ঞতায় অসাধারণ এক প্রকার স্বাদের সম্মুখীন হলাম।

IMG_20211008_191408.jpg

IMG_20211008_191719.jpg

IMG_20211008_191919.jpg

Sort:  
 3 years ago 

আসলে মানুষ ব্যাক্তিগত জীবনে অনেক ব্যাস্ত থাকে। ঘুরাঘুরি সময় তেমন বেশি পায় না। শুধুমাত্র শুক্রবার মানেই একটু ঘুরাঘুরি করার দিন, আর আপনি এই দিনেই ঘুরাঘুরি করেন। আমি ও এই দিনে একটু ঘুরাঘুরি করি।

মটকা চা খেতে খুবই ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে এটা উপস্থাপন করেছেন। আমরাও কয়েকজন মিলে মাঝে মাঝে মটকা চা খেতে যাই। চায়ের স্বাদ হিসেবে দাম খুবই কম। 🙂

 3 years ago 

জি ভাই, আপনি একদম ঠিক বলেছেন।ধন্যবাদ আপনাকে।

মটকা চা খেতে খুবই ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে এটা উপস্থাপন করেছেন।এই চায়ের স্বাদ ভালো হিসেবে দাম খুবই কম। শুভকামনা ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

অনেক আনন্দের সঙ্গে আপনি চা ইনজয় করেছেন। বগুড়ার বিখ্যাত কিছু খাবারের মাঝে বগুড়ার দই এবং চা'টা অনেক স্পেশাল হয়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে জানানোর জন্য ভাইয়া।

 3 years ago 

মটকা চা খেতে খুবই ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে এটা উপস্থাপন করেছেন।এই চায়ের স্বাদ ভালো হিসেবে দাম খুবই কম।আমরা বন্ধু রা মিলে মাঝে মধ্যে কুমারখালি গিয়ে খাই। শুভকামনা ভাইয়া।

 3 years ago 

চা এর মধ্যে মটকা চা আমার খুব পছন্দের। সময় পেলেই বন্ধুদের সাথে চলে যাই মামার টং এর দোকানে মটকা চা খেতে।আপনার মটকা চায়ের রিভিউ এর উপস্থাপনা বেশ সুন্দর হয়েছে।ধন্যবাদ ভাইয়া আপনার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

মটকা চা অনেক স্বাদের হয়।আমিও বেশ কয়েকবার এই চা খেয়েছি। খুব সুন্দর রিভিউ দিয়েছেন। বানানোর পদ্ধতিটা জানতে পারলাম আপনার পোস্ট দেখে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59226.54
ETH 2603.16
USDT 1.00
SBD 2.42