বন্ধুত্ব থাকুক মুকুটে মহাকাব্যে অথবা চিরকুটে (বিয়াল্লিশের রেগ ডে)

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20220312_134307.jpg

received_821270325941280.jpeg

বিদায় বিষয়টা সত্যিই অনেক কষ্টকর। তবে যে কোন কিছুর শিরোনাম ঘটলে, তারা একদিন সমাপ্তি ঘটবে এটাই স্বাভাবিক।আর এটাই প্রকৃতির নিয়ম। বিদায় বিষয়টিকে সংক্ষেপে- "যেতে নাহি দিতে হায়, তবু যেতে দিতে হয়;তবু চলে যেতে হয়" এভাবে সংজ্ঞায়িত করা যায়। প্রকৃতি চিরচেনা নিয়ম অনুযায়ী-সবাইকে একদিন বিদায় নিতে হবে।

IMG20220311203403.jpg

IMG20220311205514.jpgIMG20220311205517.jpg
IMG20220311191635.jpgIMG20220311191053.jpg

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কখনো কারো জন্য চিরস্থায়ী নয়। প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে তাদের নিজস্ব ক্যাম্পাস ছেড়ে একদিন চলে যেতে হবে। আর এর মাধ্যমে একজন ছাত্রের ছাত্র জীবনের সমাপ্তি ঘটে। বিশ্ববিদ্যালয়ের অধ্যায় শেষ করার পর একজন ছাত্র চাকরির প্রস্তুতি নিয়ে পরবর্তীতে কর্মজীবনের চলে যায়। তবে স্মৃতিগুলো প্রত্যেকের স্মৃতির পাতায় জমে থাকে।৪ বছরের অনার্স এবং এক বছরের মাস্টার্স। এই পাঁচ বছর একজন ছাত্রের বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক স্থায়িত্বকাল।তবে বিদায়ের শেষটা সবাই একটু রাঙিয়ে তুলতে চায়। বিদায়টা রাঙানোর জন্য সব ব্যাচের শিক্ষার্থীরা নানান ধরনের আয়োজন করে থাকে।

received_1296240700863379.jpegreceived_1112941972836003.jpeg
IMG20220311185154.jpgIMG20220311184950.jpg

এবছর আমাদের ক্যাম্পাস থেকে ৪২ তম আবর্তনের বড় ভাই এবং আপুরা বিদায় নিচ্ছে। বিদায় বেলায় তারা তিন দিনব্যাপী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই সঙ্গে সমগ্র ক্যাম্পাস লাইটিং এর ব্যবস্থাও করেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করেছেন আমাদের ক্যাম্পাসের মুক্তমঞ্চে। অবশ্য ক্যাম্পাসের সকল বড় কোনো অনুষ্ঠান মুক্তমঞ্চে আয়োজন করা হয়।তিন দিনব্যাপী আয়োজিত এই কনসার্টের দুইদিন অলরেডি শেষ হয়ে গিয়েছে। আজকে রাতের অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় দিনের পরবর্তী ও শেষ হয়ে যাবে। কনসার্ট সহ বিশ্ববিদ্যালয়ের ভেতরে সমগ্র আলোকসজ্জার খরচ শিক্ষার্থীদের কেউ বহন করছে না। একটি বিস্কুট কোম্পানি এই খরচের গুরু দায়িত্ব নিয়েছেন। দেশের নামকরা বিভিন্ন ব্যান্ড থেকে শিল্পীদেরকে নিয়ে আসা হয়েছে। কনসার্টের প্রথম দিনে আমাদের হ্যাংআউট থাকায় আমি কনসার্ট তেমন একটা উপভোগ করতে পারিনি। তারপর দ্বিতীয় দিন বেশ ভালোই উপভোগ করেছে। মুক্ত মঞ্চে গিয়ে দেখি বাসার আসনগুলো কানায় কানায় পরিপূর্ণ। শেষমেষ দাঁড়িয়ে থেকে অনুষ্ঠান উপভোগ করতে হয়েছে। বেশ কয়েকটি ব্র্যান্ডের শিল্পীদের গান শুনেছি। গানগুলো খাওয়ার সময় সমগ্র মুক্তমঞ্চ আনন্দে মুখরিত হয়ে উঠছিল।

received_221954040119941.jpegreceived_5064313976922085.jpeg
IMG20220311185819.jpgIMG20220311185250.jpg

এভাবে একদিন আমাদের ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে। তবে ক্যাম্পাসে কাটানো স্মৃতিগুলো মনে থাকবে। সব মিলে বড় ভাইদের বিদায় বেলার এই সুন্দর মুহূর্তটা আমার কাছে ভালো লেগেছে। এজন্য আনন্দঘন মুহূর্তের এই স্মৃতি গুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। আজ আপাতত এতোটুকুই। আবারো পরবর্তীতে নতুন কোনো কনটেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব।এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।

Sort:  
 2 years ago 

ভাই আপনার বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের বিদায় এর স্মৃতি গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সেইসঙ্গে বিদায়ের শেষ বেলায় কাটানোর সুন্দর মুহূর্ত গুলো বেশ ভালো ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন, যেখানে শিরোনাম শুরু সেখানেই সমাপ্তিও ঘটে। আপনি আপনার ক্যাম্পাসকে নিয়ে শিক্ষা জীবনের ছয় টি বছর অতিক্রম করেছেন, অসাধারণ লিখেছেন যা প্রতিটি কোথায় ছিল মূল্যবান। সত্যিই মানুষ চলে যায় মানুষের স্মৃতিগুলো থেকে যায় এবং কি আপনার এই আবেগ জড়ানো কথাগুলো হৃদয় কেন জানি ছোয়া লেগেছে। আর এত সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার ক্যাম্পাসের আনন্দঘন মুহুর্ত গুলো আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

 2 years ago 

আপনার সুন্দর এবং গঠনমূলক মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। তবে ভাই আমার বিদায় নয়। বড় ভাই-বোনরা বিদায় নিচ্ছে। সে বিষয়টি তুলে ধরেছি।

 2 years ago 

আসলে বিদায় জিনিসটা অনেক কষ্টকর। যখন কাউকে কেউ ছেড়ে চলে যায় আসলে সবার সামনে কেউ প্রকাশ না করলেও মনের ভিতরটা অনেক কষ্ট পাই। দেখে বোঝা যাচ্ছে আপনি খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন ভাই। নিজের ভার্সিটির 42 তম ব্যাচের বিদায় মুহূর্তের সুন্দর সুন্দর কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব সুন্দর করে সবকিছুর বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এরকম সুন্দর কাটানো কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর এবং গঠনমূলক মন্তব্য উপস্থাপন করেছেন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32