গ্রামের বাড়িতে কাটানো সময়

in আমার বাংলা ব্লগ3 years ago

received_341825814289019.jpeg

received_928979224378308.jpeg

IMG_20210928_234334_731.webp

প্রত্যেকের গ্রামের বাড়ির প্রতি আলাদা এক ধরনের কাজ করে। এজন্যই তো সবাই সময় সুযোগ পেলে ছুটে চলে তার গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে যাওয়ার প্রতি মানুষের এত আকুতির অন্যতম কারণ হলো শিকড়ের টান। এজন্যই তো বড় ছুটি গুলোতে মানুষের গ্রামের বাড়িতে যাওয়ার হিড়িক পড়ে যায়।

পড়াশোনার কারণে ছোটবেলা থেকে বগুড়া শহরে থাকলেও মাঝেমাঝেই গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হতো। গ্রামের বাড়ি যাওয়ার সময় মনের মধ্যে যে ভালোলাগা কাজ করে তা বলে বোঝানো দায়। যখন অনেকদিন পর বাড়ি যাই তখন বাসে করে যাওয়ার সময় মনের মধ্যে অসম্ভব ভালো লাগা কাজ করে। আর গ্রামের বাড়িতে যাওয়ার পর ছোট বড় মাঝারি সবাই খুব ভালোবাসে। বিশেষ করে পরিবারের সদস্যরা খুব আপন করে নেয়। বিভিন্ন ধরনের খাবার রান্না হয় বাড়িতে। সচরাচর আমি এবং আমার ছোট ভাই বাড়িতে না থাকলে সবজি এবং দিনে এক বেলা ভালো খাবার রান্না হয়ে থাকে। যখন আমরা বাড়ীতে যাই তখন প্রতিবেলা দুই তিন প্রকার তরকারি থাকে। অনেকদিন পর গ্রামের বাড়িতে গেলে বন্ধুবান্ধবরাও খুব ভালো সময় দেয়, বন্ধুদের সঙ্গে আড্ডাগুলো বেশ জমে উঠেছে। আবার ঘনিষ্ঠজনদের সঙ্গেও বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া হয়। সচরাচর বগুড়া থাকার সময় এ ঘর বন্দী জীবন কাটাতে হয়,পড়াশোনা থেকে শুরু করে আরো নানান ধরনের ব্যস্ততার কারণে। গ্রামের বাড়িতে গেলে এর ঠিক উল্টোটা হয়। যখন যেখানে খুশি যেতে পারি। সব মিলে একপ্রকার উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বাঙালির শিকড় পোতা রয়েছে এই গ্রামে। সুতরাং গ্রামের প্রতি বাঙ্গালীদের আলাদা একজনের ভালোলাগা কাজ করে। গ্রামের মুক্ত হওয়া, দিগন্ত বিস্তৃত আকাশ, নিজের স্বাধীনভাবে বিচরণ এবং খোলা হাওয়া মুগ্ধ করে যে কাউকে।

received_986273655494112.jpeg

received_462531234643346.jpeg

IMG_20210916_145114_876.webp

Sort:  
 3 years ago 

গ্রামের বাড়িতে কাটানো সময়গুলো মধুর হয়। গ্রামে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা, পরিবারের সঙ্গে সময় দেওয়া এবং নিজের ইচ্ছামত যেখানে খুশি করে বেড়ানো যায়। আর গ্রামে যাওয়ার অনুভূতি খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

সত্যি বলেছেন গ্রামের বাড়ির পর সবারই টান আছে। এবং যাদের বেশি টান আছে তারা কোনোরকম ছুটি পেলেই গ্রামের বাড়ি চলে আসে। এটাকে বলে শিকরের টান। আপনার গ্রামের বাড়ির ছবিগুলো বেশ সুন্দর। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট করার জন্য।।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া প্রত্যেকের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য অন্যরকম একটি টান কাজ করে। আমরা শহরে থাকতাম। ছোটবেলায় যখন গ্রামের বাড়ি যাওয়ার কথা উঠত, তখন থেকেই মনের মধ্যে একটি অন্যরকম উত্তেজনা কাজ করতো । তখন আমরা আমাদের গ্রামের বাড়িতে অনেক মজা করতাম। বাইরে থাকার কারণে অনেকদিন পর গ্রামের বাড়িতে গেলে সবাই একটু বেশি ভালোবাসতো, আদর করত । আপনাকে ধন্যবাদ সুন্দর একটি পোষ্টের জন্য।

 3 years ago 

বাঙালির শিকড় পোতা রয়েছে এই গ্রামে। সুতরাং গ্রামের প্রতি বাঙ্গালীদের আলাদা একধনের ভালোলাগা কাজ করে। গ্রামের মুক্ত হওয়া, দিগন্ত বিস্তৃত আকাশ, নিজের স্বাধীনভাবে বিচরণ এবং খোলা হাওয়া মুগ্ধ করে যে কাউকে।

আপনি ঠিকই বলেছেন ভাই আমাদের গ্রামের মাটির প্রতি টান এবং মাটির প্রতি ভালোবাসাটাই অন্যরকম.

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রকৃতিকে যদি কেউ কাছ থেকে দেখতে চায় তাহলে আমি বলবো গ্রামে যেতে। গ্রাম এমন একটি জায়গা যেখানে সময় কাটাতে সব থেকে বেশি ভালো লাগে।আপনি গ্রামে গিয়ে অনেক ভালো একটি সময় কাটিয়েছেন।আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলেই ভাইয়া শহরে যারা বাস করে তারা একটু খানি গ্রামে আসার জন্য মনটা আনচান আনচান করে। আসলে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর প্রকৃতির সৌন্দর্য হালকা বাতাস। চারিদিকে এ খুবই ভালো লাগার মত অবস্থা। গ্রামের একটা আকর্ষণ আছে। আসলে আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপন তুলে ধরেছেন খুবই ভাল লাগল এবং আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন নিজের গ্রামের প্রতি আলাদা একটা টান থাকে। নিজের মাতৃভূমি ছেড়ে যে যেখানেই ছুটে চলুক না কেন। তাদের নিত্য দিনের কাজ শেষে একটু সুযোগ পেলেই গ্রামের দিকে রওনা হয়।আপনার গ্রামটি দেখতে অনেক সুন্দর। প্রকৃতির সৌন্দর্যে ভরপুর যেটা প্রতিটি গ্রামেই আছে। শুভকামনা রইল আপনার জন্য ভাই।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার পোস্ট টি ভালো লেগেছে কারণ আপনি বাস্তব জীবনের গল্প শেয়ার করেছেন। পরবর্তী সময় সুন্দর কাটুক এটিই কাম্য ।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

গ্রামের বাড়িতে অনেক সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন দেখেই বোঝা যাচ্ছে। অনেক দিন পরে গ্রামের বাড়িতে ঘুরতে সবার অনেক ভালো লাগে। সবুজ ধানক্ষেত এবং নদীর পারের দৃশ্য টা আমার কাছে খুবই ভালো লাগলো। আপনার সুন্দর মুহুর্ত টা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68726.56
ETH 3273.79
USDT 1.00
SBD 2.67