বাংলার প্রকৃতি এবং এর সৌন্দর্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

received_352725409739429.jpeg
প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ। এদেশের প্রকৃতির রং সবুজ। এই প্রকৃতি এদেশের সকল মানুষকে বিমোহিত করেছে। প্রকৃতির প্রেমে মজেছে এদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের অভিজাত ব্যক্তিবর্গ পর্যন্ত। প্রকৃতির প্রেমে মুগ্ধ হয়ে দেশে কবি-সাহিত্যিকরা সাহিত্যে অবদান রেখেছেন। মানুষের প্রকৃতির প্রেমে পড়ার অনেক কারণ রয়েছে।প্রকৃতির মাঝে রয়েছে কিছু অকৃত্রিম গুণ। তা না হলে সবাই কেন এত প্রকৃতির প্রতি আকৃষ্ট হবে।

IMG-20210707-WA0008.jpg

received_960542078106896.jpeg
বাংলাদেশ বৈচিত্র্যময় দেশ। বৈচিত্র্যময় দেশের প্রকৃতিতে দেখা যায় বিভিন্নতা। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ দেশের প্রকৃতির ওপ্পরিবর্তন ঘটে। ঋতু পরিবর্তনের সাথে সাথে নতুন রূপে সাজে আমাদের এই দেশের প্রকৃতি। এসব ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কখনো প্রকৃতি সতেজ হয়ে ওঠে ,আবার কখনো বা নিথর হয়ে যায়। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতির এই বিভিন্নতা হয়তো বিশ্বের অন্য কোন দেশে নেই। এজন্যই হয়তো বা সবাই প্রকৃতি নিয়ে এত মজে থাকে।

এখানে রয়েছে নদী-নালা, গাছ-পালা,খাল-বিল, পাহাড়-পর্বত, আর বিস্তৃত সমতল ভূমি। বিভিন্ন ঋতুতে প্রকৃতির এসব উপাদান বিভিন্ন রূপ ধারণ করে। কখনো বা প্রকৃতির এসব উপাদান সতেজ হয়ে উঠে, আবার কখনো এসব নিথর হয়ে পড়ে। প্রকৃতির এই বিভিন্ন তার জন্যই হয়তো বুঝি এর কদর এত বেশি। প্রকৃতি আমাদের মনকে সতেজ করে তোলে, প্রাণকে দান করে প্রফুল্লতা। সুতরাং প্রকৃতির এসব উপকরণ যাতে দিন দিন বৃদ্ধি পায় এদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

-20210707-WA0022.jpg]()

IMG-20210707-WA0013.jpg
প্রকৃতির কাছ থেকে কিছু শিক্ষা মানুষেরও নেয়া উচিত। প্রকৃতির কাছ থেকে আমরা প্রধান যে শিক্ষাটা পাই তাহলে নিয়মানুবর্তিতা। এছাড়াও প্রকৃতি আমাদের পরোপকারী, একনিষ্ঠা ও উদারতা শিক্ষা দিয়ে থাকে। প্রকৃতির কাছ থেকে এসব গুন গুলো অর্জন করা উচিত। তাতে আমাদের জীবনের চলার পথটাকে অনেকটাই সহজ ও অকৃত্রিম মনে হবে।

Sort:  
 3 years ago 

সুন্দর হয়েছে প্রকৃতির ছবিগুলো যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর ছবিগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ।

প্রকৃতি নিয়ে সব ধরনের কথা আমাকে ভালো লাগে। অনেক সুন্দর লিখেছেন

 3 years ago 

ছবিগুলি দারুণ হয়েছে ভাইয়া আর লেখাটাও।আপনার জন্য শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64118.79
ETH 3390.14
USDT 1.00
SBD 2.51