উপহার হিসেবে ফুল

in আমার বাংলা ব্লগ3 years ago

received_201301181958220.jpeg

received_568577350812203.jpeg

উপহার পেতে কে না ভালোবাসে। জন্মদিন বিয়ে কিংবা অন্য যে কোন অনুষ্ঠানে আমরা একে অপরকে বিভিন্ন ধরনের উপহার দিয়ে থাকি। উপহার হিসেবে বিভিন্ন ধরনের সামগ্রী দেয়া হয়। তবে বর্তমানে অনেকেই উপহার হিসেবে ফুলও দিয়ে থাকেন।

IMG_20210825_202136.jpg

received_505906777146215.jpeg

উপহার সামগ্রীর মধ্যে অন্যতম একটি উপহার হল ফুল। ফুল দিয়ে প্রিয়জনকে বরণ করে নেয়া হয়, আবার প্রিয়জনের বিশেষ কোনো দিনেও একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে। সাধারণত প্রিয়জনের জন্মদিন, পহেলা বৈশাখ ভালোবাসা দিবস, ফ্রেন্ডশিপ ডে ইত্যাদি অনুষ্ঠান গুলোতে একে অপরকে ফুল দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো হয়। শুক্রবার আমার এক বান্ধবীর জন্মদিন হওয়ায় আজকে আমিও বাইরে গেছিলাম ফুল কিনতে। উদ্দেশ্য হলো জন্মদিনে তাকে সারপ্রাইজ দেয়া। বগুড়া একটি বিখ্যাত স্থান রয়েছে যেখানে শুধু ফুলই পাওয়া যায়, স্থানটির নাম হল ফুলপট্টি। ওই স্থানটি খোকন পার্কের পাশে অবস্থিত। হরেক রকমের ফুলের সমাহার ওই ফুল পট্টিতে । বিচিত্র ফুলের সমাহার ওই স্থানকে করেছে সৌন্দর্যমন্ডিত। ফুলের সুগন্ধে আশেপাশের অঞ্চল হয়ে ওঠে সুবাসিত। ফুল কেনার জন্য সেখানে সব সময় ভিড় লেগে থাকে। বিয়ের অনুষ্ঠানের জন্য ফুলের বেচাকেনা একটু বেশি হয়। উৎসব এর সময় গুলোতে ফুল বিক্রির হিড়িক পড়ে যায়। বিশেষ করে বসন্ত বরণ উৎসবে তো কোন কথাই নেই।

ফুল মানুষের মনের সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটায়। ফুলের সুবাস সুস্বাস্থ্যের জন্যও বেশ সহায়ক। আর লোকউৎসব অনুষ্ঠানগুলোতেও ফুল বেশ সুন্দর একটি উপহার।

IMG_20210825_202245.jpg

IMG_20210825_202142.jpg

Sort:  
 3 years ago 

ফুলগুলো বেশ সুন্দর লাগছে।এত ফুল দেখে মন ভরে গেল।ধন্যবাদ ভাইয়া।জন্মদিনে ভালোভাবে আনন্দ করুন।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.032
BTC 64799.61
ETH 3102.94
USDT 1.00
SBD 3.83