২০২১ সাল পেরিয়ে ২০২২ সালে পদার্পণ ||10% beneficiaries for shy-fox ||

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20211231_193843.jpg

received_1162309084174736.jpeg

দেখতে দেখতে চলে গেল আরও একটি বছর। বছরগুলো খুব দ্রুত চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কয়েকদিন আগেই গত বছরের নিউ ইয়ার সেলিব্রেশন করলাম। জীবন থেকে হারিয়ে গেল আরও একটি বছর।২০২১ সালে হারিয়েছি অনেক কিছু আবার অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কেটে গেছে। বছরের শুরুটা আতঙ্কের মধ্যে দিয়ে কাটলেও শেষটা স্বস্তিতেই কেটে গেছে। আজকে আমি আমার ২০২১ সালের কেটে যাওয়া সকল অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব।


received_380326773476476.jpeg


received_413266420081866.jpeg


করোনা ভাইরাসের মহামারী শুরু থেকে লেগেইছিল। যার ফলে দেশের অনেক মানুষই তাদের প্রিয় মানুষদের হারিয়েছে। অবশ্য বছরের মাঝামাঝি সময়ের পরে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে।এরপর সবাই করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে শুরু করেছে। ফলে এ ভাইরাস থেকে সকলের নিস্তার মিলেছে। এজন্যই শেষটা ভালোই স্বস্তির মধ্যে কেটে গেছে। ডিপার্টমেন্টের নিজের পড়াশোনা প্রায় থেমেই ছিল এবছর। তবে নিজস্ব টিউশনি অব্যাহত ছিল। যার ফলে নিজের চলাফেরার খরচ নিজেই চালিয়ে নিয়েছি। বন্ধু-বান্ধবদের সঙ্গেও প্রায় সময় বিভিন্ন রেস্টুরেন্টে কিংবা সুন্দর লোকেশনগুলো তে ঘুরতে গিয়েছি। দেশের সরকার কর্তৃক করোনা ভাইরাস এর কঠোর বিধিনিষেধ থাকা সত্ত্বেও আমাদের ঘোরাঘুরি কার্যক্রমগুলো চালিয়ে গিয়েছিলাম। এজন্য অবশ্য একবার বিব্রতকর পরিস্থিতির মধ্যেও পড়েছিলাম। এবছরের মাঝামাঝি সময়ে খুলে দেওয়া হয় দেশের উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়গুলো অবশ্য শেষের দিকেই খুলে দিয়েছিল। এর অবশ্য একটি কারণও ছিল। তা হল উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একটি নির্দিষ্ট এলাকার শিক্ষার্থীরা পড়াশোনা করলেও, স্নাতক পর্যায়ে দেশের বিভিন্ন স্থান থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের আগমন ঘটে। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের এক ধরনের ঝুঁকি ছিল। এ বছরের বেশিরভাগ সময় বগুড়া শহরেই কেটে গেছে। শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসের শুরুতে আমাদের ক্যাম্পাস খুলে দেওয়ার কারণে ঢাকায় ফিরে এসেছিলাম। ক্রিসমাস এবং আমাদের এলাকার ইউপি নির্বাচন উপলক্ষে আবার এ মাসের ২৫ তারিখে ক্যাম্পাস থেকে বাসায় ফিরে আসা।


received_220168703341759.jpeg

received_348399876902683.jpeg

অবশ্য আজকের রাতটা ও বেশ ভালই কেটে যাবে। একই সঙ্গে থার্টি ফার্স্ট নাইট এবং নিউ ইয়ার সেলেব্রেশন বেশ জমে উঠবে। আশেপাশে অঞ্চলের ছেলেমেয়েরা বক্স বাজিয়ে বেশ ভালোই উপভোগ করছে এখন থেকেই। ২১ সালটা মোটামুটি কাটলেও পরের বছরের যেন বেশ ভালোভাবেই কাটে তার জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। অনেক ব্যস্ততার মধ্যেও আজকে আপনাদের সামনে আমার পোস্টটি উপস্থাপন করলাম।

received_220688649837517.jpeg

received_269915308416889.jpeg

ধন্যবাদ সবাইকে।

@mahamuddipu

Photography@mahamuddipu
DeviceVIVO Y19
LocationLink

আমি মাহমুদ দিপু। আমি বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থান করছি।আমি পেশায় একজন ছাত্র। বিজ্ঞান বিভাগের ছাত্র হলেও লেখালেখি করতে আমার খুব ভালো লাগে। বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো এবং বিভিন্ন ধরনের খাবার খাওয়া আমার সখ। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে অনেক ভালোবাসি।

Sort:  
 3 years ago 
ভাইয়া আপনার প্রতিটি ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগছে। 2021 সাল কে চির বিদায় করতে আজকের দিনটি আপনারা খুব সুন্দর ভাবে স্মরণীয় করে রাখার চেষ্টা করেছেন। ভাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে বেশ সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন আপনারা। নতুন বছরের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।
 3 years ago 

এত সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল ।
সারাবছর যেন সুখে-শান্তিতে এবং সমৃদ্ধি সাথে দিনগুলো কাটে আশাবাদ ব্যক্ত করছি । প্রিয়জনের সম্পর্ক গুলো যেন অটুট থাকে সামনের দিনগুলোতে সেই কামনা করছি। ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে ।এত সুন্দর পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

খুব সুন্দর সময় কাটিয়েছেন ,আগামী বছরের পথ চলা ও শুভ হোক আপনাদের।নতুন বছরের শুভেচ্ছা রইল ভাইয়া।এই স্মৃতি ও আনন্দঘন মুহূর্ত বারবার ফিরে আসুক সকলের জীবনে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

2021 পুরো সালটা আপনার অনেক সুন্দর কেটেছে।যদিও আপনি পড়াশুনা থেকে দূরে থেকেছেন,তবে টিউশনি চালিয়ে যাওয়ার জন্য পড়াশুনার মধ্যেই ছিলেন।নতুন বছরের শুভেচ্ছা রইল।শুভ নববর্ষ।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।আপনাকেও নববর্ষের শুভেচ্ছা জানাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76535.07
ETH 2962.73
USDT 1.00
SBD 2.65