ক্রাফট(রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি😍❤️||10% @shy-fox by @mahamuddipu

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা মুসলিম ভাই, বোনদের জনাই আসসালামু আলাইকুম, সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনদের জানাই আদাব, এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলেই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভাল আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি।

ক্রাফট:(রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি)

received_705330230622687.jpeg

Untitled-1.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPP2LBwZ8P5cAH9bTvYmTA3F8KMYooQZeRmk8HnWhD1yc6eY3zLxg5fNQHdD4FYYi1AtUf92J6z.png

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPu9GeMSmoUEZhF7e8ybxjzW2V7SfHpdazuSFrfL8L5qXnYBPCExPv4ysKR4zPgv1LUiXYjQUwrRiFdCMrRbe6Qjhaj3H9A7rE.png

received_652000349227613.jpeg

Untitled-1.png

ক্রমিক নংউপকরণ
১.রঙিন কাগজ
২.কাঁচি
৩.আঠা
৪.লিটারেচার (১টি)

প্রথম ধাপ:

received_929284051226376.jpeg

Untitled-1.png

  • প্রথমে লিটারেচার কাগজ গুলো কাচি দিয়ে কতে নিয়ে সেগুলো মুড়িয়ে নিয়ে আঠা দিয়ে যুক্ত করে সলাকা বানিয়ে নেই।

দ্বিতীয় ধাপ:

received_1006585653587426.jpeg

Untitled-1.png

  • এ ধাপে লিটারেচার কাগজ গুলোর উপর রঙিন কাগজ গুলো পেঁচিয়ে নেই।লিটারেচার কাগজ গুলোর উপর রঙিন কাগজ ব্যবহার করায় সলাকাগুলো শক্তিশালী হবে।

তৃতীয় ধাপ:

received_525735265572474.jpegreceived_1664835737194698.jpeg

Untitled-1.png

  • রঙিন কাগজ গুলো চারকোনা করে কেটে নিয়ে সেগুলো বেশ কয়েকবার ভাঁজ করে কাঁচি দিয়ে কেটে নিয়ে ফুল তৈরি করি।

চতুর্থ ধাপ:

received_686230492724115.jpeg

Untitled-1.png

  • এ ধাপে ফুলের ভিতরে আরো একটি ডিজাইন করা ফুল যুক্ত করার জন্য রঙিন কাগজ গুলো চিকন ও লম্বা আকৃতির করে কেটে নিয়ে সেগুলো আবার মাঝখান দিয়ে চিকন চিকন করে অল্প অংশ করে কেটে নিয়ে প্যাঁচিয়ে ডিজাইন সম্পন্ন করি।

পঞ্চম ধাপ:

received_330173252506120.jpeg

Untitled-1.png

  • হলুদ রঙের দুটি করে ফুল একত্রে যুক্ত করে সেগুলোর উপর চতুর্থ ধাপ ডিজাইন করে নেয়া অংশ বসায়।এতে করে সুন্দর আকৃতির সূর্যমুখী ফুল তৈরি হবে।

ষষ্ঠ ধাপ:

received_1015488482713027.jpeg

Untitled-1.png

  • এ ধাপে কাগজ দিয়ে মুড়িয়ে নেয়া সলাকা গুলো তিনটি করে ভাগ করে নিয়ে নির্দিষ্ট দূরত্ব সমান্তরাল করে দুটি অংশতে বসাই।

সপ্তম ধাপ:

received_1326433601186128.jpeg

Untitled-1.png

  • সেগুলো আবার অপর আর একটি করে সলাকা দিয়ে আঠার সাহায্যে দুপাশ যুক্ত করে নেই।

অষ্টম ধাপ:

received_705330230622687.jpegreceived_475370164314169.jpeg

Untitled-1.png

  • ওয়ালম্যাট এর দুপাশে তিনটি করে সূর্যমুখী ফুল যুক্ত করে নেই।এরফলে আমাদের কাঙ্খিত ওয়ালম্যাট সম্পন্ন হয়ে যাবে।
Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। ওয়ালমেটের ফুল গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম ওয়ালমেট তৈরি করে দেয়ালে টাঙালে দেখতে খুবই ভালো লাগবে। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব ভালো লাগলো ভাই আপনার রঙিন কাগজের কারুকাজ টি। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ ব্যবহার করে একটি ওয়ালমেট তৈরি করেছেন। এধরনের কাজ গুলা আমার কাছে বেশ ভালো লাগে। আপনার তৈরি ওয়ালমেটটি দেখতে বেশ সুন্দর লাগতেছে।আপনি খুব সুন্দর উপস্থাপনা করেছেন ভাই। প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে আপনি দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন। এই ধরনের ওয়ালমেট গুলো ওয়ালে লাগিয়ে রাখলে দেখতে বেশ সুন্দর লাগে। আমার রুমের ওয়াল এই ধরনের ওয়ালমেট দিয়ে ভর্তি। যাইহোক এত সুন্দর একটি ওয়ালমেট তৈরির প্রক্রিয়া আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার ওয়ালেট টি খুবই সুন্দর লাগছে দেখতে। বিশেষ করে ফুলগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

খুবিই ভালো কাজ করছেন প্রিয় ভাই,দেখতে খুবই সুন্দর হয়েছে ফাইনাল লুকে ছবির ব্যাকগ্রাউন্ড যদি এক কালার থাকত অনেক সুন্দর লাগত।এরপর ও অনেক ভালো মানাইছে,ধাপে ধাপে সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। এই ওয়ালমেট দেওয়ালে টানিয়ে রাখলে অনেক সুন্দর দেখা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া রঙিন কাগজ ব্যবহার করে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

প্রথম থেকে শেষ পর্যন্ত এতটাই মনমুগ্ধকর মেধাসম্পন্ন ড্রাই পোস্ট যা বলে বোঝানো যাবে না। আমিতো মনে মুগ্ধ হয়ে চেয়ে চেয়ে শুধু দেখলাম এবং পড়লাম কিভাবে তৈরি করলেন।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুলের ওয়ালমেট তৈরি করলেন। সত্যিই আপনার ফুলের ওয়ালমেট আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন দেখে ভালো লাগলো। শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি দেখতে অত্যন্ত চমৎকার হয়েছে ভাইয়া। কালার কম্বিনেশন দারুন হয়েছে। এই ধরনের ওয়ালমেট গুলো ঘরের দেয়ালে টাঙিয়ে রাখলে, ঘরের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাবে। আপনার তৈরি ওয়ালমেট কিভাবে তৈরি করেছেন তার প্রতিটি ধাপ দেখিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

এই ধরনের ওয়ালমেট গুলি আমার কাছে সেই লাগে ভাই। মনে হয় আমি নিজেও বানীয়ে আমার ঘরের দেওয়ালে লাগিয়ে রাখি। ভেবেছি ঈদ এর পর আমিও এমন কাজ শুরু করবো। যদিও ভালো ভাবে পারিনা। তবে চেস্টা করে দেখবো আরকি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32