পরিবর্তন।অতঃপর খাপ খেয়ে নিয়ে সামনের দিকে চলা
আমাদের জীবনে আমাদেরকে বিভিন্ন স্থান কিংবা ভিন্ন ভিন্ন পরিবেশে অবস্থান করতে হয়। এই ভিন্ন ভিন্ন পরিবেশ গুলো যে শুধু আমাদের জন্য অনুকূল হবে তা নয়, জীবনে চলার পথে প্রতিকূল পরিবেশেও সম্মুখীন হতে হয়। মানুষের জীবন কখনো স্থির নয়। মানুষের জীবন কখনোই সব সময় শুধুমাত্র অনুকূল পরিস্থিতি কিংবা সবসময় শুধুমাত্র প্রতিকূল পরিস্থিতির মধ্যে সীমাবদ্ধ নয়।বিভিন্ন অনুকূল এবং প্রতিকূল উভয় দশার মধ্যে দিয়ে আমাদেরকে বড় হতে হয়। এসকল পরিস্থিতি মোকাবেলার জন্য যে কোন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার গুণটি সবথেকে বেশি কার্যকরী।
জীবন চলমান। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না। তবে এই চলমান জীবনে কিছু কিছু গুণ অবশ্যই থাকতে হবে। তার মধ্যে প্রধান একটি বৈশিষ্ট্য হলো যেকোনো পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেয়া। এই গুণটি যাদের মধ্যে থাকে তারা সাধারণত যেকোনো স্থান থেকে জীবনে উন্নতি করতে পারে। যাদের মধ্যে এই গুণের ঘাটতি থেকে যায় তাদের বিপথগামী হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেক সময় যেকোনো পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খেয়ে না নেয়ার ফলে কিছুটা পিছু পড়ে যেতে হয়। যদিও পিছে পড়ে যাওয়ার ফলে এই ঘাটতি থেকেই যায়।তবুও ওইটুকু ঘাটতি ধরে রেখেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।খাপ খাইয়ে না নিতে পারা কিংবা জীবনে কিছুটা পিছে পড়ে যাওয়ার ফলে আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। আর হতাশাগ্রস্থ হয়ে পড়ার এই সময়ে ধৈর্য ধারণ করে সবকিছু ভুলে গিয়ে ওভারকাম করাটা সব থেকে গুরুত্বপূর্ণ। দেরিতে অভিযোজিত হওয়ার ফলে জীবনের যেটুকু কাটতে থেকে যায় ওইটুকুর ভেবে সময় নষ্ট করার থেকে বরং সামনে কিভাবে নিজেকে ডেভলপ করা যাবে সেটাই ভাবা উচিত। সেই পরিকল্পনা অনুযায়ী সামনের দিকে এগুতে হবে। কারণ জীবন চলমান। আজ হয়তো আপনি ঠিকই পিছিয়ে পড়ে রয়েছেন। কিন্তু সেই ভুলগুলো আঁকড়ে না ধরে সামনের দিকে এগিয়ে যেতে থাকলে একটা সময় আপনার জীবনে অনুকূল পরিবেশ ও আসবে।বিপরীতে সেই ভুলগুলো আঁকড়ে ধরে হতাশাগ্রস্ত হয়ে পড়লে উন্নতি তো হবেই না; বরং অধঃপতনের দিকে যেতে থাকবেন।
অতঃপর শেষ কথা এটাই দাঁড়ালো যে, যেকোনো পরিস্থিতিতে খাপ খেয়ে নিতে হবে। কখনো কোন পিছুটান ঘটলে সেগুলোকে আকড়ে না ধরে বরং আসছে ভবিষ্যতের অনাগত দিনগুলোর কথা চিন্তা করে হলেও নিজের উন্নতির জন্য কাজ করা। কারণ বর্তমান দিন গুলো হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে; আসছে দিনগুলো কেমন হবে সেটা আপনার ঘুরে দাঁড়ানোর বিষয়টির ওপর নির্ভর করবে। আজ আপাতত এতোটুকুই। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।
ধন্যবাদ সবাইকে।
@mahamuddipu
Photography | @mahamuddipu |
---|---|
Device | Vivo Y19 |
Location | Link |
Join the Discord Server for more Details
ঠিকি বলেছেন ভাই। পরিবেশ এর সাথে খাপ না খাওয়াতে পারলে কোনো যায়গায় টিকে থাকা সম্ভব নয়। যেখানেই যাইনা কেনো সেখানকার পরিবেশ এর সাথে মানিয়ে নিতে পারলেই সামনে এগিয়ে যাওয়া সম্ভব। নাহলে পিছিয়ে পরতে হবে অনেক অনেক। অনেক ভালো লিখেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।
হ্যাঁ ভাইয়া আপনি পরিবেশের সাথে মিল রেখে অসাধারণ লিখেছেন। সবকিছুই পরিবর্তনশীল এবং কি মানুষও। আর নিজেকে খাপ খাইয়ে নেওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ। আপনি অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে চলা অনেক সুন্দর করে বিশ্লেষণ করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার উপরের কথাটার সাথে আমি একেবারেই একমত। ঠিকই বলেছেন যেকোনো পরিবেশে নিজেকে খাপ খেয়ে নেওয়ার সক্ষমতা থাকতে হবে তাহলে আপনি আপনার সফলতার জন্য নিজেকে সঠিকভাবে তৈরি করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্লগ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
খুব সুন্দর একটি বিষয় আলোচনা করেছেন ভাই। আসলে যে কোন স্থানে টিকে থাকতে হলে অভিযোজিত হওয়ার ক্ষমতা খুবই জরুরী। তা না হলে প্রতিকূল পরিস্থিতি গুলোতে টিকে থাকা বেশ কষ্টকর। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বিষয় আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মতামত প্রদানের জন্য।