বৃষ্টিস্নাত দিন

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

received_350932173111825.jpeg

বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ঋতু বৈচিত্রের এই দেশে গ্রীষ্মকাল এর পরেই বর্ষার আগমন ঘটে। গ্রীষ্মের প্রখর রোদে যখন প্রকৃতি ফেটে চৌচির হয়ে পড়ে ঠিক তার পরে প্রকৃতিকে রক্ষা করতে বর্ষার আগমন ঘটে। বর্ষার আগমনে বৃষ্টির পানিতে প্রকৃতি আবার তার স্নিগ্ধতা ফিরে পেতে থাকে।

আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। বর্ষাকালে প্রায়ই বৃষ্টি হয়। দিনের বেশিরভাগ সময়ে আকাশ মেঘলা থাকে।বর্ষাকালে কখন একটানা বৃষ্টি হয়, কখনোবা গুড়ি গুড়ি বৃষ্টি হয় আবার কখনোবা মুষুলধারে বৃষ্টি হয়।

received_854625175463577.jpeg
আজকের সারাদিনের আকাশ অনেক মেঘলা ছিল। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি আসছিল। ফলে ঘরের বাইরে ও তেমন একটা যাওয়া হয়নি। সারাদিন শুয়ে শুয়ে অলস ভাবে দিন টা কেটে গেল। সকালের ঘুমটা বৃষ্টির শব্দতে ভেঙে গেছে। জানালা দিয়ে দুদিন পরে বৃষ্টি ঘরের ভিতরে প্রবেশ করছিল। বৃষ্টির দিন হয় ঘরের বাহিরে যাওয়ার তেমন কোনো উপায় নেই। এজন্য দিনটা ঘরোয়া ভাবে কেটে গেছে। সকাল থেকে পরিবারের লোকজনদের সঙ্গে ছিলাম। ঘরে বসে সবাই মিলে আড্ডা দেওয়া টিভি দেখা মুড়ি মাখা খাওয়া সবই আজকের আয়োজনে ছিল। সবাই মিলে বেশ আনন্দ উৎফুল্ল মধ্য দিয়ে দিনটা বেশ ভালই কেটে গেল। বৃষ্টির পানিতে গোসল করার ইচ্ছা থাকলেও জ্বর আসার কারণে গোসল করতে পারলাম না।

received_4265216013501114.jpeg
বৃষ্টির দিন গুলোতে সারাদিন ঘরে বসেই কাটাতে হয়। আর আমার ঘরে বসে থাকা একদমই পছন্দ না।
এজন্য বৃষ্টিস্নাত দিনগুলো আমার তেমন একটা ভালো লাগে না। তবে আজকের দিন টা পরিবারের সবাই মিলে বেশ হই-হুল্লোড়ের মধ্যে কেটে গেল।
দিনটা ভালই উপভোগ করলাম।
received_312185623880767.jpeg

Sort:  
 3 years ago 

বৃষ্টির ছবিগুলি খুব সুন্দর হয়েছে ।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মূহুর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63191.19
ETH 2615.47
USDT 1.00
SBD 2.73