বৃত্তের ভেতরে দৃশ্য অংকন করলাম💗😱||১০% shy-fox 🦊🦊 by mahamuddipu

in আমার বাংলা ব্লগ2 years ago

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা মুসলিম ভাই, বোনদের জনাই আসসালামু আলাইকুম, সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনদের জানাই আদাব, এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলেই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভাল আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি।

আর্ট:(বৃত্তের ভেতরে দৃশ্য অংকন)

received_705791157298700.jpeg

Untitled-1.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPP2LBwZ8P5cAH9bTvYmTA3F8KMYooQZeRmk8HnWhD1yc6eY3zLxg5fNQHdD4FYYi1AtUf92J6z.png

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPu9GeMSmoUEZhF7e8ybxjzW2V7SfHpdazuSFrfL8L5qXnYBPCExPv4ysKR4zPgv1LUiXYjQUwrRiFdCMrRbe6Qjhaj3H9A7rE.png

received_573552873868341.jpeg

Untitled-1.png

ক্রমিক নংউপকরণ
১.পেন্সিল
২.রাবার
অফসেট খাতা
৪.কাঁটার
৫.পেন্সিল কম্পাস
৬.কালো কালির কলম

প্রথম ধাপ:

received_527513502081996.jpeg

Untitled-1.png

  • প্রথমে একটি ড্রইং খাতা নিয়ে কম্পাস এর সাহায্যে একটি বৃও অংকন করি।

দ্বিতীয় ধাপ:

received_467720001800791.jpeg

Untitled-1.png

received_717029225991890.jpeg

Untitled-1.png

  • এ পর্যায়ে বৃত্তের অর্ধাংশ পেন্সিল দিয়ে গাঢ় করে নিয়ে তা টিস্যুর সাহায্যে হালকা ঘষে নিয়েছি।

তৃতীয় ধাপ:

received_1654002931619453.jpeg

Untitled-1.png

  • এ পর্যায়ে বৃত্তের নিচের অংশে পাহাড়ের ন্যয় চিত্র অংকন করে নিয়েছি।

চতুর্থ ধাপ:

received_1005892253367134.jpeg

Untitled-1.png

  • এই পর্যায়ে বৃত্তের উপরের অংশের দিকে রাবারের সাহায্যে গোলাকার করে মুছে চাঁদের ন্যয় রূপ দিয়েছি।

পঞ্চম ধাপ:

received_512928890426525.jpeg

Untitled-1.png

  • এই পর্যায়ে বৃত্তের এক পাশে একটি গাছ অংকন করি।

ষষ্ঠ ধাপ:

received_682492052970375.jpeg

Untitled-1.png

  • এই পর্যায়ে গাছের পাশেই একটি মানুষ এঁকে নিয়েছি।

সপ্তম ধাপ:

received_1294298397725858.jpeg

Untitled-1.png

  • এ পর্যায়ে অংকিত পাহাড়,মানুষ ও গাছকে কালো কালির সাহায্যে গাঢ় করে নিয়েছি এবং কিছু প্রজাপতি অংকন করি।

অষ্টম ধাপ:

received_705791157298700.jpeg

Untitled-1.png

  • এ পর্যায়ে অংকিত চিত্রের উপর আমার স্টিমিট আইডির নাম লিখি।

image.png

এবং ফাইনালি আমার বৃত্তের ভেতরে দৃশ্য অংকন করা কমপ্লিট, কেমন হয়েছে কমেন্ট করে জানান আশা করি সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট এবং আপভোট দিবেন। 💗সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ💗💗💗

image.png

Sort:  
 2 years ago 

অসাধারণ হয়েছে ভাইয়া আপনার এই আর্ট। আপনি অনেক সুন্দর ভাবে বৃত্তের ভেতর একটি সুন্দর আর্ট করেছেন। আপনার আর্টের দক্ষতা আমার কাছে ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে আপনার আর্ট তৈরীর পদ্ধতি উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

image.png


আমি সবসময় চেষ্টা করি নিখুঁতভাবে কোন চিত্র অংকন করার পাশাপাশি উপস্থাপনাও ভালোভাবে প্রদান করার জন্য। ধন্যবাদ ভাই।


image.png

 2 years ago 

আপনাদের এত সুন্দর সুন্দর করা আর্ট গুলো দেখলে আমারও খুব আর্ট করতে ইচ্ছা করে কিন্তু দুঃখজনক ব্যাপার আমি আর্ট করতে পারিনা। তাই আপনাদের এত সুন্দর সুন্দর আর্ট গুলো দেখে নিজের আর্ট করার শখ মিটাই ।
বৃত্তের ভেতরে আপনার অঙ্কন করা দৃশ্যটি দেখতে খুব সুন্দর লাগছে ভাইয়া। দারুন একটি কনসেপ্ট ফুটে উঠেছে আপনার আর্ট এর মধ্যে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

image.png


আর্ট পারেন না তো কি হয়েছে। অন্যান্য পোস্টগুলো সুন্দরভাবে সম্পন্ন করবেন।যার যে বিষয়ে দক্ষতা রয়েছে সে বিষয়টি তুলে ধরা দরকার।ধন্যবাদ ভাই।


image.png

 2 years ago 

আপনি নতুন কিছু ট্রাই করেছেন এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। বৃত্তের মধ্যে দৃশ্য অংকন। এটা বেশ দারুন ছিল এবং খুবই জনপ্রিয় একটি দৃশ্য। এর আগেও অনেক জন এটি অংকন করেছিল। আপনি অঙ্কন করলেন বেশ দারুন ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

image.png


আমি অনেক জন কে অঙ্কন করতে দেখেছি এই দৃশ্যটি।তবে আমি একটু নিজের মতো করে অংকন করার চেষ্টা করেছি।মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।


image.png

 2 years ago 

একটি বৃত্তকে কেন্দ্র করে দারুন একটি আর্ট আপনি সম্পূর্ণ করেছেন। রুক্ষ গাছ সাথে একটি মেয়ে উড়ে যাচ্ছে পাখিরা চাঁদ ও আলো দিচ্ছে মিটমিট করে সবমিলিয়ে দারুন একটা ভাব জমে উঠেছে আপনার আর্ট এ।

 2 years ago 

image.png


চিত্রটির গভীরতা উপলব্ধি করে সুন্দর একটি মন্তব্য প্রদান করার জন্য ধন্যবাদ আপনাকে।


image.png

 2 years ago 

এই চিত্র অঙ্কণটি আমার অনেক চিনা, অনেক দিন আগে আমি এরকম একটি চিত্র অঙ্কণ করেছিলাম, চিত্রটি আর্ট করতে কিন্তু বেশ সময় লেগেছে, আর আপনি অনেক ধৈর্য সহকারে চিত্র অঙ্কণটি সম্পুর্ন করেছেন, বিশেষ করে উপস্থাপনাটা অনেক সুন্দর ছিলো, শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

image.png


এ ধরনের আর্ট গুলো সম্পন্ন করতে মোটামুটি ভালই সময় লাগে।সুন্দরভাবে আর্ট করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। ধন্যবাদ ভাই।


image.png

 2 years ago 

বৃত্তের ভিতর একটি মেয়ের ও গাছের দৃশ্য পটভূমি অংকন অনেক সুন্দর হয়েছে। অনেক আগেই এধরনের একটি চিত্র অঙ্কন করে ছিলাম যেটা খুবই সুন্দর হয়েছিল। আপনার টা অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লাগলো।

 2 years ago 

image.png


সিম্পল ভাবে অঙ্কন করা এই চিত্রটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ভাই। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।


image.png

 2 years ago 

আপনি খুব চমৎকার করে বৃত্তের ভেতর দৃশ্য অংকন করেছেন। আইডিয়াটা আমার কাছে খুব ভালো লেগেছে। পাহাড়ের উপর গাছের নিচে দাড়ানো মেয়েটির চিত্র খুব চমৎকার করে আপনি ফুটিয়ে তুলতে পেরেছেন। প্রত্যেকটি ধাপের উপস্থাপনা বেশ ভালো ছিল। বৃত্তের ভেতর দৃশ্য অংকন টি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

image.png


আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর এবং গঠনমূলক একটি মন্তব্য আমাদের মাঝে শেয়ার করার জন্য। চিত্রটি সম্পর্কে আপনার ভালো লাগার বিষয় শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।


image.png

 2 years ago 

বৃত্তের মধ্যে ও প্রকৃতির সুন্দর দৃশ্য অঙ্কন করেছেন। দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সুন্দর হয়েছে, প্রজাপতি উড়ে যাওয়ার দৃশ্যটা আমার খুবই ভালো লেগেছে।

 2 years ago 

image.png


কতভাবেই তো প্রকৃতির সুন্দর দৃশ্য অংকন করা যায়।আমি না হয় বৃত্তের ভেতরে সম্পন্ন করলাম। শুভেচ্ছা রইল ভাই।


image.png

 2 years ago 

আপনার এত সুন্দর দৃশ্য অংকন দেখে রোমান্টিক একটি মুড ফিল করতে পারলাম। খুবই ভালো লাগলো আপনার এত সুন্দর দক্ষতা সম্পন্ন একটি কার্য দেখে। একটি বৃত্ত এঁকে নিয়ে তার মধ্যে অবস্থান করা গাছের নিচে নারীর দৃশ্য। চাঁদ উঠে থাকা সুন্দর একটা অনুভূতি খন। সব মিলিয়ে অসাধারণ একটি দৃশ্য।

 2 years ago 

image.png


সাধারণভাবে অংকন করা চিত্র টি আপনার কাছে অসাধারণ লেগেছে জানতে পেরে ভালো লাগলো। ধন্যবাদ ভাই।


image.png

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে একটি বৃত্তের ভেতরে একটি মেয়ের চিত্র অঙ্কন করেছেন। সুন্দরভাবে অংকন করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

image.png


সবকিছু সুন্দরভাবে সম্পন্ন করার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগার বিষয়গুলো জানতে পারলে আমারও অনেক ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।


image.png

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 68418.37
ETH 3743.74
USDT 1.00
SBD 3.65