বৃত্তের মধ্যে দৃশ্য অংকন ||10% beneficiary for shy-fox||

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুয়ালাইকুম/ আদাব নমস্কার

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। আমাদের সবার প্রিয় কমিউনিটি @amarbanglablog এর এর সদস্যরা প্রতিনিয়ত আমরা নতুন নতুন পোস্ট করার মাধ্যমে আমাদের কমিউনিটিকে সমৃদ্ধ করছি। এরই ধারাবাহিকতায় আজকে আমি আমার অংকন করা চিত্র নিয়ে হাজির হলাম।

উপকরণসমূহঃ

received_1045496456302913.jpeg

received_317380133225081.jpeg

  • পেন্সিল
  • কম্পাস
  • রাবার
  • অফসেট পেপার
  • রং পেন্সিল

প্রথম ধাপঃ

received_625818425263805.jpeg

প্রথমেই কম্পাসের সঙ্গে একটি পেন্সিল লাগিয়ে নিয়ে বৃত্ত অঙ্কন করে নেই। এরপর বৃত্তের নিচের অংশে পেন্সিল দিয়ে একটি জ্যা অঙ্কন করি।উপরের প্রান্ত থেকে নিচের দিকে একটি সরলরেখার প্রান্তে লাভ অঙ্কন করি।

দ্বিতীয় ধাপঃ

received_1305662486536408.jpeg

এ ধাপে অংকন করে নেয়া লাভের ভিতরের ফাঁকা অংশ লাল রং দিয়ে ভরাট করি।

তৃতীয় ধাপঃ

received_3086880044926746.jpeg

received_282093340588992.jpeg

এভাবে পর্যায়ক্রমে চারটি লাভ অঙ্কন করে নিয়ে সেগুলোর ভেতরের ফাঁকা অংশ লাল রং দিয়ে ভরাট করি।

চতুর্থ ধাপঃ

received_184706470487239.jpeg

এ ধাপে বৃত্তের পরিধি থেকে গাছের ডালের শাখা-প্রশাখা অঙ্কন করি।

পঞ্চম ধাপঃ

received_1031861087626892.jpeg

এরপর প্রতিটি শাখা-প্রশাখা হতে পাতা অঙ্কন করে নেই।

ষষ্ঠ ধাপঃ

received_899267767392077.jpeg

এ ধাপে অনেকগুলো সরলরেখার যুক্ত করে খোপ অঙ্কন করে নেই।

সপ্তম ধাপঃ

received_580854179884247.jpeg

এভাবে অঙ্কন করে নেয়া খোপগুলো পেন্সিল দিয়ে ভরাট করে দেই।

অষ্টম ধাপঃ

received_588785492436975.jpeg

received_289296776402330.jpeg

এ ধাপে খোপ গুলোর মধ্যবর্তী ফাঁকা স্থান প্রথমে হলুদ রং দিয়ে হালকা করে ভরাট করি এবং পরবর্তীতে লাল রং করি।

নবম ধাপঃ

received_242900527757483.jpeg

received_283477233693854.jpeg

খোপের বাইরে অঙ্কন করে নেয়া করে নেয়া অঞ্চলে হালকা করে লাল এবং হলুদ রং করি।

দশম ধাপঃ

received_1228871184277018.jpeg

আমার অংকন করা চিত্র এর নিচে আমার স্টিমিট আইডির নাম যুক্ত করে।

ধাপগুলো অনুসরণ করে আমি আমার সম্পূর্ণ চিত্রটি অঙ্কন করলাম। আমার আঁকা চিত্র টি কেমন লাগল তা অবশ্যই মন্তব্য করে জানাবেন।

Sort:  
 3 years ago 

বৃত্তের মধ্যে দৃশ্য অংকন। আসলেই আপনার প্রচেষ্টা দেখে আমার খুবই ভালো লাগলো। যাই হোক অনেক সুন্দর ভাবে আপনি অংকন করার চেষ্টা করেছেন। বৃত্তটা যদি আরেকটু বড় করতেন। তাহলে স্পষ্টভাবে বোঝা যেত। আরেকটু সুন্দর ভাবে ফুটে উঠত তাও। আপনি অনেক ভালো অঙ্কন করেছেন। খুবই ভালো লাগলো ভাইয়া। শুভকামনা রইল

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার বৃত্তের মধ্যে দৃশ্য অংকন টি খুব সুন্দর হয়েছে। আমার কাছে আপনার দৃশ্যটি খুবই ভালো লেগেছে। আপনি খুব সময় নিয়ে সুন্দর করে বানিয়েছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতো সুন্দর একটি দৃশ্য শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন ভাই। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ঘষামাজা না করলে আর্টটি দেখতে আরো সুন্দর লাগতো। সুন্দর প্রচেষ্টা ছিল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহহহ বৃত্তের মধ্যে আপনি অসাধারন একটি চিত্র অংকন করেছেন।দেখতে খুব সুন্দর লাগছে আর আকার ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই।

অসাধারণ ক্রিয়েটিভিটি। দারুন এঁকেছেন ভাই। শুধুমাত্র যে একটিমাত্র বৃত্তের মাঝে কিছু আকা সম্ভব এমন আইডিয়া আগে কখনো মাথায় আসেনি। দেখে ভালো লাগল। অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার আঁকা দৃশ্যটি খুব সুন্দর হয়েছে। বৃত্তের ভেতরে অনেক কিছু ফুটে তুলেছেন।দেখে খুব ভালো লাগল।আর রং করায় এটি আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57408.28
ETH 3079.77
USDT 1.00
SBD 2.31