ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG-20211001-WA0001.jpg

IMG-20211001-WA0000.jpg

যারা এবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিচ্ছে, সম্ভবত এরাই সবচেয়ে বেশি বিরম্বনায় পড়েছে। কতদিন পর এবারের বিশ্ববিদ্যালয় পরীক্ষা সম্পন্ন হলো। প্রায় দেড় বছর ধরে বাসায় বসে পড়াশোনা করছে। বিভিন্ন সময়ে পরীক্ষার বিভিন্ন তারিখ দিয়ে পরীক্ষা নিতে বিলম্ব করতে হয়েছে। বিলম্ব করতে হবে নাই বা কেন? করোনা ভাইরাস এ আক্রান্তের হার এবং মৃত্যু হার যে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

অনেক জল্পনা-কল্পনার পর মেডিকেলের ভর্তি পরীক্ষা সর্বপ্রথম সম্পন্ন হয়েছিল। মেডিকেলের ভর্তি পরীক্ষা সম্পন্ন করায় দেশের শিক্ষাব্যবস্থা বিতর্কের মুখে পড়েছিল। কারণ ওই সময়ই করোনাভাইরাস এর প্রভাব সবচেয়ে বেশি ছিল। আসলে সরকারের পরিকল্পনা সুদূরপ্রসারী। ভবিষ্যতে যাতে ডাক্তারের সংকট না পরে ওটা ভেবেই বোধহয় মেডিকেলের ভর্তি পরীক্ষা গুলো দ্রুত সম্পন্ন করতে চেয়েছিল। এখন সবাই প্রায় করোনাভাইরাস এর টিকা গ্রহণ করেছে। ফলে এ ভাইরাস আক্রান্তের হার কমে গেছে। আর দেশের পরিস্থিতি ও স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। সবকিছু চালু করা হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুলো নেয়া শুরু হয়ে গেছে। সেই মোতাবেক মেডিকেল ভর্তি পরীক্ষার পর এবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেয়া শুরু হচ্ছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা হচ্ছে। পরীক্ষা শুধু ঢাকাতে না নিয়ে সারা বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে নেয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই,তা হল নিরাপদ দূরত্ব বজায় রেখে যাতে সঠিকভাবে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করা যায়।

প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ঢাকাতে যেমন ভিড় জমে যায়, এবার অবশ্য তেমনটা হচ্ছে না। কারণ পরীক্ষাটা সারা বাংলাদেশ জুড়ে নেয়া হচ্ছে। এবারের পরীক্ষার কার্যক্রমটি সবার ভালোর জন্য চিন্তা করে এমন ভাবে সম্পন্ন করা হচ্ছে। সবশেষে, প্রশাসনের এমন পরিকল্পনা কে সাধুবাদ জানাই।

IMG-20211001-WA0002.jpg

Sort:  
 3 years ago 
এখন সবাই প্রায় করোনাভাইরাস এর টিকা গ্রহণ করেছে। ফলে এ ভাইরাস আক্রান্তের হার কমে গেছে। আর দেশের পরিস্থিতি ও স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। সবকিছু চালু করা হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুলো নেয়া শুরু হয়ে গেছে

বিশ্ববিদ্যালয়ে সুযোগ প্রত্যাশী সহশিক্ষা তাদেরকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হওয়ায় অনেক শিক্ষার্থী স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তাদের জন্য শুভকামনা রইল জানো তারা সুস্থ থাকে এবং করা থেকে দূরে থাকেন।

আপনার পোষ্টটি সুন্দর করার জন্য টেক্সট জাস্টিফাই, ক্যামেরা ডিটেলস, ও লোকেশন কোড ব্যবহার করলে পোষ্টের সৌন্দর্য ভ্যালু বহুগুণে বেড়ে যাবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ভর্তি পরীক্ষা না বলে ভর্তিযুদ্ধ বলাই ভালো। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং এটাকে দেশব্যাপী আরো ছড়িয়ে দেয়া উচিত। কারণ এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে ঢাকায় এসে এসে নানারকম বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। কিন্তু পরীক্ষাগুলো যদি প্রত্যেকটা জেলা শহরে হতো তাহলে মানুষের ভোগান্তি অনেক কমে আসতো।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

আমি রুপক ভাইয়ের সাথে একমত। এটা ভর্তি পরীক্ষা না ভর্তিযুদ্ধ বলা যায়। এবারের এই সিদ্ধান্ত টা ভালো নিয়েছে বিভিন্ন স্থানে পরীক্ষা নেওয়ার। এবং এই পরীক্ষার দিনগুলোতে ঐ এলাকাতে যে কী পরিমাণ জনসমাগম হয় তা বলে বোঝাবার নয়। ভালো লিখেছেন ভাই।।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

এবারের এডমিশন পরীক্ষা দেরিতে সম্পন্ন হওয়ার শিক্ষাথীরা বেশ চাপের মধ্যে ছিল। পরীক্ষার বিষয় নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন। সারা বাংলাদেশ জুড়ে পরীক্ষা হওয়ায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কম ছিল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59171.28
ETH 2598.57
USDT 1.00
SBD 2.42