চিতই পিঠা তৈরীর পদ্ধতি ||10% beneficiary for shy-fox||

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো স্টিমীট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমরা সবাই প্রতিনিয়ত আমাদের পোস্টে ভিন্নতা আনার জন্য বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করার পাশাপাশি ক্রাফট, চিত্রাঙ্কন এবং রেসিপি পোষ্ট লিখে থাকি। এতে করে সাধারণ ব্লগারদের আমাদের কনটেন্টগুলো পড়ার প্রতি একঘেয়েমি না এসে বরং আগ্রহ বেড়ে যায়। এউদ্দেশ্যে আজকে আমি সুন্দর একটি রেসিপি পোষ্ট শেয়ার করব।

বাঙালিরা খাবার-দাবারের ক্ষেত্রে ভীষণ সৌখিন। তাদের অতিরিক্ত ভোজন রসিকতার কারণে বেশিরভাগ বাঙ্গালীরাই সুঠাম দেহের পরিবর্তে ভুড়িওয়ালা হয়ে থাকে।আর শীতকাল এলেই বাঙ্গালীদের খাবার-দাবারের তালিকায় পিঠা যুক্ত হয়।আজকে আমি চিতই পিঠা তৈরীর প্রক্রিয়া আপনাদের সঙ্গে শেয়ার করবো।

চিতই পিঠা তৈরি করার পদ্ধতিগুলো ধাপ আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হলো:
received_986198378652700.jpeg

উপকরণ সমূহ:

১. চালের আটা(১ পোয়া)।
২. পানি(পরিমাণমতো)।
৩. লবণ(সামান্য পরিমাণ)।
৪. তাওয়া(১টি)।
৫.পাতিল(১টি)।
৬.ভাজনী(১টি)।

প্রথম ধাপ:

received_667566368010167.jpegreceived_469886381185573.jpeg

প্রথমে আমাদের নির্দিষ্ট পরিমাণ আটার মধ্যে পরিমাণমতো পানি মেশাতে হবে। এমনভাবে পানি মেশালে হবে যাতে আটার গোলা খুব বেশি পাতলা না হয়।

দ্বিতীয় ধাপ:

received_660624538700195.jpegreceived_255723413333540.jpeg

এরপর একটি তাওয়া চুলায় বসিয়ে জাল দিয়ে গরম করতে হবে। পাওয়ার উপযুক্ত পরিমাণ গরম হলে এর উপর আটার গোলা ছেড়ে দিতে হবে।

তৃতীয় ধাপ:

received_335996318438342.jpeg

বেশ কিছুক্ষণ আগুন দিয়ে আটার গোলা জাল করে নিয়ে উপযুক্ত পরিমাণ সিদ্ধ করে নিতে হবে।

চতুর্থ ধাপ:

received_626614731976464.jpeg

সিদ্ধ করে নেয়া হয়ে গেলে চিতই পিঠা গুলো তুলে অন্য একটি বাটিতে কিংবা পাত্রে রাখতে হবে।

পঞ্চম ধাপ:

received_986198378652700.jpeg

সর্বশেষ ধাপের আমাদের চিতই পিঠা রেসিপি তৈরি হয়ে গেল।

উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে চিতই পিঠা রেসিপি তৈরি করলাম। তৈরিকৃত চিতই পিঠা গুলো আমরা বিভিন্ন ধরনের ভর্তা/সবজি কিংবা মিষ্টি জাতীয় কোনো কিছু দিয়ে খেতে পারি।

ধন্যবাদ সবাইকে

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2 (1).png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF (2).gif

Join the Discord Server for more Details

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q9XCPsYVNkPGccQr2oVfqjd8P1QjQ2JYt5o5SLCXCfH7Wv5QM2wCpb3QPRXzxP6G5LbgknonYX8SPp.png

Sort:  
 2 years ago (edited)

শীতকালে বেশ জনপ্রিয় পিঠা হলো চিতই পিঠা। শীতকাল ছাড়া অন্য সময় পাওয়া যায় না। আমার বেশ খাইতে ভালো লাগে খাইতে।ভাইয়া আপনি অনেক সুন্দর করে চিতই পিঠা তৈরি করেছেন। দেখতে বেশ ভালই লাগতেছে চিতই পিঠা গুলো। অনেক সুন্দর করে বুঝিয়ে দিতে হবে উপস্থাপন করছেন। সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।

 2 years ago 

মন্তব্য করার সময় একটু ভালোভাবে খেয়াল রাখবেন। ছেলে না মেয়ের পোস্টে মন্তব্য করেছেন এ বিষয়টি। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া,,, একটু ভুল হয়েছে।

 2 years ago 

আজকে সন্ধ্যায় চিতুই পিঠা খাইলাম ভাই।আপনি খুব সুন্দর করে চিতুই পিঠার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার জন্যও শুভকামনা রইল ভাই। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি খুব সহজ পদ্ধতিতে চিতই পিঠা রেসিপি শেয়ার করেছেন ।এই পিঠাগুলো আমি সবসময় বাইরে থেকে কিনে এনে খাই। বাসায় বানাতে পারি না পিঠার সাজ নেই বলে, কিন্তু আপনি লোহার বড় কড়াইতে কত সুন্দর করে পিঠা বানালেন ঘরে বসেই ।আপনার কাছ থেকে পিঠা-বানানো শিখে নিলাম আমিও একদিন ট্রাই করবো। এটা আমার খুবই পছন্দের পিঠা।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর এবং গঠনমূলক মতামত প্রদান করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59479.71
ETH 3174.48
USDT 1.00
SBD 2.44