বন্ধু মহলের আড্ডাগুলো

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20211010_192312.jpg

IMG_20211010_195712.jpg

IMG_20211010_200625.jpg

বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যেটা পারিবারিক, সামাজিক এবং অন্যান্য কোন সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে না। নিজের চলার পথে আমরা প্রতিনিয়ত অনেক মানুষদের সঙ্গে পরিচিত হই। তাদের মধ্যে যাদের সঙ্গে আমাদের মনের মিল বিদ্যমান রয়েছে তাদের সাথেই কেবল আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে। আর নিজের কাছের বন্ধুদের সঙ্গে প্রতিনিয়ত ঘুরতে যাওয়া, আড্ডা দেয়া, গল্পগুজব করা ইত্যাদি কার্যক্রম অব্যাহত থাকে।

আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অধ্যায় বগুড়া শহরে কেটে গেছে। ফলে বগুড়ার বিভিন্ন লোকজনের সঙ্গে আন্তরিকতাপূর্ণ ভাব এবং মনের মিল করে উঠেছে। আমার স্কুল জীবন এবং কলেজ জীবনে বিভিন্ন বন্ধু-বান্ধবদের কাছে পেয়েছি। তাদের মধ্যে কিছু কিছু বন্ধু বান্ধব নিজেকে আড়াল করে নিয়েছে এবং কিছু বন্ধুবান্ধব এখনো সম্পর্কগুলো ধরে রেখেছে। সম্পর্ক ধরে রাখা এই বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করা,আড্ডা দেয়া এবং গল্পগুজব করা ইত্যাদি কার্যক্রম অব্যাহত রয়েছে। সময় সুযোগ পেলেই প্রতিনিয়ত তাদের সঙ্গে দেখা করা হয়। আজকে কিছু কাছের বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করলাম। শুধু দেখাই করলাম না, বেশ খানিকটা সময়ও তাদের সাথে কাটালাম। আমাদের আড্ডা দেওয়ার স্থানগুলো প্রিয় শহর বগুড়া।বগুড়ার যখন যেখানে মন চায়, তখন সেখানে আড্ডা দেয়া হয়। আজকের আড্ডা দেয়ার স্থানটি ছিল জলেশ্বরীতলা একটি ফাস্টফুড রেস্টুরেন্ট এ। রেস্টুরেন্টটিতে গিয়ে অনেকটা সময় নিয়ে নিজেদের ভিতর গল্প করলাম।

সাধারণত অন্যান্য দিনগুলোতে আড্ডা গুলো অল্প সময়ের জন্য হয়। প্রত্যেকে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকায় কয়েকটা বেশি সময় দিতে পারে না। আড্ডা দেয়ার সময় আমাদের সময় কলেজের দিনগুলো নিয়ে স্মৃতিচারণ করলাম। পরবর্তীতে খাবার অর্ডার করে আমার খাওয়া দাওয়া করলাম। অনেকদিন পর বন্ধুদের সাথে আড্ডা দিতে পেরে বেশ ভালোই লাগলো।

IMG_20211010_192309.jpg

IMG_20211010_192338.jpg

IMG_20211010_195208.jpg

Sort:  
 3 years ago 

আপনার বন্ধুমহলের আড্ডাগুলো জমে উঠুক।বগুড়া শহরেই আপনার সব বন্ধু বান্ধব গড়ে উঠেছে।আমারও মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক রংপুর এ কেটে যাওয়ায় রংপুরকে কেন্দ্র করেই সব বন্ধু বান্ধব গড়ে উঠেছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

বন্ধু এমন একটা জিনিস যাকে সব সময় মন কাছে পেতে চায়। বন্ধু ছাড়া জীবন চলতেই পারে না। তবে তাদের মধ্যেও একটা সময় জোয়ার ভাটা পরে

কিছু কিছু বন্ধু বান্ধব নিজেকে আড়াল করে নিয়েছে এবং কিছু বন্ধুবান্ধব এখনো সম্পর্কগুলো ধরে রেখেছে

এই কথাটা আমার খুবই ভালো লেগেছে। অনেক বন্ধু ছিলো যারা একটা সময় খুবই কাছে ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তারা চলে যায়,কেন যায়...!!হয়তো বা প্রয়োজন ফুরিয়ে গেছে। হয়তো তো বা আবার প্রয়োজনে কাছে আসবে। তবে আমি আবার তাদের বুকে টেনে নিবো। ভালো লাগলো আপনার পোষ্ট টা 💓💓

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

অনেকদিন পর বন্ধুদের সাথে আড্ডা দিতে পেরে বেশ ভালোই লাগলো।

আসলে মাঝে এই রকম বন্ধুদের নিয়ে আড্ডায় গেলে মনটা অনেক ফ্রেস হয়ে যায়।অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামণা রইল।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই।

 3 years ago 

বন্ধুত্ব পৃথিবীর মধ্যে একটি অন্যতম মূল্যবান সম্পর্ক।কয়েকদিন আগে কোনো এক সংবাদমাধ্যমে দেখেছিলাম একজন বান্ধবী সাগরের পানিতে ডুবে যাচ্ছিলো তাকে বাঁচাতে একইভাবে পরপর তিনজন সহ চারজনই মারা যায়। তাহলে বন্ধুত্বের টানটা কেমন হয়? আর তাছাড়াও আপনাদের পোস্ট পড়ে আমাকে যথেষ্ট ভালো লেগেছে। আপনারা সুন্দর করে তুলে ধরেছেন বন্ধুত্বের সম্পর্কটাকে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66565.59
ETH 3503.87
USDT 1.00
SBD 2.72