বাঙালি জাতির সামগ্রিকতা

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

received_356989972670810.jpeg
আমাদের দেশ বাংলাদেশ এবং জাতি হিসেবে আমরা বাঙালি । শুধু বাংলাদেশে যে বাঙালিরা বসবাস করে তা নয়, ভারতেও বেশ একটা বৃহৎ সংখ্যক বাঙালি গোষ্ঠী রয়েছে। আমরা যে শুধু ভাষাভাষী গত দিক থেকেই বাঙালি তা নয়,ইতিহাস-ঐতিহ্য, উৎসব, সংস্কৃতি সবকিছুতেই মিশে আছে আমাদের এই বাঙালিয়ানা।

received_154070736867644.jpeg

গঠনগত দিক থেকে বাঙালিরা মাঝামাঝি গড়নের, অতি উচ্চ কিংবা অধিক খাট নয় বাঙালিরা। দেহের বর্ণ শ্যাম বর্ণ এবং পেটুক স্বভাবের হয়। বাঙালি খাবার-দাবারে রয়েছে যথেষ্ট বৈচিত্র। বাঙালি জাতির সমগ্র অংশ একসময় ভারতবর্ষের অধীনে ছিল। ভারতবর্ষ সেই আদিকাল থেকে শুরু করে বিভিন্ন রাজা এবং বিভিন্ন জাতীয় অধীনস্থ থেকেছে। ইংরেজ এবং বিভিন্ন রাজা-বাদশাদের ভারতবর্ষের অংশের মধ্যে বাংলা অঞ্চলটি বেশ প্রিয় ছিল।বাঙালিরা অনেক রাষ্ট্রের অধীনে থাকায় বাঙ্গালীদের মধ্যে শুধু যে বাঙালিয়ানা বৈশিষ্ট্য রয়েছে তা নয়, ভিন্ন ভিন্ন দেশ এবং জাতির সংস্পর্শে থাকায় ওই সব মানুষের বৈশিষ্ট্যও বাঙালিরা পেয়েছে। ফলে বাঙ্গালী জাতি একটি মিশ্র জাতির রূপ পেয়েছে। আবার বাংলা ভাষায় ও আরবি-ফারসি ইংরেজি পর্তুগিজ তুর্কি থেকে শুরু করে বিভিন্ন ভাষার মিশ্রণ ঘটেছে। তবে এই ভাষাগুলো ছাড়া বাংলা ভাষার পূর্ণতা নেই। সকল ধর্ম, গোত্র এবং গোষ্ঠীর লোকজন স্বাধীনভাবে বসবাস করতে পারে এই দেশে। বাঙালিরা উৎসব প্রিয় জাতি। এই বাংলায় বারো মাসে রয়েছে তেরো পার্বণ। বৈশাখ, ঈদ,পুজো সহ আরো যে কত ভুরি ভুরি উৎসব রয়েছে তার কোন ইয়ত্তা নেই।

বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য গুলো বিলুপ্তি যাতে না হয় সেদিকে গুরুত্ব দিতে হবে। বর্তমানে বাঙ্গালীদের মধ্যে ইউরোপীয় দেশ আমার সংস্কৃতি প্রবেশ করতে শুরু করেছে। যা আমাদের কাছে কাম্য নয়। আমাদের এই বাঙালি ঐতিহ্য কে ছোট করে না দেখে মনে প্রানে ধারণ করতে হবে। তাহলে পূর্ণতা পাবে বাঙালি জাতির সামগ্রিকতা।

received_878133722803614.jpeg

Sort:  
 3 years ago 

বাঙালির জাতির ইতিহাস-ঐতিহ্য, উৎসব, সংস্কৃতি খুব সুন্দরভাবে ফুটে তুলেছেন আপনার লেখনির মাধ্যমে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর পোস্টে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খাবারগুলি বেশ জমজমাট।লেখাটি ও ভালো।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 3 years ago 

বাঙ্গালী হলো শান্তি প্রিয় খাদ‍্যরসিক অলস প্রকৃতির। কিন্তু অনেক বাঙ্গালী তাদের কর্ম দিয়ে বিশ্বের কাছে পরিচিত।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

🙂🙂

 3 years ago 

আমাদের সংস্কৃতি অনেক অনন্য এবং মিশ্র ধরনের। এখানে আপনি অনেক ধরনের সংস্কৃতি খুঁজে পাবেন এবং অনেক উৎসব অনেক রকম আনন্দঘন পরিবেশ এবং ঐতিহ্য কিভাবে। তবে আমাদের সবার খুব সচেতন এবং সজাগ থাকা উচিত যাতে করে বিদেশী সংস্কৃতি গুলো আমাদের মধ্যে বাসা বাঁধতে না পারে যেমনটি আপনি বললেন।

 3 years ago 

আমার পোস্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.033
BTC 63458.69
ETH 3084.37
USDT 1.00
SBD 3.99