লম্বা লাইন অতিক্রম করে করোনাভাইরাস এর প্রথম ডোজ গ্রহণ

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20210916_105605.jpg

IMG_20210916_105607.jpg

IMG_20210916_110725.jpg

IMG_20210916_110727.jpg

দেশে প্রায় দু'বছর যাবৎ করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাচ্ছিল। সরকার অনেক কষ্ট করে ও সংক্রমণ বৃদ্ধির হার এবং মৃত্যুর হার কোনোটিই কমাতে পারছিলো না। অবশেষে অনেক চেষ্টার পরে করোনা ভাইরাসের টিকা আবিষ্কৃত হলো। টিকা আবিষ্কার হয়ে দেশে আসার পর প্রথম দিক এর লোকজন টিকা নিতে ভয় পাচ্ছিল।

অনেকে আবার তাচ্ছিল্য করে টিকা নিতে অসম্মতি জানাচ্ছিল।যখন সরকারের ওপর মহলের লোকজনরা টিকা নিচ্ছিল তখন লোকজনের এই ভয় দূর হতে শুরু করল। এখন দেশের বেশিরভাগ লোকজন টিকা নিয়ে ফেলেছে। কিছু লোকজন অবশ্য এখনও টিকা নেয়নি। ওই কিছু লোকজনের মধ্যে আমিও ছিলাম। অবশেষে সকল প্রক্রিয়া সম্পন্ন করে গতকাল করোনাভাইরাস এর প্রথম ডোজ এর টিকা নিয়ে নিলাম। টিকা নেওয়ার জন্য দেশের প্রতিটি মানুষকে নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়েছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার জন্য বগুড়া থেকে সকাল আটটায় রওনা হয়েছিলাম। টিকা নেয়ার জন্য প্রয়োজন পড়ে অনলাইন টিকা কার্ড নিজ নিজ ভোটার আইডি কার্ড এবং মোবাইল ফোনে যে এসএমএসটি পাঠানো হয়েছিল তা।বাসে চলে যাওয়ার সময় মনের মধ্যে ভয় কাজ করছিল। আগে থেকেই টিকা নিতে বেশ ভয় পেতাম। মনের মধ্যে বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করতে করতে এসে পৌছালাম আমাদের গোবিন্দগঞ্জ উপজেলায়। এসে দেখি লোকজনের লম্বা লাইন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লোকজনে এতটা গাদাগাদি যে মনে হচ্ছিল দেশে আর করোনাভাইরাস নেই। অবশ্য সবার মুখে মাস্ক ছিল।

অনেকগুলো নার্স এবং ডাক্তারগণ টিকা দানের কার্যক্রম পরিচালনা করছিলেন।টিকা দেয়ার কাজটি খুব দ্রুত সম্পন্ন করছিল। ছেলে মেয়েদের আলাদা আলাদা লাইন থেকে ১০ জন করে টিকা দেয়ার রুমে নিয়ে যাওয়া হচ্ছিল। মোট ২০ জনের টিকাদান কার্যক্রম শেষ হতে ৫-৬ মিনিট সময় লাগছিল। এজন্য লম্বা লাইন হলেও খুব দ্রুত টিকা দিতে পেরেছিলাম।

IMG_20210916_112940.jpg

IMG_20210916_112833.jpg

IMG_20210916_112024.jpg

Sort:  

এই মুহূর্তে আমাদের সকলের ভ্যাকসিন গ্রহণ করা উচিত।তবে সেটা নিরাপত্তার মধ্যে হলে ভালো হতো।এত বড় লম্বা লাইনের মধ্যে সংক্রমণের ঝুঁকি আরো বেশি।আপনার জন্য দোয়া রইলো ভাই।অনেক ধন্যবাদ আপনার পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আমাদের সকলের উচিত সুস্থ্য-সবল জীবন যাপন করা। এবং আমাদের সুস্থ থাকতে হলে যা যা করণীয় তা তো অবশ্যই করতে হবে। একটু কষ্ট হলেও আপনি যে টিকা দিয়েছেন এতেই আপনার আত্মার শান্তি পাচ্ছে। সরকার চেষ্টা করতেছে আমাদেরকে সচেতন হতে হবে। বাকিটা আল্লাহর উপর আল্লাহ যেন ভালো রাখেন। আপনার পোস্টে অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা ভাই

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

সৃষ্টি কর্তার কাছে আকুল আবেদন এই টিকার মাধ্যমে আমাদের সবাই যেন তিনি সুস্থ রাখেন।
ভাই টিকা গ্রহণের পরেও সাবধানতার সাথে চলিয়েন।

 3 years ago 

উপদেশ মূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

খুব ভালো করেছে। আমিও দুদিন আগেই নিলাম। টিকা সবার নেওয়া জরুরি। তোমাদের কোন কোম্পানির টিকা দেওয়া হলো?

 3 years ago 

কি জানি ভাই।এত কিছু তো দেখি নাই ভাই।

 3 years ago 

আমি ভাই দুইটাই ভ্যাকসিন নিয়ে নিয়েছি। খুব ভালো একটা কাজ করেছেন বর্তমান সিচুয়েশানে ভ্যাকসিন টা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

টিকা নিতে গিয়ে লাইনে দাঁড়ানো আমার কাছে খুবই বিরক্ত লাগে। আমি ইতিমধ্যে প্রথম ডোজ গ্রহণ করেছি। প্রথম ডোজ সফল ভাবে গ্রহণ করায় আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

আপনি ভালো করেছেন।আসলেই টিকা আমাদের সবারই নেয়া অতি জুরুরি। টিকা নিন সুস্থ ভাবে জীবনযাপন করুন।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 66982.11
ETH 2591.90
USDT 1.00
SBD 2.67