শখের তোলা আশি টাকা

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

received_888285341723688.jpeg

শখ মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষের মানসিকতা,চিন্তা ধারা এবং ও অভিরুচির উপরে নির্ভর করে ভিন্ন ভিন্ন মানুষের শখ বিভিন্ন রকম হয়। অর্থাৎ শখ মানুষের রুচিবোধ এবং মন মানসিকতার বহিঃপ্রকাশ। শখ একজন মানুষের ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়।

এ পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন মন-মানসিকতার লোকজন রয়েছে। মন মানসিকতাভেদে লোকজনের শখের ধরনও ভিন্ন হয়। পৃথিবীতে খুব কম সংখ্যক লোক খুঁজে পাওয়া যাবে যাদের শখ নেই। একেকজনের একেক রকমের সখ থাকে। কেউ কুকুর-বিড়াল পুষতে ভালোবাসে, কেউ আবার পাখি পুষতে। আবার শখের বশে কেউ কেউ খরগোশ কিনে থাকে। কেউ আবার পাখিকে মুক্ত আকাশে উড়তে দেখে প্রশান্তি বোধ করে। কবুতর পালন অনেক মানুষের সখ। বিশ্বের বড় বড় ব্যক্তিত্বসম্পন্ন লোকজনেরও বিভিন্ন রকমের সখ রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবাসতেন বিভিন্ন ধরনের কলম সংগ্রহ করতে। আবার বিখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ভালোবাসতেন বিভিন্ন ধরনের গাড়ি সংগ্রহে রাখতে। অর্থবিত্ত ভেদেও সকল ধরণ ভিন্ন হয়। শখের বিনিময়ে মানুষের লাভ কিংবা লোকসান মুখ্য বিষয় নয়।

সখ মানুষকে আনন্দ রাখতে সহায়তা করে,মনের ভেতর বয়ে আনে প্রশান্তি। যাদের জীবনে সখ থাকেনা তারা দুঃখ কষ্ট মনের ভেতরে চেপে রাখে, আর সব থাকা মানুষদের জীবনের দুঃখ-কষ্ট উনাদের সঙ্গে শেয়ার করেন।এজন্য মানুষের জীবনে সখ থাকা অত্যন্ত জরুরী।
FB_IMG_1628447234315.jpg

received_1165695107269567.jpeg

Sort:  
 3 years ago 

সবগুলি ছবিই সুন্দর।খরগোশ আমার অনেক পছন্দের।শখ সত্যি, মানুষকে অনাবিল আনন্দ দেয়।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

জি দিদি।আপনার মতামতের সাথে আমি একমত।

 3 years ago 

শখের জন্যই জীবন । খুব ভাল লিখোছো ।শুভেচ্ছা রইল তোমার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43