একটি কুকুরের চিত্রাংকন ||10% beneficiary for shy-fox||

in আমার বাংলা ব্লগ3 years ago

আমরা আমাদের চারপাশে নানান ধরনের প্রাণী দেখতে পাই।চারপাশের প্রাণীগুলোর মধ্যে যে প্রাণী আমাদের চোখের সামনে সবচেয়ে বেশি দৃষ্টিগোচর হয় সেটা হলো কুকুর।কুকুরকে অনেকেই ক্ষতিকর প্রাণী ভাবলেও, কুকুর অনেক উপকারী প্রাণী।কুকুর আমাদের চারপাশের বজ্রগুলো পরিষ্কার করছে।এছাড়াও আমাদের আশেপাশের যে কোনো বড় ধরনের চুরির হাত থেকেও অনেক সময় কুকুরের মাধ্যমে রক্ষা পাওয়া যায়।এজন্য ভাবলাম আজকে সহজ পদ্ধতিতে একটি কুকুরের চিত্র অঙ্কন করি।

আমার অঙ্কন করা কুকুরের চিত্র অঙ্কন করার পদ্ধতি ধাপে ধাপে আপনাদের সামনে উপস্থাপন করা হলো:

আমার সমগ্র পোস্টের বিষয়বস্তু:

IMG_20220105_125729.jpg

প্রয়োজনীয় উপকরন:

received_222540396712231.jpeg

১.অফসেট পেপার।
২.পেন্সিল।
৩.রাবার।
৪.কাটার।

প্রথম ধাপ:

received_298203285550423.jpeg

খাতায় প্রথমেই একটি "6" লিখে নিতে হবে।

দ্বিতীয় ধাপ:

received_245435901052624.jpeg

এ ধাপে আমাদের "6" এর নিচে আরো একটি "6" লিখে নিতে হবে।

তৃতীয় ধাপ:

received_514168513114270.jpeg

এ ধাপে কুকুরের নাক অঙ্কন করার জন্য উপরের "6" এর উপরের প্রান্ত থেকে একটি বক্ররেখা টেনে নিচের দিকে নিয়ে আসি।

চতুর্থ ধাপ:

received_283297350339940.jpeg

এ ধাপে কুকুরের মাথার বেশিরভাগ অংশের কাজ সম্পন্ন করে নেই।কুকুরের মুখ, গলা এবং গলার বেল্ট অংকন করে নেই।

পঞ্চম ধাপ:

received_340217624588024.jpeg

এ ধাপে কুকুরের দেহের অংশের কাজ করে নেই।কুকুরের চার পা অঙ্কন করি।

ষষ্ঠ ধাপ:

received_604669310641977.jpeg

এ ধাপে কুকুরের লেজ এবং চোখ অঙ্কন করে নেই।

সপ্তম ধাপ:

IMG_20220105_125636.jpg

এ ধাপে কুকুরের গলার বেল্ট এর ডিজাইন করি এবং সর্বশেষ আমার অঙ্কন করা চিত্রের নিচে আমার স্টিমীট আইডির নাম যুক্ত করে দেই।

উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে আমি আমার অংকন করা কুকুরের চিত্র সম্পন্ন করলাম।আমার অঙ্কন করা কুকুরের চিত্রটি আপনাদের সবার কেমন লাগলো তা মন্তব্য করে জানাবেন।
Sort:  
 3 years ago 
বাহ ভাইয়া আপনার অংকন আসলেই প্রশংসার দাবিদার। ইংরেজি 6 দিয়ে যে এত সুন্দর একটু কুকুর অংকন করা যায় তা আগে কখনো ভেবে দেখি নি। অনেক সুন্দর হয়েছে ভাইয়া। এভাবেই এগিয়ে চলুন। শুভ কামনা রইলো।
 3 years ago 

আপনার জন্যও শুভকামনা রইলো ভাই।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার অংকন অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে অংকন করেছেন এবং আমাদের মাঝে ধাপে ধাপে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

একটি কুকুরের চিত্রের দৃশ্য অংকন খুবই সুন্দর হয়েছে ।আপনি খুব সুন্দর করে পেন্সিল দিয়ে কুকুরের চিত্র অংকন করলেন। আপনার উপস্থাপনা অনেক সুন্দর ছিল ।শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার হাতের কাজ সুন্দর ভাই। বেশ সুন্দর ও দারুণ ভাবেই কুকুরের চিত্রটি ফুটিয়ে তুলেছেন। তাবে ভাই এটিতে রং ব্যবহার করলে আরও বেশি ফুটে উঠত।

 3 years ago 

পরবর্তীতে রং করার চেষ্টা করব।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর এবং সহজ পদ্ধতিতে কুকুরটির চিত্র অঙ্কন সম্পন্ন করেছেন।খুব সুন্দর ভাবে চিত্র অংকন করার পদ্ধতি বর্ণনা করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনার জন্যও শুভকামনা রইল ভাই।

 3 years ago 

আপনার পেন্সিল দিয়ে কুকুরের আঁকা চিত্র টি অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।আপনার জন্যও শুভেচ্ছা রইল।

 3 years ago 

পেন্সিল এর সাহায্যে খুবই সুন্দর একটি কুকুরের চিত্র অঙ্কন করেছেন ।আমার কাছে আপনার অংকনটি। খুবই ভালো লেগেছে আমার কাছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ ভাইয়া আপনি খুব সহজে কয়েকটি ধাপে কুকুরের এঁকেছেন। আপনি খুব সহজ পদ্ধতিতে এটি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে । এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনার জন্যও শুভকামনা রইলো আপু।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

জাস্ট অসাধারণ আপনি শুধুমাত্র একটি সংখ্যা ব্যবহার করে অনেক সুন্দর ভাবে একটি কুকুরের চিত্র অঙ্কন করে আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন। আপনার অঙ্কিত এই কুকুরের চিত্রটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। বিশেষ করে কুকুরের মাথার দৃশ্যটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এরকম একটি অঙ্কন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপনার প্রশংসাভরা মন্তব্য শুনে মুগ্ধ হয়ে গেলাম।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 
ভাইয়া আপনার আজকের এই কুকুরের চিত্রাংকন খুবই দারুন লাগছে দেখতে। ‌ কুকুরের এই ছবিটাতে কুকুরটিকে দেখতে এতো কিউট লাগছে ইচ্ছে করছে কোলে নিয়ে আদর করে দেই। ধন্যবাদ আপনাকে খুব সহজ কিছু কৌশল অবলম্বন করে আজকের এই কুকুর অংকন এর ধাপগুলো আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
 3 years ago 

এত সুন্দর মন্তব্য করে অনুপ্রেরণা দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58180.92
ETH 2477.99
USDT 1.00
SBD 2.42