গ্রামীণ ফুটবল ম্যাচ

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

IMG_20210727_181701.jpg

IMG_20210727_181707.jpg
বিশ্বের জনপ্রিয় খেলা গুলোর মধ্যে অন্যতম হলো ফুটবল খেলা। ছোট বড়, ধনী-গরিব থেকে শুরু করে সকল শ্রেণীর লোকজন এই খেলা মোটামুটি বোঝে। বাংলাদেশের ফুটবল খেলা মোটামুটি ভালই জনপ্রিয়, যদিও আমাদের দেশে ফুটবলের তেমন একটা উন্নতি নেই। বিশ্বের ফুটবল রেংকিং এ বাংলাদেশের অবস্থান ১০০ এর মধ্যে নেই। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় বাংলাদেশ ফুটবল এ কতটা পিছিয়ে রয়েছে।

বাংলাদেশের শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামাঞ্চলেও ফুটবল বেশ জনপ্রিয় খেলা। এজন্য মাঝেমাঝেই শহরে কিংবা গ্রামে ফুটবল লিগ আয়োজন করা হয়ে থাকে। গ্রামে আয়োজিত ফুটবল ম্যাচকে সাধারণত গ্রামীণ ফুটবল ম্যাচ হিসেবে গণ্য করা হয়। সাধারণত এসব গ্রামীণ ফুটবল ম্যাচ গুলোতে গ্রামের অনেক মানুষ উপস্থিত থাকে। সব খেলোয়াড় চেনাজানা হওযায় গ্রামীণ দর্শক ফুটবল খেলা বেশ ভালোই উপভোগ করে। ছোট-বড় মধ্যবয়সী কিংবা বৃদ্ধ বয়সি সকল পর মানুষ খেলা দেখতে মাঠে উপস্থিত হয়। আবার অনেক সময় একটি নির্দিষ্ট গ্রামে ছোট-বড় কিংবা বিবাহিত-অবিবাহিত এরমধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সাধারণত এসব ফুটবল খেলায় প্রাইজ মানি না থাকলেও গরু,খাসি কিংবা টিভি এসব পুরস্কার দেয়া হয়। সাধারণত একটি ফুটবল ম্যাচের সময় ৯০ মিনিট ধরা হলেও গ্রাম গঞ্জের সাধারণত ৬০ মিনিট এ খেলে থাকে। 30 মিনিট করে দুই অর্ধে এবং মাঝে দশ মিনিট বিরতি দেয়া থাকে। খেলা শেষে দলের খেলোয়াড় পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করে এবং বিজয়ী দলকে পুরস্কার দেওয়া হয়।

আসলেই খেলায় জয় কিংবা পরাজয় মুখ্য বিষয় নয়, অংশগ্রহণ করাটাই প্রধান। শুধু যে পুরস্কারের জন্য খেলায় অংশগ্রহণ করে তা নয়,খেলাধুলার মাধ্যমে সকলের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যময় সম্পর্ক গড়ে ওঠে। আর খেলাধুলার মধ্যে যারা থাকে, তারা অন্যান্য খারাপ কাজ থেকে দূরে থাকে। খেলাধুলারত সকল খেলোয়াড় এর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে ওঠে। সুতরাং ছোট-বড় সকলের সুস্বাস্থ্য গঠনে খেলাধুলা করা অতীব জরুরী।

IMG_20210727_175941.jpg

Sort:  
 3 years ago 

আমি নিয়মিত ফুটবল খেলি। যে যাই বলুক ফুটবলই বাঙালির প্রথম এবং প্রধান ভালোবাসা। এজন্য বলা হয়েছে: সব খেলার সেরা বাঙালির, তুমি ফুটবল।

 3 years ago 

এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

ফুটবল খেলা দেখতে আমার খুব ভালো লাগে।তাছাড়া ছোট বেলায় আমি দাদাদের সঙ্গে আমাদের স্কুলের বড়ো মাঠে ফুটবল ও খেলতাম।এখান সেগুলো স্মৃতি হয়ে ঘুরে বেড়ায় মনে।ধন্যবাদ দাদা।আমার ছোট বেলাটি স্মরন করিয়ে দিলেন আপনি।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি আপনার মন্তব্যের জন্য।

আগে খুব খেলতাম। আমি দিপেন্ডার ছিলাম। এখনো মাঝে মাঝে খলি। সুন্দর লিখেছেন

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58224.09
ETH 2508.01
USDT 1.00
SBD 2.34