এক চিলতে বিকেলে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

IMG_20210807_173219.jpg

IMG_20210807_172151.jpg

দিনের পর দিন অতিবাহিত হয় মাসের পর মাস চলে যায়। সময় কারো জন্য অপেক্ষা করে না।সময় তার নিজ গতিতে চলমান। সময়ের এই গতিশীলতার সঙ্গে নিজেকে সব সময় কর্মে আবদ্ধ না রেখে, সময় গুলোকে মাঝে মাঝে উপভোগ করতে হয়। আর সময় কি উপভোগ করা তখনই সম্ভব হয় যখন একটি সুন্দর মুহূর্ত চলে আসে।

আজকের বিকেল বেলার সময়টায় এমন একটা মুহূর্ত চলে এসেছিল, যা আমার কাছে উপভোগ করার মতো ছিল। তাই ভাবলাম মুহূর্তটাকে আপনাদের সঙ্গে শেয়ার করি। পড়ন্ত বিকেলে আকাশের রোদের তীব্রতা কমে গিয়ে প্রকৃতিতে এক ধরনের শীতল আবহাওয়া বিরাজ করে। বিকেলের এই আবহাওয়ায় ঘোরাফেরা করা বেশ উপভোগ্যই হয়। এই সময় ভ্রমণপিপাসু সব লোকজন বাড়ি থেকে বের হয়ে সময়টাকে উপভোগ করে। সারাদিনের একঘেয়েমি কর্মব্যস্ত জীবন থেকে বেরিয়ে এই সময়টা উপভোগ করলেই বা মন্দ হয় কিসে। তাছাড়াও মনের আনন্দের খোরাক ও বলে কথা। প্রকৃতির সৌন্দর্য মনকে করে তোলে প্রফুল্ল, প্রাণে বয়ে অনে উচ্ছ্বাস। এই প্রফুল্লতা ও উচ্ছ্বাস সারাদিনের ক্লান্তি দূর করে মনকে চাঙ্গা করতে বেশ কার্যকর। এজন্য পড়ন্ত বিকেলে নিজেকে ঘরবন্দি না রেখে,প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হয়।

পড়ন্ত বিকেলের প্রকৃতির প্রেমে পড়েনি এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে।প্রকৃতি আমাদের উদারতার শিক্ষা দেয়। প্রকৃতির এই উদারতার শিক্ষা মানুষকে ভালবাসতে শেখায়। প্রকৃতির নৈস্বর্গিকতা রসকষহীন মানুষের মনে রসের সঞ্চার করে।

IMG_20210807_172703.jpg

IMG_20210807_173118.jpg

Sort:  
 3 years ago 

জীবনে কর্মের মাঝে বিরতি নেওয়া উচিত। আপনার পোস্ট টা সুন্দর হয়েছে। তবে আপনি w3w কোড ব‍্যবহার করলে ভালো হতো।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ছবিগুলো খুব ভালো হয়েছে।খুবই সুন্দর ব্যাখ্যা দিয়েছেন।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60270.61
ETH 2411.66
USDT 1.00
SBD 2.43