সময়ের সদ্ব্যবহার

in আমার বাংলা ব্লগ3 years ago

received_461733175259234.jpeg

সময় কারো জন্য অপেক্ষা করে না।সময় তার নিজ গতিতে চলমান। এজন্য আমাদের সময়ের সদ্ব্যবহার করা অত্যন্ত জরুরি। সময়ের সদ্ব্যবহার বলতে সময়ের কাজ সময়ে করা। অর্থাৎ নির্দিষ্ট দিনের কাজ ফেলে না রেখে ওই নির্দিষ্ট দিনেই সম্পন্ন করা। এতে করে তা আমাদের জন্য উপকার বয়ে আনবে। পৃথিবীর সকল সফল ব্যক্তিরা সময়ের সদ্ব্যবহার করেছেন।

আমরা সাধারন মানুষরা সময়ের গুরুত্ব তেমন একটা বোঝার চেষ্টা করি না। সারাদিন গল্পগুজব এবং আড্ডার মাধ্যমে আমাদের মূল্যবান সময় গুলোকে নষ্ট করি। এতে করে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি। আমরা সময়মতো কাজ সম্পন্ন না করে পরবর্তীতে কাজগুলো সম্পন্ন করার জন্য রেখে দেই। আর এটা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই না। প্রতিদিনের কাজ প্রতিদিন সুষমভাবে সম্পন্ন করলে সেই কাজগুলো আমাদের জন্য সাধ্যের মধ্যে হয়। কিন্তু সময়ের কাজ সময় না করার ফলে পরবর্তীতে সবগুলো কাজ একত্রে সম্পন্ন করতে হয়। যা কষ্টদায়ক এবং অসম্ভব। এজন্য আমাদের নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করার আগে ওই কাজটি সম্পর্কে পরিকল্পনা করে নেয়া উচিত। কাজটি সম্পন্ন করতে কতদিন ব্যয় করা, কিভাবে কাজ করলে দ্রুত সম্পন্ন হবে এসব বিষয় পরিকল্পনা সব থেকে জরুরি। শুধু পরিকল্পনা করলেই চলবে না। পরিকল্পনা করে সেগুলো সম্পন্ন না করলে চলবে না। বরং কাজগুলো বাস্তবায়নের জন্যও এগোতে হবে। পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা তাদের পরিকল্পনা করা কাজগুলো সময়মতো সম্পন্ন করেছেন। সময়ের সদ্ব্যবহারকারীরা কখনো হতাশ হন নি।

সুতরাং আমাদের প্রত্যেকের উচিত নিত্যদিনের কাজকর্মগুলো ফেলে না রেখে সম্পন্ন করা। আর ছোটবেলা থেকেই আমাদের এই বিষয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত। বাল্যকাল থেকেই সময়ের সদ্ব্যবহার করা শিখে গেলে পরবর্তীতে তা অভ্যাস এ পরিণত হয়। যার ফলে পরবর্তীতে আর সমস্যার সম্মুখীন হতে হয় না।

Sort:  
 3 years ago 

সময়ের সদ্ব্যবহার নিয়ে বেশি ভালো লিখেছেন।

সময় এবং স্রোত কারুর জন‍্যই অপেক্ষা করে না।

এবং যারা সময়ের সঠিক ব‍্যবহার করতে পারে তারাই সফল হয়। কিন্তু গল্পগুজব মানে সময় নষ্ট না ভাই। জীবনে বেঁচে থাকতে গেলে গল্পগুজবের প্রয়োজন আছে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

যখন ছোটো ছিলাম তখন সত্যিই আমরা বুঝতে পারতাম না যে সময় কতটা গুরুত্বপূর্ণ, এখন যত বড় হচ্ছি ততই বুঝতে পারছি সময় কতটা মূল্যবান। সবারই উচিত সময়ের গুরুত্ব দেওয়া এবং সময়ের গুরুত্ব বুঝতে শেখা।অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে কথাগুলো ব্যক্ত করেছেন।

 3 years ago 

ইয়েস সময় বহমান সময় ও স্রোত কখনোই কারো জন্য অপেক্ষা করে না। তাই সময়কে কাজে লাগানোই শ্রেয়। সময় থাকতে সময়ের সদ্ব্যবহার করাটাই যথাপোযুক্ত। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর লেখনি শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই ঠিক বলেছেন।
কাজ ফেলে রাখাই বোকামি। কোন কাজ থেমে রাখলে কাজ থেমে থাকবে ঠিক কিন্তু সময় কিন্তু ঠিক থেমে থাকে না।

 3 years ago 

সময়ের কাজ সময় না করার ফলে পরবর্তীতে সবগুলো কাজ একত্রে সম্পন্ন করতে হয়। যা কষ্টদায়ক এবং অসম্ভব।

আমি আপনার সাথে একদম একমত ভাইয়া। সময়ের কাজ সময়ে করে ফেললে কাজ অনেক কম মনে হয় কিন্তু তা না করলে জমিয়ে রাখে পরে এসে সব গোলমেলে লাগে আমার কাছে। ভালো লিখেছেন আপনি।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

জীবনে চলার পথে সময়ের গুরুত্ব যেমন দরকার তেমনি বিনোদনেরও প্রয়োজন। সেজন্য সময়ের সাথে সাথে কাজ না ফেলে রেখে তার গুরুত্ব দেওয়া দরকার। সত্যি সময় চলমান।কাজ সময় কারো জন্য অপেক্ষা করে না সময় তার নিজ গতিতে চলতে থাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64453.36
ETH 3507.44
USDT 1.00
SBD 2.56