সমাজ কাঠামোর উন্নয়নে উন্নত মন-মানসিকতা সম্পন্ন লোকজনদের প্রভাব||10% beneficiary for shy-fox||

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

pexels-photo-461049.jpeg

pexels

IMG_20210923_101201.jpg

আমরা সবাই একটি নির্দিষ্ট সামাজিক কাঠামোতে বেড়ে উঠি। আমাদের বেড়ে ওঠা সমাজ কাঠামোর ওপর আমাদের রুচিবোধ,চিন্তাধারা এবং মন মানসিকতা নির্ভর করে। প্রত্যেক মানুষের ভিতর ইতিবাচক এবং নেতিবাচক দু'ধরনের গুণই বিদ্যমান থাকে বলে আমি মনে করি। কোন ধরনের গুণাবলীর বহিঃপ্রকাশ ঘটবে তা নির্ভর করে তাদের সঙ্গে সঙ্গ দেওয়া মানুষগুলোর উপর। পরিবারের লোকজন ছাড়া একজন মানুষ সবচেয়ে বেশি সময় কাটায় তাদের বেড়ে ওঠা সমাজ কাঠামোর লোকজনের সঙ্গে। ভালো এবং খারাপের এই সুপ্ত গুণ গুলোর মধ্যে কোনটি জাগ্রত হবে তা নির্ভর করবে আমাদের বেড়ে ওঠা সমাজ কাঠামোর লোকজনের ওপর।

IMG_20210923_101201.jpg

pexels-photo-7063754.jpeg

pexels

IMG_20210923_101201.jpg

আমাদের বেড়ে ওঠা সমাজের লোকজন ভালো হলে তাদের প্রভাবে আমাদের মধ্যকার ইতিবাচক দিকগুলো বিকশিত হয়। এক্ষেত্রে লোকজনদের শুধুমাত্র শিক্ষিত হলেই হবেনা। শিক্ষিত লোকজন হওয়ার সঙ্গে সঙ্গে মন-মানসিকতা ও উন্নত ধরনের হতে হবে। একজন লোক যে শুধু শিক্ষিত হলেই মানুষের ভালো চাইবে তা নয়। কারণ বর্তমান সমাজের অনেক শিক্ষিত লোকজনদের মনমানসিকতা অনেক সংকীর্ণ ধরনের। তারা শুধু নিজেদের কিভাবে উন্নত করা যায় তা নিয়ে পরে থাকেন। শিক্ষিত এবং উন্নত মন-মানসিকতার লোকজনরা শুধুমাত্র নিজেদের কথাই ভাবেন না, বরং সমাজ কাঠামোর উন্নয়নের কথাও চিন্তা করেন। একটি নির্দিষ্ট সমাজের ভিত্তি নির্ভর করে ওই সমাজের বাড়ন্ত ছেলেমেয়েদের উপর। একটি সমাজের বেড়ে ওঠা যুবক ছেলে মেয়েদের বৈশিষ্ট্য দেখেই ওই সমাজের ভবিষ্যৎ সম্পর্কে অবগত হওয়া যায়। নির্দিষ্ট সামাজিক কাঠামোর লোকজন শিক্ষিত এবং তাদের মানসিকতা মানবিক গুণাবলীতে বিকশিত হলে তারা বেড়ে ওঠা যুবক ছেলে মেয়েদের ভালো পথে নিয়ে আসেন। কিভাবে তাদেরকে উপরের দিকে নিয়ে যাওয়া যায় তা নিয়ে পরিকল্পনা করেন।

IMG_20210923_101201.jpg

pexels-photo-2773536.jpeg

pexels

IMG_20210923_101201.jpg

আমরা অনেক সময় শিক্ষিত এবং উন্নত মানসিকতা এ দুয়ের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি। উন্নত মানসিকতার লোকজনরা শিক্ষিত না হলেও, তারা সমাজের উন্নয়নের জন্য পরিকল্পনা করেন। উন্নত মানসিকতা ছাড়া শুধুমাত্র শিক্ষিত লোকজনরা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেন। সুতরাং এই দুটি বিষয় মাথায় রেখে সমাজের নীতি নির্ধারক তৈরি করতে হবে। উন্নত মন-মানসিকতাহীন শিক্ষিত লোকজনরা সমাজের নীতি নির্ধারক নির্বাচিত হলে তারা সমাজের উন্নয়নের কথা না ভেবে নিজেদের নিয়ে পড়ে থাকবেন।

IMG_20210923_101201.jpg

received_1756994687844019.jpeg

লোকেশন

Sort:  
 3 years ago (edited)

কোন মানুষ যদি কোন এক আতর এর দোকানের সামনে দাঁড়িয়ে থাকে তাহলে কিছুক্ষণ পর ওই মানুষের শরীর থেকে আতর এর ঘ্রাণ ছড়াবে। ঠিক সেই ভাবেই আমাদের চলার পথে যদি আমরা ভালো মানুষের সঙ্গে থাকি তাহলে অবশ্যই আমাদের চিন্তা ভাবনা ইতিবাচক হবে। এজন্য নিজের চলার পথে ভালো মানুষ এর সাথে সঙ্গ দিতে হবে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঘ্রাণ

 3 years ago 

বাংলাদেশ একটি সমাজতাতন্ত্রিক দেশ।এখানে মানুষ সমাজ কে বেশি প্রাধান্য দিয়ে থাকে কারণ দেশে সমাজ থেকে মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা পায়।

তবে এই সমাজে যারা নেতিত্ব দেয় তাদের কে হওয়া উচিত সু চিন্তা মনি এবং দায়িত্ববান।বর্তমান সমাজ ব্যাবস্থা খুব দুর্বল হয়ে গেছে বিভিন্ন জায়গায় ফলে দাঙা হাঙা বেশি বেরে গেছে।

ভাই অত্যান্ত দারুন একটা বিষয়ের উপর পোস্ট করেছেন।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

সমাজ কাঠামোর উন্নয়নে উন্নত মন-মানসিকতা সম্পন্ন লোকজনদের প্রভাব|বিষয়ে গঠনমূলক আলোচনা করেছেন।আমরা একটা বন্ধু ক্লাব করেছিলাম সেই ক্লাবের প্রতিটি সদস্যই খুব ভালো মন মানসিকতার।।♥♥

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন ভাই। শিক্ষিত এবং উন্নত মন-মানসিকতা সম্পন্ন লোকজন এক না।এই বিষয়টি আপনার লেখায় খুব সুন্দরভাবে ফুটে তুলেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62617.55
ETH 2438.99
USDT 1.00
SBD 2.67