ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর উপায়

in আমার বাংলা ব্লগ3 years ago

received_462531234643346.jpeg

মানুষ তার জীবনে চলার পথে অনেক সময় হোচট খায়। এই হোঁচট খাওয়া বলতে পড়ে যাওয়াকে বোঝায় না। এই হোঁচট খাওয়া বলতো বোঝায় ব্যর্থ হওয়াকে। ব্যর্থ হওয়ার পর অনেকেই ঘুরে দাঁড়াতে পারে না। আবার অনেকে ব্যর্থতা কাটিয়ে সফলতার দিকে ফিরে আসতে পারে।যারা ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে না তাদেরকে নিয়েই আমার কিছু কথা।

ব্যর্থ হওয়ার পর ঘুরে দাঁড়ানোর জন্য সর্বপ্রথম যে বিষয় নিয়ে চিন্তা করা উচিৎ তা হলো আপনি কি কারণে ব্যর্থ হয়েছেন,তা খুঁজে বের করুন। যেসব কারণে ব্যর্থ হয়েছেন ওই কারণগুলো যাতে পরবর্তীতে না ঘটে সেদিকে খেয়াল রাখবেন। অতীত নিয়ে ঘাটাঘাটি করে প্রয়োজনের সময় নষ্ট না করে সামনের দিকে এগিয়ে যাওয়ার উপায় খুঁজুন। অর্থাৎ যে উপায়ে চললে আপনি সফল হতে পারবেন সেই উপায় গুলি খুঁজুন। আপনি যে কাজে সফল হবেন বলে মনে করেন, ওই কাজ করার সময় কি কি মনে করলো তা নিয়ে কখনই ভাববেন না। সফল হওয়ার জন্য যে কাজগুলো করা দরকার তার কষ্ট করে হলেও সম্পূর্ণ করুন। আর জীবনে সব সময় ইতিবাচক থাকবেন এবং ইতিবাচক লোকদের সঙ্গে চলাফেরা করবেন। নেতিবাচক লোকদের থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করুন। আবার অনেক সময় সফল হওয়ার জন্য কাজ করতে থাকলে সবক্ষেত্রেই যে সফল হওয়া যায় তা নয়। অনেক সময় সফলতার জন্য কাজ করতে গিয়ে মানুষ ব্যর্থ হয়। তখন হাল ছেড়ে দিলে হবে না। মনে রাখতে হবে ব্যর্থতার জীবনের সবকিছু নয়। ব্যর্থতা কাটিয়ে উঠে ঘুরে দাঁড়ানোর নামই হল জীবন।

পরিশেষে একটি কথাই বলতে চাই, তা হল সফলতা এবং ব্যর্থতা মিলেই জীবন।জীবন চলার পথটা ফুলশোভিত নয়। জীবনের প্রতিটি মোড় বিপদে পরিপূর্ণ। ব্যর্থতায় হাল ছাড়লে চলবে না, ব্যস্ততা কাটিয়ে সফল হওয়ার জন্য কাজ করতে হবে। আজ আপাতত এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায় করি।

received_2584436291793140.jpeg

Sort:  

ব্যার্থতা না আসলে সার্থকতা আসেনা। ব্যার্থতা কে মেনে নিয়ে ভুল শুধরে সামনে এগিয়ে যেতে হবে।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আপনি খুব সহজেই পোস্টটি উপস্থাপন করেছেন।সম্পূর্ণ পোস্টটি উপদেশ মূলক পোস্ট ছিল।আসলে ব্যার্থ হওয়ার পর আমাদের উচিত আমি কেন বার্থ হলাম সেই কারণটা খুঁজে বের করা।তবেই আমরা সার্থকতার পথ চলার সুযোগ পাবো।অনেক সুন্দর লিখেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক সুন্দর উপদেশমূলক কথা লিখেছেন, প্রতিটি কথার মূল্য অতুলনীয়। জীবনে অনেক কিছু সহ্য করতে হয়। ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়েই মানুষ তার সবল অস্তিত্বকে জানান দেয়, ভীরুতা আর কাপুরুষতার বিরুদ্ধে অবস্থান নেয়। প্রকৃতি চায় মানুষ সব সময় সামনে এগিয়ে চলুক। পেছনের ব্যর্থতার গ্লানি যেন তাকে থামিয়ে না দেয়, হতাশা যেন তাকে শ্লথ করে না ফেলে।

আপনার পোস্টটে বর্ণনাটা ভালো লেগেছে।ধন্যবাদ ভাইয়া আপনার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60925.88
ETH 2688.98
USDT 1.00
SBD 2.46