মানবিকতা মানুষকে করে তোলে মহৎ

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

FB_IMG_1631655896659.jpg

FB_IMG_1631655887721.jpg

FB_IMG_1631655892811.jpg

একজন মানুষের জীবনে সবচেয়ে বড় গুণ হলো মানবিকতা। মানবিকতায় একজন মানুষকে করে তোলে মহৎ। মানবিকতার বিপরীতে রয়েছে অমানবিকতা। যা মানুষকে সবার কাছে নিকৃষ্ট হিসেবে বিবেচনা করায়। মানবিকতার জন্য একজন মানুষ অন্য মানুষের পাশে দাঁড়ায়, হয়ে ওঠে বিপদ আপদের সঙ্গী।

আমরা সাধারণত পড়াশোনা করেন কেন শিক্ষিত হচ্ছি? পড়াশোনা যে শুধু উচ্চশিক্ষার জন্য করছি তা নয়,পড়াশোনার প্রধান লক্ষ্য হলো এর মাধ্যমে প্রাপ্ত শিক্ষা অর্জন করে মানসিক গুণাবলী অর্জন করা। আর এসব মানুসিক গুনাবলী একজন মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটায়। মানুষের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটলে আপনার আপনি মানবিকতার মত মহৎ গুণটি চলে আসে। আর যারা শিক্ষিত নয় তাদের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটানো কখনোই সম্ভব না। ফলে তাদের মধ্যে মানবিকতার গুণটি ও আসেনা। তারা সমাজের চোখে অমানুষ হিসেবে চিরকাল বিবেচিত হয়। শুধু যে শাস্ত্রীয় শিক্ষাই মানবিকতা এবং অমানবিকতার মধ্যে পার্থক্য গড়ে তোলে তা নয়, নৈতিক শিক্ষা কিংবা সুশিক্ষায় শিক্ষিত হওয়ার মাধ্যমেও একজন মানুষের মধ্যে মানবিকতা ধর্মের বিকাশ ঘটে। মানবিকতা ধর্মের জন্যই মানুষ মানুষের পাশে দাঁড়ায়। মানবিকতা ধর্মের চরম দৃষ্টান্ত হয়ে আছেন মাদার তেরেসা। তিনি জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়িয়েছেন। শুধু যে পাশে দাঁড়িয়েছেন তা নয়, হয়ে উঠেছেন আপদ বিপদ এর চরম সাথী।

মানবিকতা ধর্ম সবার ঊর্ধ্বে। মানবিকতা ধর্মের জন্য স্বার্থ ছাড়া মানুষ মানুষের পাশে দাড়িয়ে হয়ে ওঠে বিপদ আপদের একমাত্র সাথী। মানবতার কাছে জাতিভেদ কিংবা ধর্মভেদের প্রাধান্য পায় না। সুতরাং প্রত্যেক অভিভাবক এর উচিত সন্তানদের সঠিক শিক্ষার মাধ্যমে মানবিকতার মত মহৎ গুণটি অর্জন করানো। যার ফলে সন্তানরা হয়ে উঠবে মহৎ।

FB_IMG_1631655901136.jpg

FB_IMG_1631655881224.jpg

Sort:  

পড়াশোনার প্রধান লক্ষ্য হলো এর মাধ্যমে প্রাপ্ত শিক্ষা অর্জন করে মানসিক গুণাবলী অর্জন করা। আর এসব মানুসিক গুনাবলী একজন মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটায়।

এটা সত্যি কথা আমরা সকলেই শিক্ষা অর্জন করি কিন্তু মানুষিক গুণাবলী অনেকের থাকে না।মানুষিক গুণাবলী এর মাধ্যমেই মনুষ্যত্ব রয়েছে।

শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

শুধু শিক্ষা গ্রহণ করলে হবেনা তার পাশাপাশি মন মানসিকতা ঠিক রাখতে হবে। তাহলে শিক্ষিত জাতি পাওয়া যাবে। যাইহোক আপনার পোস্টটি অনেক সুন্দর ছিল ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই।

মানবতার জন্য এই মানবিক কাজগুলোকে সাধুবাদ জানাই। আগামী দিনগুলোতে আপনারা আরও মানুষে করতে পারেন সেই প্রত্যাশা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 3 years ago 

প্রশংসা করে ছোট করতে চাইনা। আপনারা খুব ভালো কাজ করতেছেন। আমরাও মাঝে মাঝে করি কিন্তু আপনাদের মত এত বড় আকারে করতে পারিনি।
আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মানুষের জন্য বিনা স্বার্থে কিছু করতে পারলে যে প্রশান্তি পাওয়া যায় তা আর অন্য কোনো কাজে পাওয়া যায়না। আশা এধরনের কাজ চালিয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

শিক্ষা অর্জন করা মানেই শিক্ষিত হওয়া নয়। শিক্ষার সাথে সাথে মানবিক হওয়া খুবই প্রয়োজন। তবেই সেই মানুষকে শিক্ষিত বলা চলে।

বর্তমান পরিস্থিতিতে আপনারা যে কাজটি করেছেন তা সত্যিই কুর্নিশ পাবার মতোই। আমার তরফ থেকে ধন্যবাদ রইলো।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

এটি খুবই মহৎ কাজ।খুব সুন্দর বিষয় নিয়ে আপনি পোষ্ট লিখেছেন ।দেখে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি।আপনিও অনেক সুন্দর পোস্ট লিখেন।

 3 years ago 

অনেক সুন্দর একটা বিষয়ে আলোকপাত করেছেন।মানবিকতার গুণটি অতীব জরুরি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই।

মানবিকতা তো সেখানেই প্রদর্শিত হয় যেখানে একে অন্যের জন্য ব্যথিত হয়। স্বর্থহীনতা মানুষ্কে মহান করে তোলে। আপনি অনেক সুন্দর লিখেছেন ভাই।আপনার জন্য শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.033
BTC 63869.25
ETH 3055.04
USDT 1.00
SBD 3.88