এসএসসি ২০১৬ ব্যাচের পুনর্মিলনী

in আমার বাংলা ব্লগ3 years ago

received_531088831265382.jpeg

FB_IMG_1632555195142.jpg

FB_IMG_1632555204518.jpg

পুনর্মিলনীর মাধ্যমে পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করা যায়। যখন আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা অন্য কোথাও ব্যস্ত হয়ে পড়ি,তখন আমাদের পুরনো বন্ধু বান্ধবদের কথা ভুলে যাই। একটা কথা রয়েছে-"চোখের আড়াল হলে মনের আড়াল হয়"। এই কথাটি পুরোপুরি সত্য না হলেও কিছুটা বাস্তবিক ও বটে।

মেসেঞ্জারে গ্রুপ থাকলেও তেমন একটা কথা বলা হয় না সবার সাথে। সবাই সবার নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। বন্ধুরা সবাই মিলে উদ্যোগ নিলাম একদিন দেখা করি সবাই মিলে। আমাদের গেট টুগেদার অনুষ্ঠানের জন্য আমরা একটি ক্যাফে ভাড়া নিয়েছিলাম।পরিকল্পনা মোতাবেক গতকাল আমরা সবাই ২ টায় একত্রে মিলিত হলাম। যদিও দুইটাই মিলিত হওয়ার কথা ছিল আমি একটু দিতে গিয়েছিলাম, আমার বাসা দূর হওয়ার কারণ এ। আমি ক্যাফে যাওয়ার পরে বন্ধুদের সবার সঙ্গে কুশল বিনিময় করলাম এবং বান্ধবীদের সঙ্গে আড্ডা দিলাম। কে কোথায় রয়েছে তার পরিচয় দিলাম সবাই সবাইকে। এরপর এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস যে যা পারে তা করে দেখালো। গান নাচ কৌতুক সব আনন্দের সঙ্গে উপভোগ করলাম। এরপর সবাই মিলে গেট টুগেদার অনুষ্ঠানের কেক কাটলাম। এরপর খাওয়া-দাওয়া শেষ করে যে যার মত বাসায় চলে গেলাম।

গেট টুগেদার অনুষ্ঠানটি অনেক ভালো ভাবে সম্পন্ন করলাম। অনেকদিন পর দিনটা বেশ ভালই কেটে গেল। গেট টুগেদার অনুষ্ঠান শেষ করে বাসায় চলে আসার সময় খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল কাছের মানুষদের থেকে দূরে চলে গেলাম।

received_491275612160283.jpeg

received_503238144344972.jpeg

received_266924771896268.jpeg

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 62890.35
ETH 2544.51
USDT 1.00
SBD 2.94