প্রাণের শহর বগুড়ার লকডাউন

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

লকডাউন চলছে অনেক আগে থেকেই।কিন্তু লোকজন তেমন একটা মানে না।সচরাচর সবাই বাহিরে ঘোরাঘুরি করে।প্রয়োজন এর তাগিদে হোক কিংবা শখের বশেই হোক সেটা।তবে মাঝেমধ্যে করোনাভাইরাস এর প্রকোপ খুব বেশি বাড়লে সরকার কঠোর লকডাউন দেয়।তখন অবশ্য লোকজন বাহিরে যাওয়া কমে দেয় কিছুটা।

IMG_20210620_180535.jpg
বগুড়াতে এখন কঠোর লকডাউন চলছে। কঠোর লকডাউন চলবে আজকে থেকে ২৬ তারিখ। কারণটা হল করোনা ভাইরাসের ভারতীয় ধরন এর প্রবেশ।এই ভাইরাসটি ১মে বগুড়াতে ছিল না।

IMG_20210620_180623.jpg

চাঁপাইনবাবগঞ্জ খেকে রাজশাহী হয়ে তারপর ই বগুড়া জেলায় প্রবেশ করে।চাঁপাইনবাবগঞ্জ ভারতের নিকটে হওয়ায় ভারতীয় এই ধরন তা প্রবেশ করেছে।যার ফলে লোকজন ও কিছুটা ভয়ের মাঝে আছে।সবাই প্রায় ঘর বন্দি জীবন কাটাচ্ছে। খুব বেশি প্রয়োজন ছাড়া বেরও হয় না।যার ফলে রাস্তাঘাট প্রায় ফাকা বললেই চলে।যানজটও নেই।শহরের পার্ক গুলাও বন্ধ। বিনোদনপ্রিয় মানুষ গুলোও ঘর থেকে বের হয় না।এই ভাইরাসের ভারতীয় ধরনটা অনেক ভয়ানক। ফলে এই ধরনে মারা যাওয়ার ঝুকিটাও বেশি।সুন্দর এই ধরনিতে কার না বেশি দিন বাচার সাধ জাগে না।

IMG_20210620_180811.jpg
এজন্য সবাই নিরাপদ জীবন যাপন এর পথটাই বেছে নেয়।আমিও আজকে ঘর থেকে বের হয়নি সকাল থেকে।বিকালে বোধহয় ১৫ মিনিট এর জন্য বের হয়ে কিছু ছবি উঠাইছি আজকের কন্টেন্ট লেখার জন্য।শেষকথা একটাই সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন।সবার জন্য শুভকামনা রইল।

Sort:  
 3 years ago 

সময় খুব একটা ভালো যাচ্ছেনা । নতুন ভেরিয়েন্ট এর কারণে আসলেই অনেক সমস্যা হচ্ছে। যাইহোক সতর্ক থাকুন,সাবধানে থাকুন ধন্যবাদ ।

 3 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57616.20
ETH 3030.92
USDT 1.00
SBD 2.25