বন্ধুদের সাথে কাটানো সুন্দর মূহুর্ত ||10% beneficiary for shy-fox||

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার সমগ্র পোস্ট এর বিষয়বস্তু

IMG_20211113_182558.jpg

IMG_20210923_101201.jpg

হ্যালো স্টিমিট বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন।আমিও বেশ ভালোই আছি।আমার জীবনে আমি প্রতিনিয়ত বিভিন্ন রকম অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি।আর সেই অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। গতকাল আমি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাই। ঘুরতে গিয়ে সম্পূর্ণ নতুন এক ধরনের চা খেলাম,যা আগে কখনো খাইনি। আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই।

IMG_20210923_101201.jpg

received_1245915409247082.jpeg

received_605785807142918.jpeg

received_200107682275099.jpeg

IMG_20210923_101201.jpg

দুই দিন আগে আমার এক বন্ধু এসেছিল ঢাকা থেকে। পরিকল্পনা ছিল ওকে একটা ট্রিট দেই। যেই পরিকল্পনার সেই কাজ। সচরাচর বন্ধুরা মিলে ঘোরাঘুরি করা কিংবা খাওয়া-দাওয়া গুলো শহরের রেস্তোরায় হয়। এবার ভাবলাম দূরে কোথাও যাই। চলে গেলাম বগুড়া থেকে মাটিডালিতে সেখান থেকে আমরা সবাই মিলে অটো নিয়ে চলে গেলাম ইকো পার্ক এ। সচরাচর বিকেলে কিংবা সন্ধ্যায় ঘোরাঘুরি করা হলেও এবার যেতে যেতে রাত হয়ে গেল।

IMG_20210923_101201.jpg

received_371420284668997.jpeg

received_633612654322957.jpeg

received_953983682133991.jpeg

IMG_20210923_101201.jpg

যে রেস্টুরেন্ট এ গেলাম সেখানকার সবকিছু বাঁশ দিয়ে তৈরি এবং রেস্তোরাঁটি ভালোই লাইটিং করা ছিল।আমাদের যেতে যেতে রাত হয়ে যাওয়ায় সেখানে লোকজনের ভিড় ও কমে গেছে।আমরা ছাড়া প্রায় কেউই ছিল না। সেখানে গিয়ে আমি প্রথমে রেস্তোরাঁটির বেশ কয়েকটি ছবি তুলে নিলাম। এরপর আমরা বন্ধুরা মিলে বেশ কয়েকটি ছবি উঠালাম। যদিও সারাদিন সেখানে ভিড় লেগে থাকে। রেস্তোরায় যাওয়ার প্রধান কারণ ছিল বন্ধুরা মিলে ব্যাম্বু চা খাওয়া।

IMG_20210923_101201.jpg

received_975163519879938.jpeg

received_572487467152740.jpeg

received_255327479968902.jpeg

IMG_20210923_101201.jpg

সেখানকার প্রধান আকর্ষণ ব্যাম্বু চা হলেও,ব্যাম্বু চা ছাড়াও আরো বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। খাবার অর্ডার করার পর প্রথমে আমাদের ছামুচা এবং চপ দিল। আমরা চা খাওয়ার আগে চপ এবং ছামুচা খেলাম। চা তৈরি করতে সময় লাগল। এই সুযোগে আমি পুরো রেস্তোরাঁটি ঘুরে দেখলাম। সম্পূর্ণ রেস্তোরাঁটি দুইতলা ছিল। এরপর আমাদের অর্ডার করা কাঙ্খিত ব্যাম্বু চা চলে আসলো। অর্ডার দেয়া ব্যাম্বু চা চলে আসার পর চা নিয়ে বেশ কয়েকটি ছবি উঠালাম। এরপর খাওয়া-দাওয়া শেষ করে যে যার মত চলে গেলাম।

অনেকদিন পর কলেজ লাইফের বন্ধুদের সঙ্গে সুন্দর একটা সময় কাটালাম। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আমার কাটানো মুহূর্তগুলো আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। এ পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন। আমার লেখাটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন।

IMG_20210923_101201.jpg

received_200107682275099.jpeg

received_1574018726271193.jpeg

received_139510098392300.jpeg

IMG_20210923_101201.jpg

Sort:  
 3 years ago 

বন্ধু মানেই ট্রিট সেটা যেখানেই হোক ট্রিট ছাড়া কথা নেই।সত্যি এই বিষয় গুলো খুবই ভাল লাগে বন্ধুদের সাথে একসাথে খাওয়া দাওয়ার মধ্যে অনেক দারুন আনন্দ রয়েছে।এই দিনটি হয়তো আগামি পাচ বছর পরে শুধুই সৃতি হয়ে থাকবে।বার বার মনে পরবে।

অনেক সুন্দর মুহুর্ত শেয়ার করেছেন ভাই আর খাবার চিত্র গুলো দেখে আমার নিজেরি লভ লেগে গেলো খাবারের প্রতি।শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার বন্ধুদের সাথে কাটানো সময় দেখে অনেক ভালো লাগলো। আসলেই বন্ধুদের সাথে সময় কাটাতে পারলে মনটা অনেক ফ্রেশ কাকে ভালো লাগে।আপনার প্রত্যেকটা ছবি সুন্দর হয়েছে। খাবারগুলো অনেক লোভনীয় ছিল দেখেই খেতে মন চাইছে ।ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলেই আপনি খুব আনন্দ উদযাপন করেন। বন্ধুদের সাথে বেশ কিছুদিন আগেও দেখেছি। আজকের দিনটাও টা অনেক ভাল ছিল । জায়গাটি বাঁশের তৈরি হলেও অনেক সুন্দর এবং ভালো লাগলো পরিবেশটা এবং লাইটিং টা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে এবং আপনারা খুব মজা করেছেন। অনেক ভাল ছিল

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

ভাইয়া সত্যি কথা বলতে বন্ধুদের সাথে সময় কাটানো সত্যি অনেক ভালো লাগে। কোন সময় মন খারাপ থাকলে এই বন্ধুদের সাথে আড্ডা দিলে মন ভালো হয়ে যায়। আসলেই আপনি বন্ধুদের সাথে অনেক ভালো সময় কাটিয়েছেন দেখেই বুঝা যাচ্ছে। খাওয়া-দাওয়া করেছেন অনেক। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

বাহ,বাম্বু চা টি তো ভীষণ মজার মনে হচ্ছে।তাছাড়া চপ, সমুচা সবমিলিয়ে দারুণ সময় উপভোগ করেছেন।আপনাদের বন্ধুত্ব টিকে থাকুক চিরদিন।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57621.01
ETH 3094.14
USDT 1.00
SBD 2.32