হাতের আঙ্গুল থেকে প্রজাপতি উড়ে যাওয়ার দৃশ্য অংকন ||10% beneficiary for shy-fox||
হ্যালো স্টিমীট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমরা সবাই প্রতিনিয়ত আমাদের পোস্টে ভিন্নতা আনার জন্য বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করার পাশাপাশি ক্রাফট, চিত্রাঙ্কন এবং রেসিপি পোষ্ট লিখে থাকি। এতে করে সাধারণ ব্লগারদের আমাদের কনটেন্টগুলো পড়ার প্রতি একঘেয়েমি না এসে বরং আগ্রহ বেড়ে যায়। এউদ্দেশ্যে আজকে আমি সুন্দর একটি চিত্র অঙ্কন করব।
হাতের আঙ্গুল থেকে প্রজাপতি উড়ে যাওয়ার দৃশ্য অংকন করার পদ্ধতি গুলো ধাপ আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হলো:
আমার সমগ্র পোষ্টের বিষয়বস্তু:
প্রয়োজনীয় উপকরণ:
১.অফসেট পেপার।
২. পেন্সিল।
৩. রাবার।
৪. কাটার।
প্রথম ধাপ:
চিত্র অংকন এর প্রথম ধাপে আমাদের পেন্সিল দিয়ে হাতের আঙ্গুলগুলো হালকা ভাবে এঁকে নিতে হবে।
দ্বিতীয় ধাপ:
এ ধাপে হালকাভাবে একে নেয়া হাতের আঙ্গুলগুলো পেন্সিল দিয়ে আরও গাঢ় করে দিতে হবে।এরপর হাতের আঙ্গুলগুলোর মাঝখানেও ডিজাইন করে নিতে হবে।
তৃতীয় ধাপ:
এধাপে হাতের কব্জির ডিজাইন করে নিতে হবে। এরপর হাতের আঙ্গুলগুলোর সামনে একটি প্রজাপতির সামান্য অংশের ডিজাইন করি।
চতুর্থ ধাপ:
এ ধাপে প্রজাপতির সম্পূর্ণ অংশ অঙ্কন করা সম্পন্ন করি।এরপর প্রজাপতির ঠিক নিচে এবং বৃদ্ধাঙ্গুলির উপরে তিনটি বৃত্তাকার ফোটা অঙ্কন করি।
পঞ্চম ধাপ:
এভাবে প্রজাপতির ভেতরের এবং হাতের কব্জির অংশ পেন্সিল দিয়ে হালকা গাঢ় করে দেই। ফলে আমার অংকন করা চিত্র টি পরিপূর্ণরূপে সম্পন্ন হবে। এরপর আমার অংকন করা চিত্রের নিচে আমার স্টিমিট আইডির নাম যুক্ত করে দেই।
উপরোক্ত ধাপগুলি অনুসরণ করে আমি আমার অংকন করা চিত্র সম্পন্ন করলাম।আপনাদের সবার কেমন লাগলো তা মন্তব্য করে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।
@mahamuddipu
Photography | @mahamuddipu |
---|---|
Device | Vivo Y19 |
Location | Link |
আপনার অংকন দক্ষতা খুবই ভালো।হাতের আঙ্গুল থেকে প্রজাপতি উড়ে যাওয়ার দৃশ্য আপনি দারুণভাবে অঙ্কন করেছেন। অঙ্কনটি দেখতেও খুব সুন্দর লাগছে।আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে অংকনটি উপস্থাপন করে দেখিয়েছেন।শুভকামনা রইল আপনার জন্য।
আপু আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্য আমায় অঙ্কন পোস্ট করার জন্য উৎসাহিত করলো।আপনার জন্যও শুভকামনা রইলো আপু।
খুবই সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন আপনি। হাতের আঙ্গুলের উপর থেকে উড়ে যাওয়া প্রজাপতির চিত্র অংকন এর প্রতিটি ধাপ পড়তেই অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট দেয়ার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
অনেক সুন্দর একটি চিত্র অংকন করেছেন ভাই।হাতের আঙ্গুল থেকে প্রজাপতি উড়ে যাওয়ার দৃশ্য খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।চিত্র অংকন করার পদ্ধতি গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে।
জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে হাতের আঙ্গুল থেকে প্রজাপতি উড়ে যাওয়া টা অনেক সুন্দর একটি দৃশ্য অঙ্কন করে আপনাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এই অংকন দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে অংকনটি সম্পন্ন করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অনেক চমৎকার ভাবে অংকন টি আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যিই আমি আপনার এই অংকন টি দেখে রীতিমত মুগ্ধ। ধন্যবাদ আপনাকে এরকম একটি অঙ্কন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এত সুন্দর গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।শুভকামনা রইলো আপনার জন্য।
এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।আপনার জন্যও শুভকামনা রইলো।