ধারাবাহিকতা অক্ষুণ্ন রয়েছে সিরিজের দ্বিতীয় ম্যাচেও

in আমার বাংলা ব্লগ3 years ago

received_4745666362161645.jpeg

received_364473545351139.jpeg
খেলার মুহূর্তে ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া কিছু ছবি

নিউজিল্যান্ড-বাংলাদেশ এর মধ্যকার ৫ ম্যাচ সিরিজে টানা দ্বিতীয় জয়ে লিড নিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলকে প্রথম ম্যাচে হেসেখেলে হারালেও দ্বিতীয় ম্যাচটি ভালোই জমে উঠেছিল। এ ম্যাচে বাংলাদেশ ও নিউজিল্যান্ড এর অধিনায়ক এর মধ্যে টসে জিতে বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

received_276186697349451.jpeg

received_148178710745172.jpeg

ওপেন করতে নামে বাংলাদেশের দুজন ওপেনার নাঈম শেখ এবং লিটন দাস। গতদিন থেকে আজকের ওপেনিং জুটি ভালো করে। গত ম্যাচে ৭ রানে ২ উইকেট গেলেও আজকের ওপেনিং জুটিতে মোট ৫৯ রান আসে। ২৯বলে ৩৩ রানের ব্যক্তিগত ইনিংস খেলে আউট হন লিটন দাস। এরপর ওয়ানডাউনে মুশফিকুর রহিম এসে রানের খাতা না খুলতেই বিদায় নেন। সাকিবের জায়গায় ব্যাট করতে নেমে মুশফিকুর রহিম খুব একটা সুবিধা করতে পারেনি। টু ডাউন এ সাকিব আল হাসান ব্যাট করতে নেমে ৭ বলে ১৩ রানের ইনিংস খেলে। নিউজিল্যান্ডের স্পিন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে ফেরান। এরপর নাঈম শেখ ও মাহমুদুল্লাহ ভালো একটি জুটি গড়েন।৩৯ বলে ৩৯ রানের কার্যকর একটি ইনিংস খেলেন নাঈম শেখ। নাঈম শেখের পর আফিফ হোসেন খুব একটা সুবিধা করতে না পারলেও, মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে শেষ পর্যন্ত চলে যান নুরুল হাসান সোহান। ইনিংসের শেষ বলে ১৩ রানের ইনিংস খেলে আউট হন নুরুল হাসান সোহান। আর মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত থাকেন ৩২ বলে ৩৭ রান করেন। দলীয় মোট ১৪১রান সংগ্রহ করে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের জন্য টার্গেট দাঁড়ায় ১৪২ রানের।

received_4708874102489485.jpeg

received_2347438945391110.jpeg

received_365007231833471.jpeg

এরপর নিউজিল্যান্ড ব্যাটিং এসে দুজন ওপেনার খুব একটা সুবিধা করতে পারেনি।রাচিন রবীন্দ্রকে ১০ রানে ফেরান অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর ওয়ান ডাউনে ব্যাট করতে আসে নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। অধিনায়কের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন টম লাথাম। ৪৯ বলে ৬৫ রানের একটি কার্যকরী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। নিউজিল্যান্ডের আরেক ওপেনার টম ব্লুদেল কে ফেরান বাংলার তরুণ অলরাউন্ডার শেখ মহাদি হাসান। টু ডাউনে নামা ব্যাটসম্যান উইল ইয়ং এর উইকেট নেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের ভালো খেলতে ভূমিকা রাখেন এদের মিডল অর্ডার ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড দল ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেন ১৩৭ রান। ফলে বাংলাদেশ জিতে যায় মাত্র ৪ রানে। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন শেখ মাহাদী হাসান ও সাকিব আল হাসান। আর অপর উইকেট তুলে নেয় নাসুম আহমেদ। খুব একটা ভালো করতে পারেননি বাংলাদেশের দুই পেসার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ সাইফুদ্দিন। এ ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

received_579022136785451.jpeg

received_899862340622662.jpeg

Sort:  
 3 years ago 

এটা খুবই ভালো খবর। তর্থ ভিঠিক পোস্টের জন্য অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

বাংলাদেশ দলকে অভিনন্দন। এবং আপনার উপস্থাপনা ভালো ছিল।।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত এর জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.031
BTC 68870.08
ETH 3734.86
USDT 1.00
SBD 3.73