মানব জীবনে ব্যক্তিত্ব কিংবা ব্যক্তিসত্তার গুরুত্ব ||10% beneficiary for @shy-fox||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
IMG_20220124_014313_066.webp

আমরা আমাদের জীবনে চলার পথে নানান ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলি। একজন মানুষের সঙ্গে বন্ধুত্ব কিংবা সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আমাদের একটি বিষয়ে গুরুত্ব দেয়া উচিত। তাহলো কেমন ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না যাদের কারণে নিজের ব্যক্তিত্ব কমে যায়।বরং সেই লোকজনদের সঙ্গে মেশা উচিত যাদের জন্য আমাদের ব্যক্তিত্ব বৃদ্ধি পায়। মানব জীবনের প্রধান সত্তাই হলো ব্যক্তিত্ব। ব্যক্তিত্বহীন মানুষের সমাজে কোন মূল্য নেই। সমাজের লোকজন তাদেরকে কোন কাজে তেমন একটা গুরুত্ব দেয় না।

IMG_20220124_172823_478.webp

সমাজের লোকজনদের কাছে আমাদের নিজেদের ব্যক্তিত্ব গুণটি ধরে রাখার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। নিজের ব্যক্তিত্ব গুণটি ধরে রাখার জন্য আমাদের সবসময় ইতিবাচক লোকজনদের সঙ্গে মিশতে হবে। কারণ ইতিবাচক লোকজনরা সব সময় আপনি যখন কোথাও উপস্থিত থাকবে না, তখন আপনাকে নিয়ে গঠনমূলক সমালোচনা করবে। আপনাকে নিয়ে কেউ কটুক্তিমূলক কথা বললে এই লোকজনরা তাদের কথার ভুলগুলো ধরিয়ে দেয়। ফলে আপনার ব্যক্তিত্ব সবসময় বজায় থাকবে। অপরদিকে যারা আপনার আড়ালে আপনাকে নিয়ে অন্যের কাছে বিভিন্ন ধরনের বাজে সমালোচনা করে তাদের সঙ্গ পরিহার করা উচিত। কারণ এ ধরনের লোকগুলো সব সময় আপনার কাছে থাকা অবস্থায় আপনাকে নিয়ে গুনোগান করবে এবং আপনার আড়ালে আপনাকে নিয়ে সমালোচনা করবে।ফলে আপনার ব্যক্তিত্ব লোপ পাওয়ার বিষয়টি আপনিও বুঝতে পারবেন না।যে কেউ ডাকলে তার সঙ্গে সঙ্গ না দিয়ে দরকারি এবং প্রয়োজনীয় কাজে যাওয়া উচিত। এতে করে আপনার ব্যক্তিত্ব বজায় থাকবে এবং প্রয়োজনীয় কাজে অন্যকেও সাহায্য করা হবে। অপর দিকে আপনি যদি
সব সময় যে কারো সাথে সঙ্গ দিয়ে চলেন তাহলে আপনার ব্যক্তিত্ব থাকবে না। অর্থাৎ অন্যের কাছে সস্তা হয়ে যাবেন।যে কেউ শুধু আপনাকে নিজ প্রয়োজনের সময় ব্যবহার করা যাবে। ব্যক্তিত্ববান মানুষ সবসময় অন্যের কাছে সম্মানিত হয়, ব্যক্তিত্বহীন মানুষ মেরুদণ্ডহীন।

IMG_20220124_172603_674.webp

যেহেতু ব্যক্তিত্ব একজন মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য সব সময় আমাদের যেকোন কাজে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেয়া উচিত।সব সময় শুধু নিজের সিদ্ধান্ত গ্রহণ না করে, অন্যের গঠনমূলক চিন্তাগুলোকেও অগ্রাধিকার দিতে হবে। জীবনে চলার প্রতিটি ক্ষেত্রে নিজেকে সৎ,যোগ্য এবং চরিত্রবান রাখতে হবে। এগুলো মানুষের ব্যক্তিত্ব বৃদ্ধির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর একটি বিষয়ে লিখেছেন ভাই। ব্যক্তিত্ব কিংবা ব্যক্তিসত্তা ধরে রাখা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ ব্যক্তিত্বহীন মানুষ মূল্যহীন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বিষয় আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য।

 2 years ago 

@mahamuddipu ভাইয়া পোস্টে আরও ২ টি ছবি যোগ করে নিন। পোস্ট টি দূর্দান্ত হবে। কিছু apps আছে আপনি সেখান থেকে এভাবে ছবি ক্রিয়েট করতে পারেন। ধন্যবাদ।

 2 years ago 

ঠিক করে নিয়েছি আপু।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভুলগুলো ধরিয়ে দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56519.24
ETH 2991.31
USDT 1.00
SBD 2.16