আধুনিকায়ন

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

received_417928582854018.jpeg

received_411379493627841.jpeg

প্রাচীন সভ্যতা থেকে বেরিয়ে এসে তথ্য -প্রযুক্তি নির্ভর উন্নত ও সুযোগ সুবিধাপূর্ণ আধুনিক সভ্যতায় প্রবেশ এর প্রক্রিয়াকে আধুনিকায়ন বলে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাইলে আধুনিকায়ন অতীব জরুরী।কারণ সময় সবসময় আধুনিক ও যুগোপযোগীদের কাছে টেনে নেয়।

আধুনিকায়ন অর্থাৎ আধুনিক সভ্যতার সুচনা হয়েছে মধ্যযুগের মাঝামাঝি থেকেই।আধুনিক সভ্যতার সুচনার পিছনে অনেক বিজ্ঞানী ও বিজ্ঞ ব্যক্তিদের অবদান রয়েছে। এসব বিজ্ঞানীদের অবদান না থাকলে আজকের আধুনিক সভ্যতা কখনোই সম্ভব হতো না। আইনস্টাইন, নিউটন,গ্যালিলিও ম্যাক্সপ্লাঙ্ক থেকে শুরু করে সকল বিজ্ঞানীরা আধুনিক সভ্যতা গঠনের কারিগর। বিদ্যুৎ, ইন্টারনেট,মোবাইল ফোন থেকে শুরু করে যাবতীয় সকল ইলেকট্রনিক ডিভাইসের বদৌলতে সম্ভব হয়েছে আজকের এই আধুনিক সভ্যতার। আধুনিক সভ্যতা ঘটনার পেছনে শুধু যে এসব ইলেকট্রনিক ডিভাইসই দায়ী তা নয়। আধুনিকায়নের ফলে বিশ্ব এখন শিক্ষা চিকিৎসা খাদ্য বস্ত্র বাসস্থান কৃষি থেকে শুরু করে সকল ক্ষেত্রে উন্নত কাঠামোতে প্রবেশ করেছে। বর্তমান বিশ্বে যে দেশের আধুনিকায়ন যত বেশি সে দেশ তত বেশি উন্নত। আধুনিকায়ন আমাদের সময়কে করেছে সংকীর্ণ এবং পৃথিবীতে এনেছে হাতের মুঠোয়। তাই তো আমাদের বিশ্বের প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে লাগে মুহূর্তের মত সময় এবংএক পলকে বিশ্বের যেকোনো প্রান্তের লোকজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে।

একটি জাতির উন্নতির পেছনে আধুনিকায়ন ওতপ্রোতভাবে জড়িত। এজন্য উন্নত জাতি গঠনে প্রতিটি দেশকে আধুনিকায়নের ওপর ব্যাপক জোর দেয়া উচিত।

received_530216968257042.jpeg

FB_IMG_1627805184463.jpg

Sort:  
 3 years ago 

ফটোগ্রাফিগুলি অসাধারণ হয়েছে ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60352.73
ETH 2410.03
USDT 1.00
SBD 2.44