দশম বারের মতো রক্তদান কার্যক্রমে অংশগ্রহণ করলাম

in আমার বাংলা ব্লগ3 years ago

USER_SCOPED_TEMP_DATA_98270a6576f68cb576baaa12167bbc19c1724e466b6fd9898463abe352c75fbd.jpeg

USER_SCOPED_TEMP_DATA_eddb44f7a89d4c7e26ccf88a2eae1716f469f4b55e20f59778aa2e650906b6d1.jpeg

মানব সেবামূলক কাজ গুলোর মধ্যে অন্যতম হল রক্তদান। রক্তদানের এই মহৎ কার্যক্রমে সকলের অংশগ্রহণ অতীব জরুরী।প্রতিনিয়ত অপারেশন, রক্তশূন্যতা সহ অনেক ধরনের সমস্যায় একজন মানুষের রক্তের প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় সময়মতো রক্ত না পাওয়ার কারণে একজন মানুষ মারাও যায়। রক্ত না পাওয়ার জন্য সাথে ভবিষ্যতেও মারা না যায় সেজন্য আমাদের নিয়মিত রক্তদান কার্যক্রম এ অংশগ্রহণ করা উচিত।

প্রত্যেকটি অঞ্চলে রক্তদান কর্মসূচী পরিচালনার জন্য একটি করে সংস্থা থাকা প্রয়োজন। এ ধরনের সংস্থা গুলো রক্তশূন্যতা কিংবা অন্য যে কোন প্রয়োজনে রক্তের প্রয়োজন হলে প্রয়োজনীয় রক্ত সংগ্রহে কাজ করবে। প্রত্যেক অঞ্চলে এ ধরনের সংস্থা থাকলে রক্ত পাওয়া এবং রক্ত দেওয়া বেশ সহজলভ্য হয়ে যাবে। রক্তদানের কার্যক্রমটি বেশ সহজলভ্য করতে পারলে রক্তের অভাবে হয়রানির সম্মুখীন হতে হবে না।আর রক্তদান কর্মসূচীতে অংশগ্রহণের জন্য সবাইকে উৎসাহিত করতে হবে। দেশের বিভিন্ন উৎসব গুলোতে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। রক্তদান শরীরের কোন ক্ষতি করে না,বরং শরীরের জন্য উপকারী-এই বিষয় সর্ম্পকে সবাইকে অবগত করতে হবে।প্রয়োজন এ লিফলেট লাগিয়ে কিংবা বিজ্ঞাপনের মাধ্যমে সবাইকে রক্তদানের উপকারিতা সম্পর্কে জানাতে হবে। অবশ্য বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ।বিভিন্ন অ্যাপস এর মাধ্যমেই এখন রক্তদানের কর্মসূচি সম্পন্ন করা যায়। অ্যাপস এর মাধ্যমে রক্তদান কর্মসূচি পরিচালনা করতে পারলে দেশের সব অঞ্চলের লোকজন অন্তর্ভুক্ত থাকতে পারবে। অনেক সময় একটি নির্দিষ্ট অঞ্চলের নেগেটিভ গ্রুপের রক্ত সহজে পাওয়া যায় না। অ্যাপস এর মাধ্যমে সারাদেশের মানুষ যুক্ত থাকতে পারলে এ ধরনের সমস্যা খুব সহজেই সমাধান করা যাবে ।

USER_SCOPED_TEMP_DATA_c6ee2db68ab7613be3b29dc4f508ae75b6cf396da2c81be074c6efde44b17545.jpeg

Sort:  
 3 years ago 

ভাই আপনি একটা অনেক মহৎ কাজে অংশ নিয়েছেন। আমাদের প্রত্যেকের উচিত অন্তত তিন মাস পর পর একবার রক্ত দান করা। এটা আমাদের সকলের কর্তব্য এর মধ্যে পরে। কারণ আপনার রক্তদানের মাধ্যমে একটি প্রাণ বেঁচে যেতে পারে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আবারো বলছি।
এমন মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা এবং অবিরাম শ্রদ্ধা রইল আপনার প্রতি। এভাবেই আগামী দিনে মানুষকে সাহায্য এবং সহযোগিতা এবং মানুষকে সেবা করে যান এই শুভকামনা রইল

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

শুভকামনা অবিরাম

 3 years ago 

খুব ভালো ভাই আপনি একটি মহৎ কাজের অংশিদার হিসেবে নিজে রক্তদান করছেন। উনার এই মহৎ উদ্যোগকে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে সাধুবাদ জানাই। কারণ আপনার এই উদ্যোগে অনেকগুলো মানুষের উপকার হচ্ছে। আপনার এই রক্তদান দেখে আমাদেরকে অনুপ্রাণিত করছে। অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59583.90
ETH 2578.21
USDT 1.00
SBD 2.48