রেস্টুরেন্টে খেতে যাওয়া

in আমার বাংলা ব্লগ3 years ago

received_1269209930187074.jpeg

received_173101921685884.jpeg

received_2000066833500902.jpeg

করোনাভাইরাস এর পর থেকে প্রথমে স্কুল কলেজ এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় খুলে দিতে শুরু করেছে। আমাদের বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে শুধুমাত্র আমাদের ব্যাচ বাদ দিয়ে। এজন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের শিক্ষার্থীরা অবশ্য মানববন্ধন করছে। কিন্তু তাতে কোন লাভ হচ্ছে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি সোজাসুজি বলে দিয়েছেন আমাদের ব্যাচ এই বছর আর খুলবেন না। অনলাইনেই সকল শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে বলেছেন।

আমাদের কলেজ জীবনের বন্ধুবান্ধবরা একেক জন একেক বিশ্ববিদ্যালয় এ ভর্তি হওয়ায় কারো সাথে তেমন একটা দেখা হয়নি। করোনা ভাইরাসের এই সুবাদে সবাই বগুড়ায় একত্রিত হই। তখন প্রায় সময়ই বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাওয়া কিংবা আড্ডা দেওয়া মাঝেমাঝেই চলত। সবকিছু চালু হওয়ার পর যে যার মত নিজ নিজ ক্যাম্পাসে চলে গিয়েছে। এখন আর তেমন একটা বের হওয়া হয় না। অনেকদিন পর গতকাল সুযোগ এসেছিল রেস্টুরেন্ট খেতে যাওয়ার। তবে এবারের যাওয়াটা কোনো বন্ধু-বান্ধবের সঙ্গে না। আমাদের এলাকার পাশের গ্রামের ছোট ভাই এসেছিল আমার মেসে।ওকে সময় দেওয়ার জন্য এবং বাড়ির খোঁজ নেয়ার জন্যই মূলত রেস্টুরেন্টে নিয়ে যাওয়া। রেস্টুরেন্টে গিয়ে আমরা চিকেন ফ্রাই খেলাম। চিকেন ফ্রাই আমার খুব একটা পছন্দের খাবার না হলেও আমার সঙ্গে আসা ছোট ভাইয়ের খুব পছন্দের। ৬ পিচ চিকেন ফ্রাই অর্ডার করলাম। অর্ডার দেওয়ার পর এবং খাওয়া দাওয়ার পূর্বের সময়ে বাড়ির খোজ খবর নিলাম। ও কিছুদিন আগে বাড়িতে গিয়েছিল। আমাদের এলাকায় আবার নির্বাচন চলছে। অনেকদিন পর বাইরে খেতে যাওয়ার বেশ ভালই লাগছিল। দুজন মিলে খুব সুন্দর সময় কাটালাম।

Sort:  
 3 years ago 

জি ভাই করোনা কালিন সময় টা আসলেও খারাপ ও বলবো না এর সুবাদে অনেক দুরের মানুষ কে কাছে পাওয়া গিয়েছে।তবে মহামারি তো মহামারিই।আপনি অনেক সুন্দর একটি সময় পার করেছেন দেখেই বোঝা যাচ্ছে।

তবে w3words কোড ব্যবহার করতে ভুলে গিয়েছেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কি বলেন ভাইয়া চিকেন ফ্রাই আপনার পছন্দ না? আমার তো খুবই পছন্দ চিকেন ফ্রাই । আমি বাইরে গেলে বেশিরভাগ সময় চিকেন ফ্রাই খাই।আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম আপনি খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেকদিন পর যেহেতু রেস্টুরেন্টে গেছেন সত্যি আপনার ফিলটা বুঝতে পারছি। ভাইয়া আপনি যে পোস্ট করেছেন সেখানে যদি ছবিগুলি একটু সাজিয়ে গুছিয়ে দিতেন তাহলে আরো সুন্দর হতো ।ধরেন কিছু কথা লেখা পড়ে একটা ছবি দিলেন এরপর আবার কিছু কথা লিখার পর আরেকটা ছবি দিলেন এইভাবে দিলে হয়তবা পোস্ট এর কোয়ালিটি টা আরো সুন্দর হতো দেখতে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

এই করোনাকালীন সময়ের জন্য ক্ষতি হইলেও একটা জিনিস ভালো লাগে সেইটা হলো সকল বন্ধুদের সাথে দেখা করার একটা অপশন সবসময় থাকে। চাইলেই দেখা করা যায়। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনি অনেকদিন ধরেই কমিউনিটিতে পোস্ট করছেন। কিন্তু সাইফক্স এর সাপোর্ট পাচ্ছেন না। আপনার কিছু সমস্যা আমি বলে দিই। আপনার পোষ্টের মান আরো বাড়াতে হবে। অন্যের পোস্টে কমেন্ট করতে হবে এবং ডিসকর্ডে একটিভ থাকতে হবে।

 3 years ago 

আপনি অনেকদিন ধরেই কমিউনিটিতে পোস্ট করছেন। কিন্তু সাইফক্স এর সাপোর্ট পাচ্ছেন না। আপনার কিছু সমস্যা আমি বলে দিই। আপনার পোষ্টের মান আরো বাড়াতে হবে। অন্যের পোস্টে কমেন্ট করতে হবে এবং ডিসকর্ডে একটিভ থাকতে হবে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার ভার্সিটির ব্যাপারটা শুনে খারাপ লাগলো।এবার অন্ততপক্ষে সব কিছু অফলাইনেই করা উচিত। এভাবে করে করে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেক খারাপ হচ্ছে। আমার কাছে পোস্টটি ছোট মনে হলো।পোস্ট আরেকটু বড় হলে তখন পোস্টটিকে দেখতে কোয়ালিটি ফুল লাগে। আমরা সবাই ই এখানে শিখছি। কেও ই শিখার বাইরে নয় মেই কথা গুলো আমাকে এই প্লাটফর্মের সিনিয়র রাই বলেছে তাই আমিও আপনাকে বলছি। আশা করি কথাগুলোকে পজেটিভলি নিবেন ভাইয়া। দোয়া রইলো এবং আশা রাখছি খুব ভালো ভালো পোস্ট পাবো বলে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ।

 3 years ago 

Low effort পোস্ট।support বন্ধ করা হবে।

 3 years ago 

পরবর্তী সময় থেকে সাবধান হবো দাদা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 60808.14
ETH 2392.92
USDT 1.00
SBD 2.63