গঙ্গাস্নান

মনের মধ্যে লুকিয়ে আছে অন্ধকারের ছায়া
চিত্ত আমার শুকিয়ে গেছে নষ্ট হয়েছে কায়া,
আকুলতা আজ ম্লান, ব্যাকুলতা কেঁদে মরে
স্বস্তির খোঁজে স্নান সারি ঐ গঙ্গা নদীর জলে।

নিজের হস্তে কুড়িয়ে পাপ করেছি আত্মা হনন
কামনাকে প্রশ্রয় দিয়ে, করেছি জীবনযাপন,
শ্বাস সেতো বারবার পড়ে, নিশ্বাস বহে নীরবে
শাস্তির হৃদয় দহনে তাই গঙ্গা ঘাটেই ফিরবে।

কত সুখ খোঁজা, কত বলিদান,কত মিথ্যা ছল
দিনের শেষে তুলসী পাতা আর ঐ গঙ্গা জল,
জীবনমরণ রইল পড়ে মিলল আশির কর্তা
শান্তি টুকু শান্ত করে আসলো শেষের বার্তা।
IMG20210501171037.jpg

Sort:  
 4 years ago 

ছন্দের বিন্যাস ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে ।

 4 years ago 

খুবই সুন্দর। বড্ড ইচ্ছা আছে ওখানে যাওয়ার। এখনো সেই সৌভাগ্য হয় নি। চেষ্টা করবো একবার গঙ্গা স্নান এ যাবার। দেখা যাক। বেঁচে থাকা কালীন একবার যেতে পারি কিনা।

ইচ্ছে থাকলে অবশ্যই যেতে পারবেন।মনের ইচ্ছে টাই বড় বিষয়।

 4 years ago 

সুন্দর লিখেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 4 years ago 

"কত সুখ খোঁজা, কত বলিদান,কত মিথ্যা ছল
দিনের শেষে তুলসী পাতা আর ঐ গঙ্গা জল,
জীবনমরণ রইল পড়ে মিলল আশির কর্তা
শান্তি টুকু শান্ত করে আসলো শেষের বার্তা।" সুন্দর লিখেছেন দিদি। শুভেচ্ছা রইলো।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.039
BTC 99024.83
ETH 3475.09
USDT 1.00
SBD 3.20