শাড়িতে নারী
পৃথিবীতে এমন নারী খুঁজে পাওয়া দুষ্কর যে তার সৌন্দর্য্যকে নিয়ে ভাবে না।নিজেকে সুন্দর থেকে আরো সুন্দর করে তুলতে সকাল থেকে রাত অব্ধি নিত্য নতুন পরিচর্যা করেই চলে।রূপ চর্চা থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ। সবকিছুতে তাকে সুন্দর হতেই হবে।
শুধু কি নারী তার সৌন্দর্য নিয়ে চিন্তিত! না মোটেই না।নারীকে যারা অবলোকন করে সে হলো পুরুষ। প্রকৃতিকে তারা মুগ্ধ হয়ে দেখতে চায়।আর এই প্রকৃতি বলতে আমরা সাধারণত নারীকেই বুঝে থাকি।
ঘরের পুরুষ হোক বা বাইরের।তাদের দৃষ্টিভঙ্গি সুন্দরের দিকেই চেয়ে থাকে।অপলক দৃষ্টি হোক বা একপলক, দেখতে তাদের হবেই।তবে এই দেখাতে সুন্দর আর সুন্দরতম বা সুন্দরতর, যাই বলি না কেন,সৌন্দর্য লুকিয়ে থাকে নারীদের ঐ শাড়ির আঁচলে।এই দেখার মধ্যে যেমন সম্মান শ্রদ্ধা জড়িয়ে আছে তেমন রয়েছে প্রেম ভালবাসার বিভিন্ন বাণী অর্চনা।
পূজা আসছে,নানান পোশাকের মধ্যে একটা শাড়ি,আজ চাকরির প্রথমদিন,সেখানেও শাড়ি।বছরের প্রথমদিন,শাড়ি না হলে চলে!
আরো আছে, বিশেষ মানুষের সামনে প্রথম চোখ রাখা,কয়েক দিন কেটে যাবে, মাত্র একটা শাড়ি পছন্দ করতে।
বিশদ ভাবে আর নাইবা বললাম, শাড়িতে যে প্রকৃতি মোহিত আর পুরুষ যে তাতেই মুগ্ধ, এটা চিরন্তন।
সুন্দর লিখেছেন দিদি এবং সবথেকে বড় বিষয় হচ্ছে আপনাকেও শাড়িতে অনেক সুন্দর মানিয়েছে। যাইহোক আপনার জন্য শুভকামনা রইল ।
ধন্যবাদ ভাই।
শাড়ি আর নারী দুটো যেন একই সুতোয় বাঁধা। কথা গুলো অনেক সুন্দর লিখেছেন। আপনাকেও কিন্তু সুন্দর লাগছে শাড়িতে।
অসংখ্য ধন্যবাদ
শাড়ির একটা আলাদা সৌন্দর্য আছে। আর বাঙালি রানীকে কেন জানিনা শাড়িতেই বেশি সুন্দর লাগে। অনেক বেশি বাঙালি মনে হয়।
ভালো থাকবেন।
শাড়িতে সত্যি অসাধারণ লাগছে দিদি