সময়
সময় গেলে সাধন হবে না।কথাটির সঙ্গে বাঙালির বাউল মন নিবিড় ভাবে মিশে আছে। সকাল কখন হয় গো!
মধ্য দুপুরের ক্লান্ত ঝিঁঝি পোকার ডাক শোনা হয়েছে?
সন্ধ্যার রাঙা গোধূলি আর গভীর রাত্রের মিটিমিটি তারা গোণা,এসেছে কখনো এই অর্থপূর্ন জীবনে?
হয়তো সময় হয়েছে কিন্তু দেখা হয় নি,শোনা হয়নি।অনুভূতির বোধখানি সামান্য নড়বড়ে হয়ে রয়েছে।আবার এমনো হয়ে থাকবে,যা দেখার তার চেয়ে অনেক বেশি আমাদের দুচোখ মুগ্ধ হয়ে দেখেছে।মন ভরে শুনেছে।
জীবনের প্রাণটাকে ভালো রাখাই আমাদের জীবন।
আসুন ভালো থাকি।
নিজের মনে মহাযজ্ঞের আসর তৈরি করি আর বাঁচি মহানন্দে।।
Sort: Trending
Loading...