"এসো নিজে করি "||কটনবার দিয়ে দোলনা তৈরী ||১০%লাজুক শিয়ালের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

২৫ পৌষ, ১৪২৮ বঙ্গাব্দ

০৯জানুয়ারি , ২০২২ খ্রিস্টাব্দ
০৬জমাদিউল সানি, , ১৪৪৩ হিজরী
রবিবার
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


💫💫💫💫

1641732712902.jpg

IMG_20220109_184903.jpg

আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ড্রাই প্রজেক্ট তৈরি করে আমাদের সাথে শেয়ার করে। যেগুলো দেখতে খুবই সুন্দর দেখায়। এবং সুন্দর উপস্থাপনা করে সাথে। আমি নিজেও অনেক উৎসাহ বোধ করি নতুন প্রজেক্ট তৈরি করার। তারই ধারাবাহিকতায় আমি আজকে কটনবার দিয়ে দোলনা তৈরি করেছি। ধারাবাহিকভাবে বর্ণনা করব ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

উপকরণপরিমাণ
১.কটনবার দুই প্যাকেট।
২.গ্লু-গান।

💫ধাপ০১

IMG_20220109_183436.jpg

প্রথমে আমি দুই কালারের কটনবার নেই। দুই প্যাকেট।

💫ধাপ০২

IMG_20220109_183506.jpg

এবার গ্লু গান আঠা সাহায্যে কটনবার একটার সাথে একটা একটা জোড়া লাগিয়ে একটি আয়ত তৈরি করি ।

💫ধাপ০৩

IMG_20220109_183609.jpg

এবার ভিত্তিপ্রস্তর দুই পাশে দুইটা করে কটনবার আড়াআড়ি উপরের দিকে গ্লু গান আঠা সাহায্যে লাগিয়ে দিই।

💫ধাপ০৪

IMG_20220109_183544.jpg

এবার আপনারা দেখতে পাচ্ছেন দোলনার ভিত্তিপ্রস্তর স্থাপন করার কাজ শেষ করলাম।

💫ধাপ০৫

IMG_20220109_183716.jpg

IMG_20220109_183745.jpg

এবার আপনারা দেখতে পাচ্ছেন কটনবার মাধ থেকে কেটে এপাশ-ওপাশ করে একটার সাথে একটা গ্লু গান আঠা সাহায্যে জোড়া লাগাইছি ।এবং একই মাপের কটনবার উপরে গ্লু গান আঠা লাগিয়ে হাতল বানিয়েছি আসনের।

💫ধাপ০৬

IMG_20220109_183817.jpg

এবার দুই কালারের কটনবার গুলো গান আঠা সাহায্যে আগ পাছ করে লাগিয়ে আসনের পিছনে পার্টিশন তৈরি করি হেলান দেয়ার জন্য।

💫ধাপ০৭

IMG_20220109_184227.jpg

IMG_20220109_183854.jpg

এই ধাপে এসে আমি পিছনের পার্টিশনটি পূর্বে বানানো আসনের পিছনদিকে গ্লু গান আঠা সাহায্যে লাগিয়ে দিয়েছি।

💫ধাপ০৮

IMG_20220109_184425.jpg

IMG_20220109_184344.jpg

IMG_20220109_184258.jpg

এই ধাপে এসে আমি আরো দুইটা কটনবার চেয়ারের সাথে গুলো গান আঠা সাহায্যে লাগিয়ে ভিত্তিপ্রস্তর উপরের সাথে দোল খাওয়া মত করে লাগিয়ে দিয়েছি গ্লু গান আঠা সাহায্যে। আপনারা উপরের চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন।

💫ধাপ০৯

IMG_20220109_184447.jpg

এবার দোলনার উপরে আরো দুইটি কটনবার গ্লু গান আঠা সাহায্যে লম্বালম্বিভাবে লাগিয়ে দিই সৌন্দর্য বৃদ্ধি করার জন্য।

💫ধাপ১০

IMG_20220109_184555.jpg

IMG_20220109_184510.jpg

উপরের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সৌন্দর্য বৃদ্ধি করার জন্য প্লাস্টিকের মানানো একটি ফুল দোলনার উপরে গ্লু গান আঠা সাহায্যে লাগিয়ে দিয়েছে।

💫ধাপ১১

IMG_20220109_184903.jpg

IMG_20220109_184829.jpg

IMG_20220109_184732.jpg

IMG_20220109_184702.jpg

IMG_20220109_184636.jpg

সম্পূর্ণ দোলনা প্রস্তুত হওয়ার পর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিছু ফটো তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ।আশা করছি আমার আজকের প্রস্তুতকৃত দোলনা আপনাদের কাছে ভালো লাগবে।

💫💫শেষ ধাপ💫💫

1641732712902.jpg

এরই মধ্য দিয়ে শেষ করলাম আমার আজকের ড্রাই প্রজেক্ট কটনবার দিয়ে দোলনা তৈরি। আমি কটনবার দিয়ে দোলনা তৈরি করে ধারাবাহিকতা বজায় রেখে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে ।আমার পোষ্টে যদি কোন ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।


লোকেশন:

https://w3w.co///headdress.localities.emulating


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

কটনবার দিয়ে দোলনা তৈরি করেছেন। আমার অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব দক্ষতার সহিত আপনি তৈরি করেছেন এবং আসলেই এটি অসাধারন ছিল। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

 3 years ago 

ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য 🌹🌹🌹

ভাই আপনার সৃজনশীলতা অনেক সুন্দর।দেখতে বেশ দারুন লাগছে।তৈরি করার সাথে সাথে উপস্থাপনা অনেক সুন্দর ।এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য 🥀🥀

 3 years ago 

কটন বাট দিয়ে দোলনা তৈরি তে আপনি আপনার সৃজনশীলতা প্রকাশ করেছেন। আমার কাছে এটি একটি সম্পূর্ণ ইউনিক কাজ মনে হয়েছে। খুব সহজেই আপনি কটনবাট দিয়ে দোলনা তৈরি করেছেন ।যা বেশ সুন্দর লাগছে। তৈরি করার প্রক্রিয়া আপনি ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য 🌹🌹

 3 years ago 

কটন বার দিয়ে দারুন একটি দোলনা বানিয়েছেন আপনি খুবই চমৎকার হয়েছে বেশ গুছিয়ে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ ভাই ❤️❤️

 3 years ago 

ওয়াও,অসাধারণ একটি দোলনা তা ও আবার কটনবাট দিয়ে। এই প্রথমবার দেখলাম আমি। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার এই দোলনা। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য 🥀🥀

 3 years ago 

কটন বাড দিয়ে খুব সুন্দর একটি জিনিস তৈরি করেছেন। আইডিয়াটা অনেক ইউনিক ছিল। জিনিসটি দেখতেও খুব সুন্দর লাগছে। আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ করার জন্য

 3 years ago 

  • খুবই অসাধারণ একটি দোলনা তৈরি করেছেন। কটন দিয়ে খুব অসাধারণ দক্ষতা দিয়ে এটি তৈরি করেছেন। আমার খুবই ভালো লেগেছে আপনার দক্ষতার সহিত দোলনা তৈরি। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এক কথায় অসাধারণ হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

ধন্যবাদ ভাই ❤️❤️❤️

 3 years ago 

কটন বাড দিয়ে দোলনা দারুন বানিয়েছেন আপনি।কটনবাডের ভিন্ন ধরনের ব্যবহার দেখলাম আপনার কাছ থেকে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য 🥀🥀

 3 years ago 

ওয়াও অসাধারণ তো। আপনার ক্রিয়েটিভিটির প্রশংসা করতেই হয়। আপনি নিয়মিত নতুন নতুন জিনিস তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেন যা আমার অনেক ভালো লাগে। আজকে কটনবার দিয়ে যে দোলনা তৈরি করেছেন সেটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা দেখতে চমৎকার। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62639.70
ETH 2439.41
USDT 1.00
SBD 2.64