কথাগুলো তিক্ত হলেও বাস্তব 💔💔

in আমার বাংলা ব্লগ2 years ago

২২পৌষ , ১৪২৯ বঙ্গাব্দ

০৬জানুয়ারী , ২০২২ খ্রিস্টাব্দ
১৩জমাদিউল সানি, , ১৪৪৪ হিজরী
শুক্রবার।
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


game-7634718_640.webp

Source


আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার আজকের পোস্ট শুরু করছি। খুব ঠান্ডায় জড়োসড়ো সকাল থেকে তেমনটা বাহিরে বের হওয়া হয়নি সারাদিন ঘরেই কাটিয়ে দিলাম। আজকে আমার পোষ্টের মধ্যে ভালোবাসা নিয়ে কিছু কথা শেয়ার করব। ভালোবাসা এক অমর শব্দ যেটা সবাই পাওয়ার আশা করে শব্দের সাথে তার প্রিয় মানুষটাকে। আসলে যে জিনিসের যত দাম বেশি সেই জিনিসটা আবার দেখবেন খুব সহজে নষ্ট হয় ।আবার সেই জিনিসটা পাওয়াও খুব কষ্টকর। তেমনি পৃথিবীতে ভালোবাসা নামক শব্দটি সবার কপালেই সৌভাগ্য বা জোটে না।


কাউকে কষ্ট দিলে আপনাকে ও কষ্ট পেতে হবে সেটা আজ হোক বা কাল। অপেক্ষা করতে হবে খারাপ সময় চিরদিনই থাকবে না। এজন্যই তো কবি বলেছেন মেঘ দেখে কেউ করিস নিয়ে ভয় আড়ালে তার সূর্য হাসে। খারাপ সময় একদিন ঠিকই চলে যাবে কিন্তু কাছের মানুষগুলোর খারাপ কথা আর আচরণগুলো কখনোই মন থেকে যাবে না। কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না ।ঝুলে থাকে মায়ার কারণে হোক বা অভ্যাসগত কারণেই হোক না কেন।


পৃথিবীতে মানুষ হিসেবে তারাই বেশি কষ্ট পায় যারা আশে পাশে থাকা মানুষগুলোকে অল্পতেই বিশ্বাস করে ফেলে। কিছু স্মৃতি হোক সেটা ব্যথার বা সুখের শত চেষ্টা করেও কখনো মুছে ফেলা যায় না হৃদয় থেকে। কেউ কারো জন্য মরে না সবাই ঠিকই বেঁচে থাকে। সময় ও কারো জন্য অপেক্ষা করে না তার নিয়মে চলতে থাকে। জীবনের সময় গুলো পার হয়ে যায় ঠিক জীবনের নিয়মে শুধু অকাতরে অবহেলায় পড়ে থাকে ভালোবাসা গুলো, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্ন।


তবে নিঃসন্দেহে সেই প্রকৃত প্রেমিক, যে তার ভালোবাসার মানুষকে কোন মূল্যই কখনো ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করতে পারে না। যাদের রাগ বেশি তারা রেগে গিয়ে অনেক কিছু বলে দেয় কিন্তু পরক্ষণে রেখে যাওয়া মানুষটি সবথেকে বেশি কষ্ট পায়। এ কথা ঠিক যে যার মনে যত বেশি রাগ ভালোবাসাটাও ঠিক ততটাই থাকে। বদলে দেওয়া মানুষগুলোর সাথে প্রিয় মানুষের বদলে যাওয়া কেউ কখনো মেনে নিতে পারে না। সম্মান ও ভালবাসা কখনো পুড়িয়ে পাওয়া যায় না এটা সবসময়ই অর্জন করে নিতে হয়।


ভালোবাসা কখনো হেরে যায় না। ভালোবাসা হেরে যায় মানুষের নিষ্ঠুরতার কাছে। অবহেলা তাদের কাছ থেকেই আশা করা যায় বা পাওয়া যায় যাদেরকে ভালোবেসে মনের মধ্যে যতনে রেখেছিলে। স্বার্থপর মানুষ সবসময়ই নিজেকে ভালবাসতে জানে। কখনো অন্যের ভালোবাসার মূল্যায়ন দিতে জানেনা। পুরো দেখাবে তার অভিনয়। ভালোবাসাটা না পাওয়া ব্যর্থতা নয়। জীবনের চরম এবং সত্য ব্যর্থতা হচ্ছে তোমার অভিনয়টা বুঝতে না পারা।


কিছু মানুষ চেহারার দিক দিয়ে যতটা সুন্দর মনের দিক থেকে ঠিক ততটাই অসুন্দর। স্বার্থ হাসিলের পরে একজন মানুষকে বদলে যেতে দেখতে এতটাই কষ্ট হয় যে জীবনের কোন অর্জন মুছে গেলেও এতটা কষ্ট হবে না। ভালোবাসার টিকিয়ে রাখতে অভিনয় করে মানুষ জীবন দিয়ে দিতে পারে। কিন্তু স্বার্থ হাসিল হয়ে গেলে সময়টুকুনি ও দিতে পারে না ভালোবাসার মানুষটির জন্য। ভালোবাসা এক অমর শব্দ। যা সবাই শুতে চাইবা নিজের করে নিতে চায়। কেউ পায় কেউবা স্বপ্ন। আবার কেউবা ভালোবাসার জন্য অভিনয় করে যায় চিরদিন। আবার কেউ জীবনের গুরুত্বপূর্ণ সময় টা পার করে দেয় ভালবাসার মানুষের কাছ থেকে অভিনয়টা দেখে। আসলে স্বার্থপর পৃথিবীতে স্বার্থহীনভাবে কোন কিছু পাওয়া খুবই কষ্টের। যেখানে ভালোবাসা সব থেকে বেশি মূল্যবান জিনিস। আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে ভালো থাকবেন সুস্থ থাকবেন।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

কথাগুলো সত্যিই তিক্ত হলেও বাস্তব।কেউ কাউকে ছোট করে কখনও বড় হতে পারে না।কোন না কোন সময় এটা ফিরত আছে।আর দুঃখ কোন সময় চিরস্থায়ী নয়,দুঃখের পর সুখ আসবেই এটাই বাস্তব।আসলে দুঃখ আছে বলেই সুখকে অনুভব করতে পারি।ভালো ছিলো সবগুলো কথা।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ব্লকটি পড়ে সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহ করার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন।

 2 years ago 

আসলে ঠিক বলেছেন যে জিনিসের দাম বেশি সেটা সহজে নষ্ট হয়ে যায়, আবার সেটা পাওয়া খুবই কঠিন। তবে ভালোবাসার সাথে কয়েকটা কথা তুলনা করেছেন এটা কিন্তু সত্যি। আসলে মানুষের সাথে ভেতরের মানুষটা চেনা খুবই কঠিন। এটা কিন্তু বোঝা যায় না কে কি রকম। আর মুখ সুন্দর হলে কিন্তু ভেতরটা সুন্দর হবে এটা কিন্তু নয়। তবে আপনার কথাগুলো বাস্তবিক ছিল।

 2 years ago 

মানুষের বাহিরের আবরণ খুব সহজেই বুঝতে পারা যায় বা অনুধাবন করা যায় কিন্তু মানুষের ভিতরের অবস্থাটা আসলে শত কষ্টেও কখনো বুঝতে পারা যায় না যত সময় না আপনার উপরে আঘাত করবে।

 2 years ago 

আপনি খুব সুন্দর কিছু কথা তুলে ধরেছেন বেশ ভালো লেগেছে।কবির উক্তিটি আমার বেশ ভালো লাগে “মেঘ দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে”।আপনি ঠিক বলছেন মানুষের জীবনে ভালো সময় এবং খারাপ সময় সবই থাকে।তবেই আমি বিশ্বাসী যে কাউকে কষ্ট দিলে সেই কষ্টের প্রতিদান অবশ্যই নিজেকে ও পেতে হয়।কিছু কিছু মানুষ আছে কোন অপরাধ না করেও তার ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়ে চলে যায়।কিন্তু প্রতিদান স্বরূপ তাকে সেই অপরাধের প্রতিদান ভোগ করতে হয় এটাই হচ্ছে নিয়তির খেলা।

 2 years ago 

আসলে জীবনটা একটি সংগ্রাম আর এই সংগ্রামে যারা জয়ী হতে পারবে তারাই জীবনের আসল সাদটা পাবে। অনেক ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে ধন্যবাদ

 2 years ago 

খারাপ সময় জীবনে আসবে যাবে, ভালো সময় জীবনে আসবে যাবে এটাই স্বাভাবিক। তবে খারাপ সময়ে যারা পাশে থাকে তারাই প্রকৃত আপনজন। আপনার আজকের পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনি বাস্তব কথাগুলো তুলে ধরেছেন।

 2 years ago 

সময় দুইটা একটা ভালো একটা খারাপ একটা আসবে একটা যাবে এটাই পৃথিবীর নিয়ম তবে এই ভালো খারাপ সময়ের মধ্যে প্রতিনিয়ত কাছের মানুষগুলোকে খুব ভালো করে চেনা যায়।।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62622.35
ETH 2442.15
USDT 1.00
SBD 2.64