RE: ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমার তরফ থেকে স্পেশ্যাল গিফট প্রদান
ইংরেজদের কবল থেকে মুক্ত হয়ে আমরা এখন স্বদেশী লুঠেরাদের হাতে বন্দি । আমরা জিম্মি অত্যাচারী শাসকের হাতে, আমরা জিম্মি রক্তশোষা ব্যবসায়ীদের হাতে, আমরা জিম্মি রক্তলোলুপ চিকিৎসকের হাতে, আমরা জিম্মি কদর্য লোভী শিক্ষকের হাতে, আমরা জিম্মি অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে ।
সত্যি আপনার কথাগুলো অন্তরে এসে আঘাত হানল।
আমাদের দেশের এক নেতা বলেছিল দেশ শুধু স্বাধীন করলেই স্বাধীন হয় না।। স্বাধীনতা অর্জনের পরে শুরু হয় আমাদের দেশ রক্ষা করার সংগ্রাম।। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশি কষ্টসাধ্য।।।
পৃথিবীর প্রায় প্রত্যেকটা রাষ্ট্রেই একই অবস্থা দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশের মানুষ এখনো পরাধীন কিছু মুখোশধারী মানুষের মুখোশের আড়ালে।।
যাদের হৃদয়ের তাজা রক্ত এবং জীবনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা তাদের জন্য রইল আবারো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।।