জেনারেল রাইটিং 🥰ভালোবাসা 😍

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

০৭ আশ্বিন , ১৪৩০ বঙ্গাব্দ

২২সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
০৬রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী
শুক্রবার।
শরৎকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


siblings-817369_1280.jpg

Source


ভালোবাসা একটি মানসিক অনুভূতি এবং আবেগ যুক্ত একটি অভিজ্ঞতা।আমাদের ভিতর থেকে উল্লেখ্য কোন মানুষের জন্য বা প্রানীর জন্য স্নেহের বহিঃপ্রকাশ করা হচ্ছে ভালোবাসা। ভালোবাসাকে আমরা বিভিন্ন ভাবে ভাগ করতে পারি। যেমন মায়ের ভালবাসা, একজন জীবন সঙ্গীর ভালবাসা থেকে কিন্তু আলাদা। আমাদের আবার কিন্তু খাবারের প্রতি ভালবাসা থাকে ভিন্ন। কবিদের মতে ভালোবাসা সাধারণত, একটি তীব্র আকর্ষণ এবং মানসিক প্রশান্তি ও অনুভূতিকে বোঝায়।


ভালোবাসার আবার ইতিবাচক, নেতিবাচক উভয় দিকই আছে।ভালোবাসার গুণগুলো মানুষের উদারতা, সহানুভূতি এবং স্নেহশীল করে। যেমন অন্যেকে ভালোবাসার জন্য নিঃস্বার্থ থাকা। এবং ভালো উদ্বেগ প্রকাশ করা। আবার ভালোবাসার বিপরীতে থাকে আমাদের নৈতিক ক্রুটি, আত্ন অহংকার, নিজ স্বার্থপরতা,আত্ম-প্রেম এবং অহংকার মানুষের এক ধরনের উন্মাদনা।


ভালোবাসা এমন একটি অনুভূতি যা আসলে আমরা বিভিন্নভাবে প্রকাশ করে থাকি। যেমন একজন মানুষের প্রতি উন্নয়ন জন মানুষের ভালবাসা। কোন প্রাণী বস্তু বা খাবারের প্রতি ভালোবাসা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন কিছু। গত সপ্তাহে আমার কোম্পানি ট্যুর ছিল কুষ্টিয়া দৌলতপুর। কোম্পানির কাজে এক সপ্তাহ সেখানে অবস্থান করেছিলাম। তরিকুল নামে আমার এক কলিকের সাথে সেখানে পরিচিত হয় প্রথমবার। তিনি খুবই আন্তরিক এবং ভালো মনের একজন মানুষ। আসলে কুষ্টিয়ার মানুষ সবসময়ই আন্তরিক এবং ভজন রসিক হয়ে থাকে। এবং মানুষকে আপ্যায়ন করতে খুব ভালোবাসে।


যেখানে এই এক সপ্তাহ আমাকে থাকার কথা ছিল হোটেলে। এবং খাবারও হোটেলে করার কথা ছিল। সমস্ত খরচ কোম্পানি থেকে দেবে। এজন্য সাধারণত আমরা যখন ট্যুর করে থাকি তখন হোটেলে থেকে হোটেলেই খাবারদাবার চলে।কিন্তু আমি সেখানে যাওয়ার পরে প্রথমবার যখন তার সাথে কথা বললাম এবং পরিচিত হলাম তখনই আমার অনেক ভালো লেগে যায়। তিনি ওখানকার স্থানীয় এবং ওখানেই তার পোস্টিং ছিল। এজন্য এক সপ্তাহ তার বাসায় ছিলাম এবং সেখানেই খাবারদাবার খেয়েছি।
আসলে তিনি এবং আন্টি আমার প্রতি যে পরিমাণ বাসা দেখিয়েছেন এতে সত্যি আমি মুগ্ধ।আসলে মানুষ মানুষকে মনে রাখে শুধু ভালোবাসা এবং আন্তরিকতার খাতিরে। এই ভালোবাসা এবং আন্তরিকতা আমি পেয়েছি ভাই এবং উনার মার কাছ থেকে ভুলতে পারবো না। তবে বলেছি আমি যদি কখনো সুযোগ পায় তাহলে এর থেকে বেশি ভালোবাসা আন্তরিকতা আপনাদের প্রতি দেখাবো।


মানুষ পৃথিবী থেকে চলে যায় কিন্তু তার কর্ম কিন্তু তাকে বাঁচিয়ে রাখে। হতে পারে সেটি ভাল কাজ অথবা মন্দ কাজ। আমাদের বেঁচে থাকা উচিত পৃথিবীতে মরণের পরেও আমাদের কাজের সেটি ভালো কাজ হতে হবে। মানুষকে ভালবাসতে হবে প্রকাশ করতে হবে। প্রয়োজনে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে ঠিক এবং যেকোনোভাবে। যেমন ভালোবাসা পাওয়া যাবে। তেমন মানুষের কাছ থেকে সম্মান পাওয়া যাবে। এবং আজীবন মানুষের অন্তরে বেঁচে থাকা যাবে। যাহোক আজ এই ছিল ভালোবাসা নিয়ে ছোট্ট একটি পোস্ট। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 11 months ago 

সত্যিই মানুষকে ভালোবাসতে হবে এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। একমাত্র ভালোবাসাই আমাদের সুন্দরভাবে বাঁচতে শেখায়। এমন অনেক সময় আসে যখন আমরা একমাত্র ভালোবাসার জোরে এগিয়ে যাই।
সুন্দর লিখনী ছিল।

Posted using SteemPro Mobile

 11 months ago 

একদম ঠিক কথা বলেছেন ভাইয়া ভালোবাসা মানুষকে সুন্দরভাবে বেঁচে থাকতে শেখায়।
ধন্যবাদ আপনাকে পোস্টটি পরে মন্তব্য করার জন্য।

 11 months ago 

ঠিকই বলেছেন ভাই মানুষ পৃথিবী থেকে চলে যায় আর তার কর্মফল পৃথিবীতেই রয়ে যায়। ভালো কাজ করলে মানুষের কাছে সম্মান পাবে আর মন্দ কাজ করলে মানুষের কাছে নিন্দা পাবে বেশ ভালো লিখেছেন।

Posted using SteemPro Mobile

 11 months ago 

পৃথিবীতে বেঁচে থাকে যেহেতু আমাদের কর্মফল এজন্য আমাদেরকে ভালো কর্মগুলো করে যেতে হবে স্মরণীয় হয়ে থাকার জন্য।

 11 months ago 

আপনি আজকে ভালবাসা নিয়ে বেশ দারুন একটি লেখা আমাদের মাঝে শেয়ার করেছেন। লেখাগুলো পড়ে সত্যি বেশ ভালো লাগলো। আসলে মন থেকে যদি সত্যিকারের ভালোবাসার বহিঃপ্রকাশ হয় তাহলে সেটার কোন নেতিবাচক দিক থাকে না বললেই চলে। হয়তোবা ওনাদের ভালোবাসা আপনাকে বেশি মুগ্ধ করেছে তাই হয়তো অটোমেটিক এত সুন্দর বহিঃপ্রকাশ চলে আসলো। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে পোষ্টটি পড়ে সুন্দর একটি গোছালো মন্তব্য করার জন্য।

 11 months ago 

প্রত্যেকটা মানুষের জীবনে আবেগ অনুভুতের একটা জায়গা থাকে। আরে আবেগ অনুভূতি ভালোবাসা এমনি এমনি আসে না। কারো প্রতি সহানুভূতি ভালোবাসা না দেখালে এগুলো হয় না। আপনি যে আঙ্কেল এবং আন্টির বাসায় ছিলেন উনারা ভালো মানুষ ছিল এবং আপনাকে যথেষ্ট আদর আপ্যায়ন করেছিল। পৃথিবীতে বেঁচে থাকাকালীন এমন কিছু কাজ করতে হবে যেন আপনাকে মনে করে রাখে সবাই। মরেও যেন বেঁচে থাকতে পারি মানুষের ভালোবাসার মধ্য দিয়ে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলে কিছু সময় কিছু প্রত্যাশিত ঘটনা আমাদের সাথে ঘটে যায় যা আসলে আমরা চাইলেও কখনো ভুলতে পারিনা।

 11 months ago 

ঠিক বলেছেন ভাই মানুষের কর্ম তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখে। আর মানুষের এই কর্ম ভালোবাসা আচার ব‍্যবহার কথাবার্তা এসবের উপর নির্ভর করে। ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না। ভালোবাসা তার মতো রুপ পরিবর্তন করে। আর মানুষ সাধারণত সবসময়ই ভালোবাসাই খুঁজে বেড়ায়। বেশ ভালো লিখেছেন ভাই।।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ঠিকই বলেছেন আপনি ভালোবাসার কোন সঙ্গা হয় না ভালোবাসা আসলে তার নিজের গতি এবং রূপ নিয়েই থাকে।

 11 months ago 

আসলে প্রত্যেকটা মানুষ ভালোবাসা পেতে চায়। আপনার ভালোবাসা নিয়ে লেখা পোস্টটা আমার অনেক ভালো লেগেছে। আপনি যে আঙ্কেল-আন্টির বাসায় থেকে ছিলেন ওনাদের মন অনেক কারণ ভালো এবং আপনাকে ভালোবাসা দিয়েছিল যা বুঝতে পারছি। আসলে এরকম ভালোবাসা একটা মানুষকে তো অবশ্যই মুগ্ধ করবে। আসলে মানুষ মারা গেলেও তার কর্মটা তাকে বাঁচিয়ে রাখে। আপনার সম্পূর্ণ পোস্টটা সত্যি অনেক বেশি সুন্দর ছিল।

 11 months ago 

আসলে আমরা প্রত্যেকেই ভালোবাসার পূজারী সেটা যে কারোর কাছ থেকে পেতে পারি।
ধন্যবাদ আপনাকে পুরো পোষ্টটি পড়ে একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59871.00
ETH 2671.84
USDT 1.00
SBD 2.47