আবেগের কবিতা ""সন্ধ্যা তারা""
০২কার্তিক , ১৪২৮ বঙ্গাব্দ
১৮অক্টোবর , ২০২১ খ্রিস্টাব্দ
২১রবিউল আওয়াল , ১৪৪৩ হিজরী
মঙ্গলবার।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
ও রাতের তারারে বলনা তুই আমারে, এত কষ্ট বুকের মাঝে কিভাবে সই ভালোবাসি আমি যারে, সে কেন বুঝলো না ।ভালোবাসার মূল্য দিয়ে পেয়েছি যন্ত্রনা। ভালোবাসার জগৎটা সম্পূর্ণটাই অন্ধ ।অন্ধ বিশ্বাসের উপর ভালোবাসা কেউ বা পেয়েছে তার পূর্ণতা ।আবার কেউ বা ভেসে গেছে বিরহের জোয়ারে। তবে পূর্ণতার চেয়ে অপূর্ণতাই বেশি লক্ষ্য করা যায়। বর্তমান সমাজের সব কিছুরই যেমন ডুবলিকেট প্রস্তুত হয়েছে। তেমনি ভালোবাসার হয়েছে ডুবলিকেট। আসল ভালোবাসা আসল ভালবাসার মানুষকে খুঁজে পাওয়া খুবই দুষ্কর।। বাস্তব চিত্র তুলে ধরে আমার আজকের এই কবিতা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
সন্ধ্যাতারা
এক মুঠো সন্ধার গোধুলির।
এক বসন্ত রাতের নিভু নিভু তারা,
এক ফালি জোসনার আলো
সাথে দিলাম হৃদয়ে বয়ে যাওয়া ঝরো হাওয়া !!!!
সন্ধা ছেড়ে রাত হলো
চাঁদের আলো ছড়িয়ে গেল,,
ঝিঝি পোকাও সুর তুললো,
জোনাক পোকা আলো দিলো,
স্বপ্ন গুলো হাত বাড়োলো,
কষ্ট নিয় ফিরে এলো।
সকাল শেষ হলো দুপুর
শেষ হলো ক্লান্তিতে ঝড়ে গেল স্বপ্ন গুলো,
বিকেল শেষে নিরবতা,
সন্ধা তারা বড়া একা,
চারিপাশ ঘিরে,
নিকোটিন আর ব্যাথার ধেয়া!!!!*
ভালোবাসা বোধহয় এমনি হয়,
কেউ হারে কেউ জিতে।
আমি না হয় সুখে হারলাম,
তোমার ভালোবেসে।
হয়তো তোমায় ছেড়ে ,
কষ্ট হবে আর নিকোটিন হবে আপন।
তবুও যদি ভালো থাকো,হাসিটা হবে আপন।
সন্ধ্যা ঘনিয়ে রাত আসে,
স্মৃতি গুলো চোখে ভাসে,
ঝিঁঝি পোকা আর গান শোনায় না!
জোনাক পোকা এড়িয়ে চলে..
নিশি রাতের চাঁদের আলো,
লাগে যেন ভিষণ কালো,
রাতের ওই আকাশ দেখে নিরবতায় কাটে,
মাঝে মাঝে স্বপ্নে দেখি তুমি আমি পাশাপাশি।
স্বপ্ন গুলো কবর দিয়ে,
ভালো আছি নিকোটিনে।
ডিভাইসঃ Redmi Note 5
>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
এক বসন্ত রাতের নিভু নিভু তারা,
এক ফালি জোসনার আলো
সাথে দিলাম হৃদয়ে বয়ে যাওয়া ঝরো হাওয়া !!!!
সন্ধা ছেড়ে রাত হলো
চাঁদের আলো ছড়িয়ে গেল,,
ঝিঝি পোকাও সুর তুললো,
জোনাক পোকা আলো দিলো,
স্বপ্ন গুলো হাত বাড়োলো,
কষ্ট নিয় ফিরে এলো।
সকাল শেষ হলো দুপুর
শেষ হলো ক্লান্তিতে ঝড়ে গেল স্বপ্ন গুলো,
বিকেল শেষে নিরবতা,
সন্ধা তারা বড়া একা,
চারিপাশ ঘিরে,
নিকোটিন আর ব্যাথার ধেয়া!!!!*
ভালোবাসা বোধহয় এমনি হয়,
কেউ হারে কেউ জিতে।
আমি না হয় সুখে হারলাম,
তোমার ভালোবেসে।
হয়তো তোমায় ছেড়ে ,
কষ্ট হবে আর নিকোটিন হবে আপন।
তবুও যদি ভালো থাকো,হাসিটা হবে আপন।
সন্ধ্যা ঘনিয়ে রাত আসে,
স্মৃতি গুলো চোখে ভাসে,
ঝিঁঝি পোকা আর গান শোনায় না!
জোনাক পোকা এড়িয়ে চলে..
নিশি রাতের চাঁদের আলো,
লাগে যেন ভিষণ কালো,
রাতের ওই আকাশ দেখে নিরবতায় কাটে,
মাঝে মাঝে স্বপ্নে দেখি তুমি আমি পাশাপাশি।
স্বপ্ন গুলো কবর দিয়ে,
ভালো আছি নিকোটিনে।
ডিভাইসঃ Redmi Note 5
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
আপনি মাঝে মাঝে খুব সুন্দর কিছু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেন। কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার কবিতার উপরে উল্লেখিত লাইনগুলো আমার বেশি পছন্দ হয়েছে। আরো সুন্দর সুন্দর কবিতা চাই আপনার কাছ থেকে।
আপনি প্রতিনিয়ত আমার কবিতা পড়েন জানতে পেরে খুবই ভালো লাগলো। আপনার মত আমিও কবিতা লিখতে পড়তে আবৃত্তি করতে শুনতে সবই অনেক পছন্দ করি তাই তো মাঝে মাঝে নিজের মনের ছন্দ গুলো মিলিয়ে কবিতা রচনা করি।।
আসলে ভাইয়া ভালোবাসা এমনই হয়। তবে আপনার কথা গুলো একদম সত্যি। রিয়েল লাভ গুলো বেশিরভাগ সময় ব্যর্থ হয়। সুন্দর কবিতা লেখার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
বর্তমান পরিস্থিতিতে সত্য-মিথ্যার পার্থক্য করা খুবই কঠিন কারণ বর্তমান বিশ্বটা একটি নাট্যমঞ্চের রূপান্তরিত হয়েছে আর এখানে আমরা সবাই অভিনেতা যার যার মত সবাই সবার অভিনয় দেখিয়ে চলছে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে সাথে থাকার জন্য
আপনি তো একদম কঠোর বাস্তবাদী লোক
কবিতা তো নয় যেনো হৃদয়ের লুকানো কিছু কথা প্রকাশ করেছেন। আমাদেরকে এত সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা রইল।
একদম ঠিক কথা বলেছেন ভাইয়া আসলে হৃদয়ের গহীন থেকে কথা না আসলে কখনো কবিতা লেখা সম্ভব না আমি সবসময় চেষ্টা করি আবেগ অনুভূতি এবং নিজের জীবন থেকে নিয়ে কবিতা বলার রচনা করার ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে সাথে থাকার জন্য
পৃথিবীর সবকিছুরই দুইটা পক্ষ থাকে। একপক্ষ যখন জিতে অন্য পক্ষ হারে ভালোবাসার ক্ষেএেও কিন্তু ঠিক সেটাই ভাই। তবে ভালোবেসে কষ্ট পাওয়া মানুষের সংখ্যায় বেশি। কবিতা টা ভালো লিখেছেন।
এটি একদম ঠিক যে ভালবাসায় ব্যর্থ হয়ে কষ্ট পাওয়া মানুষের সংখ্যায় বেশি কারণ বর্তমান সমাজের সত্য মিথ্যার পার্থক্য করা খুবই কঠিন কে যে অভিনয় করছে আর কে যে ভালোবাসা দিচ্ছে সেটা আসলে বোঝাই মুশকিল
আপনি বেশ চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ভালোবাসার নিজস্ব কোন রং নেই মনের অনুভূতি বা রং থেকে ভালবাসা রঙের সৃষ্টি হয়। আসলে ভালোবাসার এত চমৎকার অনুভূতি পড়ে খুবই ভালো লাগলো আমার কাছে। আপনাকে সুন্দর কবিতা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।
ভালোবাসা নিজস্ব কোন রং নেই মনের অনুভূতি মনের রং এবং মনের আবেগ দিয়ে সৃষ্টি হওয়া ভালোবাসা মনের কথা মতোই সবসময় চলন্ত যাহোক কবিতাটি পড়ে আপনি সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহ দিয়েছেন আমাকে এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
ওয়াও আপনি দারুন কবিতা লিখেছেন আপনার কবিতা পড়ে তো চোখে জল চলে আসলো। আপনি অনেক আবেগ নিয়ে কবিতাটি লিখেছেন পড়ে বুঝা গেল।
ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহ প্রদানের জন্য চেষ্টা করি সব সময় মনের আবেগ অনুভূতি এবং ভালোবাসা মিশিয়ে ছন্দে মিলিয়ে কবিতা লিখি আপনাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে
বাহ অসাধারণ একটি কবিতা লিখেছেন আপনি। কিন্তু কবিতাটির মধ্যে আপনার মনের ভিতরে লুকিয়ে থাকা কষ্টগুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে। আসলে রিয়েল লাভগুলো বেশিরভাগ সময় বেদনার ই হয়ে থাকে।কবিতাটির প্রতিটি লাইন খুব সুন্দর হয়েছে। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
মনের কষ্টগুলোকেই কবিতার মাধ্যমে ছন্দে মিলিয়ে তুলে ধরেছি আপনাদের মাঝে আসলে বর্তমান সমাজে সত্য মিথ্যার পার্থক্য যেন আগুনের উপর হাত রাখার মত বুঝতেই পারা যাচ্ছে না কে অভিনয় করছে আর কে অভিনয় দেখছে
ঠিকই বলেছেন ভাই অনেক সাধারণ মানুষজনও এখন বাস্তব জীবনে প্রতিনিয়ত মিডিয়া জগতের মানুষদের চেয়েও ভাল অভিনয় করে যাচ্ছে। কিন্তু সেটা বুঝা বড় দায়, তাইতো প্রতিনিয়ত ঠকতে হচ্ছে তাদের কাছে।
আপনি বেশ দারুণভাবে কবিতাটি সাজিয়েছেন। নিশি রাতে চান্দের আলো আমারও খুব বেশি ভালো লাগে। তাইতো এসএসসি পাস করার পর থেকে আজ পর্যন্ত আমার চাচাতো ভাই বাংলা ব্লগ ইউজার মারুফ আর আমি প্রায় পুকুর পাড়ে বসে থাকি। জীবনে আর বিভিন্ন বিষয় নিয়ে গল্প করে থাকি চাঁদের আলোয় রাতে বসে । আপনার কবিতার চরণগুলো বেশ অসাধারণ ছিল। সব মিলিয়ে বলব দারুন একটা কবিতা লিখেছেন
ধন্যবাদ ভাইয়া আপনাকে কবিতাটি পর্যবেক্ষণের মাধ্যমে সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোন পোস্টে।।