বাংলা কবিতা : মৃত্যু

in আমার বাংলা ব্লগlast year

১১ভাদ্র , ১৪৩০ বঙ্গাব্দ

২৮আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ
১১সফর ১৪৪৫ হিজরী
সোমবার।
শরৎকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


মৃত্যু এমন এক ব্যস্তবতা যা সকল প্রাণীর জন্য অপেক্ষা মান।প্রতিটা সেকেন্ড, প্রতিটা নিশ্বাস আমাদেরকে মৃত্যুর কাছাকাছি এনে দিচ্ছে। সবার জন্য একটা নিদিষ্ট সময় আছে কিন্তু আমরা কেউ তা জানি না। তবুও রং এর এই দুনিয়ায় রং তামাশা নিয়ে আমরা ব্যস্ত।আসুন মৃত্যুকে সরন করি। ভালো কাজ করে পাথয় যোগার করে মৃত্যুর জন্য প্রস্তুতি নেই।


toe-tag-42544_1280.png

Source


মৃত্যু

কেন মানুষ ক্ষণিকের তরে

নতুন স্বপ্নের মায়া জাল বনে ,
পরাজিত হতে হবে জীবন যুদ্ধে
থাকতে হবে আপন ভুবনে।
ফিরে ফিরে আসে নতুন বছর ,
চলেও যায় আবার ,
সময়ের কাছে আমরা মানুষ
হয়ে পড়ি কত অসহায় ?
জীবন এতো ক্ষণিকের কেনো
জানি বলতে পারবে না কেউ?
পৃথিবীর এই ক্ষণিকের মায়াডোরে ,
রঙিন ফানুশের ভিরে,
কেউ গুচাচ্ছে আখের,
কেউ বা গড়ছে কালো টাকার পাহাড়।
নীল আকাশ দিয়ে পাড়ি কতো বিজ্ঞানী
চাঁদ , গ্রহ , নক্ষত্র দিয়েছে পাড়ি,
তবুও মানুষ মৃত্যুর কাছে অসহায় ।
মৃত্যু যখন কাছে আসবে,
সব মায়ার বাঁধন ছিন্ন করে
দিতে হবে পাড়ি ও পারের তরীত,
কতো রঙ্গিন স্বপ্ন বুনে মানুষ জীবনের তরে ...
সেই স্বপ্নগুলো কালের ব্যবধানে
মৃত্যুর আগমনে ,
কোথায় যে হারালো ?



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 last year 

আসলে ভাই আপনার কবিতাটি পড়ে আবেগ আপ্লুত হয়ে গেলাম। মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণী গ্রহণ করতে হবে এটাই প্রকৃত সত্য। আমরা যেখানে থাকি না কেন মৃত্যু আমাদের অবধারিত। যে কোন সময় মৃত্যু হতে পারে আমাদের। পৃথিবীর এই হৃদয়ের আবেগ অনুভূতি ভালোবাসা একটি নিমিষে মিশে যাবে মৃত্যুর যখন দরজায় এসে দাঁড়াবে। এত দুর্দান্ত কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

যেখানেই থাকি না কেন একটি নির্দিষ্ট সময় পরে মৃত্যু আমাদেরকে ধরবেই।
এজন্য ভয় আসল ভালো কাজ করি ভাল পথে চলি।

 last year 

পৃথিবীতে কোন মানুষই বেঁচে থাকবে না। সবাইকে একদিন পর করে চলে যেতে হবে। তারপরও মানুষ পৃথিবীর বুকে স্বপ্ন দেখে বাঁচার জন্য। আর স্বপ্ন আছে বলে মানুষ বেঁচে থাকে। যাহোক আপনি আজকে মৃত্যু নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো। মৃত্যুর কথাগুলো কবিতার মধ্যে খুব চমৎকার ভাবে আপনি তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ঠিকই বলেছেন সবাইকে একদিন পরও পরে পারি জমাতে হবে।
ক্ষণিকের এই দুনিয়াতে আমরা কেউই চিরস্থায়ীভাবে থাকতে পারবো না।
এজন্য এমনভাবে পৃথিবীতে চলতে হবে যেন আমরা মুসাফির।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে মৃত্যুকে কেন্দ্র করে বেশ দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়তে আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভাই। আসলে আমি আপনার কথা একদম একমত সময়ের কাছে প্রতিটা মানুষ অসহায় হয়ে পড়ে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 11 months ago 

একদম ঠিক বলেছেন মৃত্যুর কথা আমরা কখনোই চিন্তা করিনা।
অথচ এটা যে চিরন্তন সত্য।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last year 

আসলে আমরা যেমন জন্মগ্রহণ করেছি, তেমনি আমাদেরকে মৃত্যুবরণও করতে হবে। হয়তো এই পৃথিবীতে সবাই রংতামাশা এসব কিছু নিয়ে ব্যস্ত। কিন্তু সবাই মৃত্যুকে স্মরণ করে না। আপনি আজকে এই মৃত্যু নিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটা পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে এমনিতে। আপনি অনেক সুন্দর কবিতা লেখেন যা আজকে নতুন করে বলার মত কিছু নেই।

 11 months ago 

মৃত্যুবরণ যেহেতু করতেই হবে এজন্য ভাবতে হবে আসলে আমাদেরকে কেন পৃথিবীতে পাঠানো হয়েছে।
কাজ করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে।

 last year 

জীবনের সবথেকে বড় সত্যি হল এই মৃত্যু। জীবনের সবথেকে বড় এই সত্যি কে আমরা না দেখে জীবনের রং তামাশা মেতে উঠি। আমাদের যেকোনো সময়ই মৃত্যু আসতে পারে সেই ব্যাপারে আমরা সচেতন নই। মৃত্যু নিয়ে লেখা আপনার আজকের এই কবিতাটি অনেক সুন্দর হয়েছে । ভাই আপনি মৃত্যুর মতো এত বড় বিষয় কে অল্প কথায় এই কবিতার মাধ্যমে স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের।

 11 months ago 

ঠিকই বলেছেন আসলে মৃত্যু নিয়ে আমরা কেউ সচেতন নই। অথচ যে কোন সময়ই তার সাথে আমাদের দেখা হয়ে যেতে পারে।
এজন্য ভালো কাজগুলো বেশি বেশি করতে হবে মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে।

 last year 

আপনার সচেতন চিন্তা ধারার মূলক এই কবিতাটি আমাকে প্রভাবিত করেছে। বেশ ভালো লেগেছে আপনার কবিতা আবৃত্তি করতে গিয়ে। আসলে ছোট্ট এই জীবনে আমরা অনেক কিছুই আশা করি কিন্তু জীবনটা যে ছোট সেই দিকে নজর খুবই কম থাকে আমাদের। আর এই অসচেতনতার জন্যই আমরা ভুল পথে বেশি পা বাড়িয়ে ফেলি।

 11 months ago 

ছোট্ট এই জীবন এমন ভাবে গড়তে হবে যেন পরকালে গিয়ে ভালো থাকা যায়।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59377.35
ETH 2639.75
USDT 1.00
SBD 2.45