ফটোগ্রাফি 📸📸 খুব সকালে পদ্মা নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ।।

in আমার বাংলা ব্লগlast year

০৩আষাঢ় , ১৪৩০ বঙ্গাব্দ

১৭জুন , ২০২৩ খ্রিস্টাব্দ
০১জিলহজ ১৪৪৪ হিজরী
শনিবার ‌।
গ্রীষ্মকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


📸

1686980413566.jpg

সময় যেরকমই যাক চেষ্টা করি সব সময়ই ভালো থাকার। ভালো না থাকলেও অভিনয়টা বেশ জমাতে পারি। ভালো থাকি বা খারাপ থাকি ফ্রি সময় পেলেই পদ্মা নদীর পাড়ে গিয়ে একা কাউকে সাথে নিয়ে হোক সময়টা পার করি। তবে বেশিরভাগ দিন বিকেলের সময়টাতেই বেশি থাকা হয়। হুট করে গতকাল মনে হলো সকালের সময়টা পদ্মার পরে একটু উপভোগ করে আসি কেমন হয়। তো যেই কথা সেই কাজ। খুব ভোরে ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে ক্যামেরাটা হাতে নিয়ে চলে গেলাম পদ্মার পাড়ে। নিঝুম পরিবেশ দখিনা হাওয়া ঘাসের উপর হালকা শিশির পথ চলতে খুব ভালো লাগছিলো। সকালবেলায় পদ্মার পাড়ে সুন্দর সময় অতিবাহিত করেছিলাম সেই গল্প এবং তখনকার ফ্রেমবন্দী করা কিছু ফটোগ্রাফি আজ আপনাদের মাঝে তুলে ধরবো আশা করছি ভালো লাগবে।।


📸📸

IMG_20230617_103400.jpg

পদ্মা নদীর পাড়ে সকাল হোক বা বিকেল হোক যখনই যায় না কেন খুব ভালো সময় অতিবাহিত করে থাকি। কোলাহল মুক্ত পরিবেশ দখিনা বাতাস আর পাখিদের কলো কাকলিতে ভরে থাকে সারাটা সময়। বিশেষ করে আপনি যদি খুব ভরে যান তাহলে এই গরমের মাঝে খুব ভালো সময় পার হবে। বিশেষ করে নদী কেন্দ্রিক জায়গায় জেলেদের বসতি গড়ে ওঠে আমাদের অঞ্চলেও তার ব্যতিক্রম নয়।। গতকাল হালকা কুয়াশা ছিলো এবং খুব সকালে ফুটফুটে রোধ বের হয়। কুয়াশার মাঝে রোদ যেন চটক মেরে উঠেছিলো। উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন নদীর মধ্যে একজন জেলের মাছ শিকার করার দৃশ্য।


📸

IMG_20230617_103505.jpg

আমি যতক্ষণে পদ্মা নদীর পাড়ে গিয়ে পৌঁছেছি ততক্ষণে ও ভোরের আলো পুরোপুরিভাবে ফুটে ওঠেনি। মাত্র সূর্যটা ডিমের কুসুমের মতো আকাশ ফুটে বের হচ্ছে । এইমাত্র পাখিদের ঘুম ভাঙলো। ঝাঁক ধরে ওঠে নদীর কূলে বসতে আর কিচিরমিচির শব্দ করছে। পাখির বাসা গুলো নদীর পাড়ে মাটিতে গর্ত পুড়ে তৈরি করা। পাখিদের সুন্দর এই মুহূর্তটি দেখে খুব ভালো লাগলো। এজন্য ফ্রেম বন্দি করে আপনাদের মাঝে তুলে ধরলাম।


📸📸

IMG_20230617_110327.jpg

আষাঢ় মাস চলছে আর কিছুদিনের মধ্যেই নদীতে পানি টই টুম্ব হয়ে যাবে। এখন পদ্মার চড়ে প্রচুর পরিমাণে ফসল ফলেছে। এই ফসল ঘরে তোলার একমাত্র বাহন হচ্ছে গরু মহিষ এবং ঘোড়ার গাড়ি। খুব সকালে কৃষক মাঠে চলছে ঘোড়ার গাড়ি নিয়ে।।


📸📸

IMG_20230617_110126.jpg

বাড়ি থেকে বেরোনোর আগে খুব সকালে একবার ছাদে গিয়েছিলাম। দেখি অনেক ফড়িং উরাউরি করছে। ভাবলাম এবং সুন্দর দৃশ্য ফ্রেমবন্দি করাই যায়।। তাইতো ঝটপট ক্যামেরাটা নিয়ে ছাদে গিয়ে ড্রাগন ফ্লাই কে ফ্রেমবন্দি করে ফেললাম।।


📸📸

IMG_20230617_110448.jpg

চিত্রের পাখিটি দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন এটি ফিঙে পাখি। এই পাখির প্রধান খাবার কি পতঙ্গ ছোট ছোট। খুব সকালে নদীর ধারে দেখি একটি মরা ডালের উপর বসে আছে। এবং এদিক সেদিক পুরা উরি করে ছোট ছোট কীটপতঙ্গ ধরে সকালের খাবারটা সেরে নিচ্ছে।। ব্যাকগ্রাউন্ড লাল আভা রেখে ফটোগ্রাফিটি ফ্রেমবন্দি করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।*


📸📸

IMG_20230617_110511.jpg

খুব সকালে মালামাল পরিবহনের জন্য মহিষের গাড়ি এসে পদ্মা নদীর পাড়ে উপস্থিত। আর গরমটা তো বেশ ভালোই পড়ছে মহিষের তো আবার গরম একটু বেশিই লাগে। গাড়ি থেকে মানুষকে ছেড়ে দেওয়ার পর করে দেখলাম জোড়া ধরে একসাথে পানিতে নেমে পরল। গা ঠান্ডা করলো ঝাঁপিয়ে ঝুপিয়ে গোসল করছে।


📸📸

IMG_20230617_110411.jpg

এই ফটোগ্রাফি তে মাছ শিকার করার একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। নদীর মাঝে বাঁধ দিয়ে চালের মাধ্যমে দেশীয় পদ্ধতিতে মাছ শিকার করার যন্ত্র তৈরি করে স্বীকার করে। আপনি যদি খুব সকালে পদ্মার পাড়ে যান তাহলে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের দেখা মিলবে।।


📸📸

IMG_20230617_110536.jpg

IMG_20230617_110602.jpg

মাত্র সূর্য ডিমের কুসুমের মত আকাশ ফুটে বের হচ্ছে এবং নদীর পানিতে পড়ে ঢেউ এর তালে চিকচিক করছে। হালকা বাতাস ছিল হালকা ঢেউ হচ্ছিল দৃশ্যটি খুব ভালো লেগে গেলো। আরেকটি ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন আকাশের সূর্য এবং পানির মধ্যে সূর্যের একক ফটোগ্রাফি। এবং দূর থেকে উড়ে আসা পানকৌড়ির ঝাঁক। এক কথায় আপনি যদি খুব সকালে অথবা বিকেলে পদ্মা নদীর পাড় দিয়ে হেঁটে যান তাহলে বিভিন্ন ধরনের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে ফেলবে। এদিন সকালে আমি খুব ভালো সময় পার করেছিলাম সেই সাথে অনেক ফটোগ্রাফি করেছি সুন্দর সুন্দর।। পর্যায়ক্রমে ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করে নিব আজও পর্যন্তই। আশা করছি আমার ফটোগ্রাফি গুলো ভালো লাগবে আপনাদের কাছে।।




লোকেশন:


ডিভাইসঃ canon 600d



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

ওয়াও ভাই আপনি দেখছেন আমাদের মাঝে অনেক সুন্দর একটি পোস্ট উপহার দিয়েছেন সেটি হচ্ছে।পদ্মা নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ আসলে এই সময় আবহাওয়া অনেক সুন্দর থাকে। তাতে নদীর পাড়ে অনেক নিরিবিলি আবহাওয়া। ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট উপহার দেওয়ার জন্য প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল।

 last year 

জি ভাইজান নদীর পাড়ের অনেক নিরিবিলি আবহাওয়া সত্যিই মনমুগ্ধকর।।

 last year 

প্রত্যেকটা ফটোগ্রাফি দেখার মত ছিল। খুব সকালে ছোট্টবেলা এভাবে নদীর ঘাটে গিয়ে মাছ ধরার দৃশ্যগুলো উপভোগ করতে সত্যিই অনেক আনন্দের এবং মজার । সেই দিনগুলো দিনে দিনে হারিয়ে যাচ্ছে মনে হয় আবার ফিরে যায় সেই দিনগুলোতে অনেক ভালো লেগেছে।

 last year 

ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি পোস্টটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।।

 last year 

বাহ আপনার ফটোগ্রাফী গুলো দেখে আমি পুরাই মুগ্ধ। কেননা আপনার ফটোগ্রাফী গুলো অসাধারন হয়েছে। আপনি পদ্মা নদীর পাড়ের সৌন্দর্য আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখে আমার অনেক ভালো লাগলো। এতো সুন্দর ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

চেষ্টা করে যাচ্ছি ভালো ফটোগ্রাফি প্রতিনিয়তই আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 last year 

ঠিকই বলেছেন সকাল আর বিকাল পদ্মার পাড়ে এভাবে সময় কাটাতে এবং তার সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালো লাগে। পদ্মার পাড়ে বসে দেখি ভালই সময় অতিবাহিত করেছেন। এবং সাথে চমৎকার ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে পদ্মার পাড়ে সৌন্দর্য উপভোগ করার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সকাল আর বিকেলবেলা পদ্মার পরে কত যে ভালো সময় পার করেছি ছোটবেলা থেকে এখন পর্যন্ত সেটা বলে বোঝাতে পারবো না।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

অসাধারণ হয়েছে ভাইয়া আপনি বেশ সুন্দর করে সকালে পদ্মার পাড়ে ঘুরতে গিয়ে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিলেন আমাদের সাথে শেয়ার করার জন্য দেখি আমি মুগ্ধ হয়ে গেছি। পদ্মার পাড়ের সকাল বেলার এমন সুন্দর দৃশ্য অসাধারণ লেগেছে। আমার যেন মনে হয়েছে সেই আগের হারানো দিনের প্রাকৃতিক দৃশ্য আবার ফিরে পেয়েছি। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল আমার কাছে।

 last year 

সত্যি পদ্মার পরে সকালবেলা এমন সুন্দর দৃশ্য যে কাউকে মুগ্ধ করে ফেলবে।
ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 last year 

সকালবেলায় পদ্মা নদীর অসাধারণ সুন্দর দৃশ্য উপভোগ করেছেন। পদ্মা নদীর পাড় থেকে তোলা অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। পদ্মা নদী থেকে মৎস্য শিকারের ফটোগ্রাফিটি আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

পদ্মা নদীর পাড় থেকে ফটোগ্রাফি করার দৃশ্যগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62102.31
ETH 2432.92
USDT 1.00
SBD 2.67