বাংলা কবিতা ✒️ অমর মৃত্যু।
৯শ্রাবন , ১৪৩০ বঙ্গাব্দ
২৪জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ
৫মহররম, ১৪৪৪ হিজরী
সোমবার ❤️♥️
বর্ষাকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
অর্থ সম্পদ ,ক্ষমতা ,নামডাক, জশ এটা আমরা সবাই চেয়ে থাকি আমাদের ছোট্ট এই জীবনে। নাম করতে চাই মানুষের মাঝে। নিজেকে তুলে ধরতে চাই সমাজের বুকে। কিন্তু প্রকৃতপক্ষে যারা সত্যিকারের মানুষ তারা কখনোই লোকে বলবে যে তুমি ভালো এই উদ্দেশ্যে কাজ করে না। এরা সবসময়ই মানুষের এবং দেশের কল্যাণ অর্থে কাজ করে। এজন্যই তো কবি বলেছেন এমন জীবন করিও গঠন মরিলে কাঁদিবে হাসিবে ভুবন। এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে হাসিবে ভুবন। মানুষের অন্তরে বেঁচে থাকার জন্য সবসময়ই আমাদের ভালো কাজ করা উচিত। মানুষের কল্যাণ চাওয়া মানুষের ভালো চাওয়া মানুষের বিপদে এগিয়ে যাওয়া উচিত। পৃথিবীতে অনেক পন্ডিত ব্যক্তি এসেছিল আবার চলে গেছে। অথচ তাদের আবিষ্কার জ্ঞান বুদ্ধি আর কল্যাণমূলক কাজের জন্য তারা এখনো পৃথিবীর বুকে মানুষের অন্তরে জীবিত রয়েছে। এজন্য আসুন সাধ্যমত ভালো কাজ করি গরিব-দুঃখীদের পাশে দাঁড়াই। আদর্শবান মানুষ হতে হলে আমাদের কি করা উচিত?? তেমন কিছু উপমা আমার কবিতার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
অমর মৃত্যু
আসিয়াছি যেমনি ভবে,
যাইতেও তেমনি হবে।
চিরস্থির কেবা কবে,
এইনা জীবন নদে ।
আসিয়াছি ক্রমে ক্রমে,
যাইবেও কি তেমনি করে?
হয়তো বা তা নয়,
বিপরীতও হতে পারে
তাইতো ক্ষণস্থায়ী জীবনে
অমর হতে হলে ।
নিজেরে দাও ঠেলে,
গরীব দুঃখীর দোরে।
দেখিবে তুমি আছো,
মানুষের অন্তরে।
তোমায় করিছে স্মরণ,
দিবা রাত্র ধরে ।
যেদিকে যায় দৃষ্টি,
সবই আল্লাহর সৃষ্টি
সব সৃষ্টির মাঝে সেরা,
মোরা মানব গোষ্ঠী।
কি হবে হয়ে সেরা,
মানব গোষ্ঠীর।
সকল সৃষ্টির তরে যদি না করো কাজ।
আর নয় থাকা বসে,
এক্ষুনি চলো সবে ।
মৃত্যু ঘুরিতেছে তোমার পিছে পিছে।
ডিভাইসঃ Redmi Note 5
>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
VOTE @bangla.witness as witness
OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
Posted using SteemPro Mobile
যাইতেও তেমনি হবে।
চিরস্থির কেবা কবে,
এইনা জীবন নদে ।
আসিয়াছি ক্রমে ক্রমে,
যাইবেও কি তেমনি করে?
হয়তো বা তা নয়,
বিপরীতও হতে পারে
তাইতো ক্ষণস্থায়ী জীবনে
অমর হতে হলে ।
নিজেরে দাও ঠেলে,
গরীব দুঃখীর দোরে।
দেখিবে তুমি আছো,
মানুষের অন্তরে।
তোমায় করিছে স্মরণ,
দিবা রাত্র ধরে ।
যেদিকে যায় দৃষ্টি,
সবই আল্লাহর সৃষ্টি
সব সৃষ্টির মাঝে সেরা,
মোরা মানব গোষ্ঠী।
কি হবে হয়ে সেরা,
মানব গোষ্ঠীর।
সকল সৃষ্টির তরে যদি না করো কাজ।
আর নয় থাকা বসে,
এক্ষুনি চলো সবে ।
মৃত্যু ঘুরিতেছে তোমার পিছে পিছে।
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভাই আপনি আজকে আমাদের মাঝে আপনার নিজের লেখা স্বরচিত কবিতা শেয়ার করেছেন। আপনি মৃত্যুকে স্মরণ করে দারুন একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন ভাই। আসলে মৃত্যু চিরন্ত সত্য এটা সবাইকে মেনে নিতেই হবে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
মৃত্যু চিরন্তন সত্য আর এই মৃত্যু সবাইকে গ্রহণ করতে হবে।
ধন্যবাদ আপনাকে কবিতাটি মন্তব্য করার জন্য।
যে যত বেশি কবিতা পড়েন, সে তত বেশি ভালো কবিতা লিখতে পারেন। ভাল লিখেছেন অমর মৃত্য কবিতা। তবে শব্দচয়ন, সাধু-চলতি রীতি ও ছন্দের ব্যাপারে মনোযোগি হলে আরো ভালো কবিতা আপনার কাছ থেকে উপহার পাবো আমরা। অমর মৃত্যু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
একদম ঠিক বলেছেন যে যত বেশি কবিতা পড়ে সে তত ভাল করে লিখতে পারবে।
ছোটবেলা থেকেই কবিতা পড়ার প্রতি আমার অন্যরকম একটি ভালো লাগা কাজ করে সেই থেকেই কবিতা লেখা শুরু।
অমর মৃত্যু কবিতাটা বেশ ভালোই উপভোগ করে পড়েছি। কবিতা পড়তে আমার কাছে খুব ভালো লাগে, আর যদি হয় এরকম টপিক নিয়ে লেখা তাহলে তো কোন কথা নেই। আপনি বেশ কিছু উপমা নিয়ে এই কবিতাটা তুলে ধরার চেষ্টা করেছেন এটা কিন্তু সত্যি বলতে হয়। প্রত্যেকটা লাইন অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। এরকম সুন্দর করে কবিতাগুলো লিখলে পড়তে ভালোই লাগে।
চেষ্টা করি সব সময় ইউনিট ট্রপিক নিয়ে কবিতা লেখার জন্য ।আপনার কাছে ভালো লেগেছে কবিতাটি জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।
আপনার কবিতা বরাবরই খুব চমৎকার হয়। আজকেরটা ও তার ব্যতিক্রম নয়। খুব চমৎকার একটি কবিতা উপহার দিয়েছেন ভাই। আসলে ভালো লাগলো কবিতাটি পড়ে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদায়।।
আপনি প্রতিনিয়ত আমার লেখা কবিতা পড়েন এবং সুন্দর মন্তব্য করেন এতে আমি অনেক উৎসাহ পাই কবিতা লেখার জন্য।
ধন্যবাদ আপনাকে।
অসাধারন কবিতা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে পৃথিবীতে ক্ষমতা অর্থ বিত্ত কিছুই স্থায়ী হয়। আর এ বিষয়টি আপনি কবিতার মাঝে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কোন কিছুই পৃথিবীতে স্থায়িত্ব অর্জন করতে পারেনা ।শুধুমাত্র মানুষের সাথে ভালো আচরণ ভালো ব্যবহার এবং কল্যাণমূলক কাজগুলো বেঁচে থাকে চিরকাল।
আজকে তো দেখছি আপনি অমর মৃত্যু নিয়ে খুব চমৎকার একটা কবিতা লিখেছেন। আপনার লেখা এই কবিতাটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আমার বারবার পড়তে ইচ্ছে করছে। আসলে এরকম কবিতা গুলো লিখতে আমি যেমন পছন্দ করি তেমনি পড়তেও খুব ভালো লাগে। কবিতা পড়লে মনটা একেবারে ভালো হয়ে যায় আমার। খুব সুন্দর ছিল আপনার লেখা আজকের এই কবিতাটা।
ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে সুন্দর এবং উৎস মূলক মন্তব্য করার জন্য।