পদ্মা নদীর তীর বর্তী কিছু সৌন্দর্যের দৃশ্য (Benificiary 10% @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

সুজলা-সুফলা শস্য-শ্যামলা ছায়ায় ঘেরা পাখি-ডাকা আমাদের এই বাংলাদেশ। আমি দেখিয়াছি বাংলার রূপ তাই খুঁজিতে চাহিনা পৃথিবীর রূপ। খাল-বিল নদী-নালা যেন ছড়িয়ে আছে এক অপরূপ সৌন্দর্য নিয়ে। মনের সুখে চলছে মাঝি নৌকা বাইতে বাইতে।


IMG_6251.JPG

https://w3w.co/interestingly.portrait.stigmas

এযেন এক অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি যত বার দেখি ততবার আমি মুগ্ধ হয়। চারিদিকে অথই পানি থই থই করছে। কৃষক ভাই ব্যস্ত তার ফসল নিরাপদ জায়গায় নিতে। পানিতে নৌকা ভাসিয়ে কাজ করছে কৃষক।


FB_IMG_16230600996336584.jpg

https://w3w.co/interestingly.portrait.stigmas

আমার দেশ তারে কত ভালোবাসি সবুজ ঘাসের বুকে সেফালীর হাসি মাঠে মাঠে চড়ে গরু নদী বয়ে যায় চাষি ভাই করে চাষ মেঘের ছায়ায়।উপরে লক্ষ করলে দেখতে পাবেন একজন রাখাল বালক মাঠে অনেক গুলো গরু চড়াচ্ছে। আর গরু গুলো মনের সুখে সবুজ ঘাস খাচ্ছে।


IMG_6633.JPG

https://w3w.co/interestingly.portrait.stigmas

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বর্ষার মৌসুমে নদী ভরা থাকে পার হয়ে যায় গরু পার হয় নৌকা।উপরে ছবিতে আপনি দেখাতে পাচ্ছেন কিছু গরু নদীর পানিতে সাতরিয়ে পার হচ্ছে আর গরুর রাখাল গরুর পিচ পিচ নৌকায় করে চলছে।


IMG_6721.JPG

https://w3w.co/interestingly.portrait.stigmas

পদ্মা নদীর তীর ঘেষে চোখ জোরানো বৃস্তিন্ন অপরুপ সবুজ বনের মাঠ তার মধ্যে একজন জেলে মাছ শিকার করা ফাদ আটকাচ্ছে। এই ফাঁদে পড়ে বড় বড় পা ওয়ালা চিংড়ি।


IMG_6684.JPG

https://w3w.co/interestingly.portrait.stigmas

পদ্মা নদীর দুই তীরের সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করতে পারব না। দুই তীরে ঘন সবুজ বনে ঘেরা আর মাঝে মাঝে বড় বড় ঝাউ গাছ।এ যেন সৌন্দর্যের মনোমুগ্ধকর দৃশ্য।

Sort:  
 3 years ago 

আপনার প্রতিটা ছবিতেই প্রকৃতির একটি পরিষ্কার ছাপ রয়েছে। প্রতিটা ছবিতেই সুন্দর কিছু দৃশ্য ফুটিয়ে তুলেছেন। খুব সুন্দর।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

সায়া সুকা সেকালি দেঙ্গান আদানিয়া কেজিয়াতান সেপারটি কামু টিআর
তেরিমাকাসিহ বুয়াত তেমান সেজাতি
কু👍

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62984.33
ETH 2453.70
USDT 1.00
SBD 2.67