ভ্রমণ বিলাস।

in আমার বাংলা ব্লগlast year

২৫ আষাঢ় , ১৪৩০ বঙ্গাব্দ

১১জুলাই , ২০২৩ খ্রিস্টাব্দ
২২ জিলহজ ১৪৪৪ হিজরী
মঙ্গলবার।
বর্ষাকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🛵🛵🚣‍♀️

সুখের স্মৃতিগুলো সুখের গল্প গুলো সুখের সময় গুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। দিন থেকে রাত রাত পোহালে আবার দিন শুরু সবাই কর্মব্যস্ততায় মগ্ন। ঈদের ছুটিতে বন্ধু গুলো বাড়ি এসেছিল সবাই সবার সাথে দেখা করেছি কি যে আনন্দ আর মজা ময় দিন পার্ক করলাম বলে বোঝাতে পারবো না। সবাই চলে গেলেও এখনো আমরা কয়েকজন রয়েছি বাড়িতে। এজন্য গত শুক্রবার কজন এক হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম নিরুদ্দেশ ঘোরাঘুরি করার জন্য। বাড়ি থেকে বের হয়ে প্রথমে এসেছিলাম কুষ্টিয়া শহরে এখানে কিছু সময় কাজ ছিল কাজ গুলা সেরে বাড়ির দিকে আবার রওনা হলাম। যেহেতু সকাল সকাল বের হয়েছি একটু ভালো মুহূর্ত পার করবো সবাই মিলে ঘোরাঘুরি করব এজন্য। আসলে বন্ধুরা সবাই মিলে একসাথে থাকলে কখন যে সময়টা পার হয়ে যায় নিমিষেই বুঝতে পারিনা। গত শুক্রবার সকাল দশটা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সবাই একসাথে কাটিয়েছি। কিভাবে যে এতটা সময় পার হলো জানিনা। হাসি আড্ডা বিভিন্ন ধরনের গল্প জোকস মজার খাবার খাওয়া এরই মধ্যে দিয়ে এতটা সময় পার করেছি। বারবার ফিরে যেতে মন চায় ফেলে আসা সেই বন্ধুত্বের স্মৃতিময় গল্পের মাঝে। যাহোক আজ আপনাদের সাথে শেয়ার করে নিব গত শুক্রবার বন্ধুদের সাথে ভ্রমণ করার কিছু গল্প এবং ফটোগ্রাফি।


🛵 আলাউদ্দিন নগর শিক্ষা পল্লী শিশু পার্ক🚣‍♀️

শহর থেকে ফেরার পথে সবাই একটি সিদ্ধান্তে উপনীত হলাম যে আলাউদ্দিন নগর শিশু পার্ক রবি ঠাকুরের কুঠিবাড়ি ও পদ্মার ঘাট বেরিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হবো। তো যা কথা তাই কাজ চলে গেলাম আলাউদ্দিন নগর শিক্ষা পল্লী শিশু পার্কে। পার্কের পরিবেশ খুবই ভালো চারিদিকে ফুল সবুজ গাছপালা আর মাঝখানে বড় পুকুর। আমার সেলফি পাগল বন্ধুরা যেখানে যায় সেখানেই শুধু সেলফি আর সেলফি। আমি তো মাঝে মাঝে বিরক্তি বোধ করি এত ফটো ওরা ওঠে। এজন্য আজকের সবগুলো ছবির মধ্যে একটাতেও আমি নেই। জাস্ট ফটোগ্রাফারের দায়িত্বটাই পালন করে গেছি।


আলাউদ্দিন নগর শিক্ষা পল্লী শিশু পার্ক🚣‍♀️

এখানে যেমন রয়েছে ছোটদের জন্য খেলাধুলা করা এবং দেখার মত বিভিন্ন সৌন্দর্য। তেমনি বড়দের জন্য ও রয়েছে শিক্ষামূলক অনেক ফেস্টুন এবং ব্যানার। বিভিন্নভাবে দেয়াল এবং ব্যানারের মাধ্যমে বিভিন্ন ইতিহাস সংরক্ষিত রয়েছে এই পার্কের সমস্ত আঙিনা জুড়ে। ইংরেজ থেকে শুরু করে এখন অব্দি উপমহাদেশের বিভিন্ন লেখক সাংবাদিক এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গের ছবিসহ জীবনী এবং বিভিন্ন ভূমিকার কথা এখানে উল্লেখ রয়েছে। আমি এই জায়গাতে মাঝে মাঝেই বন্ধুদের সাথে আসি আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে বিকেলের সময়টার কথা না বললেই নয়।


রবি ঠাকুরের কুঠিবাড়ি সংলগ্ন পদ্মার ঘাট

এবার পদ্মায় জোয়ার আসতে অনেক দেরি হয়েছে পদ্মার শাখা নদী গুলোতে এখনো পরিপূর্ণভাবে পানি যায়নি। প্রতিবছর এই ঈদুল আযহার পরের দিন আমাদের একটি পিকনিকের আয়োজন থাকতো নৌকাতে। কিন্তু এবার পানি না থাকাতে এটি সম্ভব হয়নি। শিক্ষা পল্লী পার্কে অনেকটা সময় অতিবাহিত করার পরে আমরা পদ্মা নদীর ঘাটে চলে যাই। সব থেকে বেশি এবং সুন্দর মুহূর্ত ও পদ্মা নদীর ঘাটে আমরা পার করেছি। পদ্মার এখন ভরা যৌবন পানিতে টলমল করছে এপার থেকে তাকালে ওপার ধূসর। খুব স্রোত আর বেয়ে চলা নৌকাগুলো দেখতে অনেক ভালো লাগে। যদিও এদিন অনেক রোদ পড়ছিলো তারপরেও পদ্মার পাড়ে গেলে মনোরম বাতাসে যেন মুখরিত হয়ে ওঠে পরিবেশটা। পদ্মা নদীকে পিছে রেখে আমাদের কয় বন্ধুর সেলফি।


রবি ঠাকুরের কুঠিবাড়ি সংলগ্ন পদ্মার ঘাট

এই সেই পদ্মার ঘাট এখান থেকেই রবি ঠাকুর কলকাতা এবং এখানে যাওয়া আসা করতেন এবং জমিদারি পরিচালনা করতেন। এখানে বসেই তিনি বিভিন্ন সময় লিখেছেন বিভিন্ন গল্প নাট্য এবং কবিতা। যার মধ্যে সোনার তরী অন্যতম। বিকাল তিনটা থেকে সন্ধ্যা অব্দি এখানে খুব ভালো সময় পার করি। মাঝে মাঝে পদ্মা নদীর পাড় দিয়ে হাঁটাহাঁটি করা। হঠাৎ করে এক জায়গায় বসে কিছুটা সময় ঝাল মুড়ি এবং বাদাম খাওয়া দৌড়াদৌড়ি করা। ইচ্ছা ছিল পদ্মায় গোসল করব কিন্তু কোন ব্যবস্থা না থাকার কারণে হলো না। আসলে খোলা প্রান্তর আর যেখানে বাতাসের ঝলকানিতে নদীর কলতান শোনা যায় সেখানে গেলে এমনিতেই ভালো সময় পার হবে। এই ছবিটি একদম শেষ বেলায় তোলা দেখতে পাচ্ছেন পশ্চিম আকাশ রক্তিম আভায় আলোকিত সূর্য ডুবে গিয়েছে। পদ্মার ঘাট থেকে রওনা হওয়ার ঠিক আগ মুহূর্তে এই ফটোগ্রাফিটি ফ্রেম বন্দি করেছিলাম।


রসমালাই

এই জায়গাটি যেমন ভালো তেমন আবার কিছু সমস্যাও রয়েছে। সন্ধ্যা নামলে এখানে কিছু বকাটে ছেলেপেলের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন জনকে তাদের কথা এবং কাদের জালে ফাঁসিয়ে দিয়ে মোটা অংকের টাকা নিতে খুব ব্যস্ত এরা। এজন্য সন্ধ্যা লাগতে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে কুমারখালী দাঁড়িয়ে সেখানকার বিসমিল্লাহ মিষ্টি ভান্ডারের উল্লেখযোগ্য এবং লোভনীয় খাবার রসমালাই খেয়ে নেই। দেখতেই পাচ্ছেন ফটোগ্রাফিতে আসলে দেখতে যেমন লোভনীয় খেতে তার থেকেও বেশি মজাদার। এই লাইনে আসলে সময় থাকলে এই দোকানে এসে মিষ্টি খাইনি এমন দিন হয়তো আমাদের পার হয়নি। আমাদের সবার এই দোকান টাই চয়েস এই দোকানের মিষ্টি খুব প্রিয়। যাহোক একটি দিন বন্ধুদের সাথে খুব সুন্দর ভাবে অতিবাহিত করেছিলাম। হয়তো দু একদিনের মধ্যে সবাই আবার সবার মত কাঁদে ব্যস্ত হয়ে যাব দেখা হবে আবার কতদিন পরে জানিনা। হয়তো বন্ধুদের কথা মনে পড়ে এই স্মৃতি গুলোই স্মরণ করে মনের কাছে একটু সুখ নেয়ার চেষ্টা করবো। তাইতো সব সময় চেষ্টা করি বন্ধুদের সাথে কাটানো সুন্দর মুহূর্ত গুলো ফটোগ্রাফি এবং একটি পোষ্টের মাধ্যমে স্মৃতিস্বরূপ রেখে দেয়ার জন্য। যাহোক এই ছিল আমার আজকের ভ্রমণ বিলাস। আশা করছি বন্ধুদের সাথে কাটানো আমার সুন্দর মুহূর্ত এবং অনুভূতির গল্প গুলো আপনাদের কাছেও ভালো লাগবে।


লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

তাহলে অবশেষে বন্ধুদের সঙ্গে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন অনেকদিন পরে। এরকম সুন্দর মুহূর্ত অতিবাহিত করতে হবে সত্যিই অনেক বেশি ভালো লাগে আর সেটা যদি প্রিয় বন্ধুগুলো হয় তাহলে তো আর কোন কথাই নেই। শহর থেকে ফেরার পথে সকলে মিলে আলাউদ্দিন পার্কে গিয়ে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন দেখে খুবই ভালো লাগলো। আমি মনে করি যেখানে বকাটে ছেলেদের উৎপাত বেশি সেখানে বেশি সময় না থাকাই ভালো বিশেষ করে সন্ধ্যা লাগার আগে সেখান থেকে ফিরে আসা উচিত আপনারা সেটাই করেছেন জেনে ভালো লাগে। এত সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মুহূর্ত গুলো সত্যিই অসাধারণ কখনো ভোলার নয় তাইতো আবারো পোষ্টের মাধ্যমে স্মৃতি করে রেখে দিলাম আপনার কাছে ভাল লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া সুখের সময় গুলো খুব দ্রুত ফুরিয়ে যায়। আমরা সব সময় চাই সেই সময় গুলোকে আগলে রাখতে। কিন্তু সময়টা যে বড়ই অদ্ভুত। ভাইয়া আপনি সবার সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন এবং সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো। মাঝে মাঝে কোথাও ভ্রমণ করলে অনেক ভালো লাগে এবং মানসিক প্রশান্তি আসে।

 last year 

আমরা সব সময় ভালো থাকতে চাই আসলে সেটা হয়না কখনো সুখ-দুখ নিয়েই আমাদের জীবন।
ভ্রমণ করলে মানসিক প্রশান্তিটা ফিরিয়ে পাই আর বন্ধুরা সাথে থাকলে তো কোন কথাই নেই।

 last year 

ওয়াও ভাইয়া আপনি অনেক সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করেছেন যা দেখে আমার অনেক ভালো লেগেছে। আসলে একসঙ্গে অনেকেই অপমান করার মজাই আলাদা। সে হোক না কেন বন্ধু এবং বড় ভাই।রবি ঠাকুরের কুঠিবাড়ি সংলগ্ন পদ্মার ঘাট। এই ঘাটের পাশে আপনারা সবাই সমাবেশ হয়ে একটি ছবি উঠেছেন আমার বেশ ভালো লেগেছে আপনাদের মনোরম পরিবেশ দেখে ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

 last year 

বন্ধুদের সঙ্গে মাঝে মাঝেই সময় পেলে পদ্মার ঘাট ঘুরতে যায় সেখানে অনেক ভালো সময় অতিবাহিত করে থাকে।

 last year 

ভাইয়া বন্ধু ছাড়া জীবনটা খুবই সংকীর্ণ। এক সাথে এক দিনে কত জাগায় গেছেন। বন্ধুদের কাছে পেয়ে কত জাগায় ঘুরলেন। রবি ঠাকুরের কুঠিবাড়ি সংলগ্ন পদ্মার ঘাটটি দারুন লেগেছে। আবার একটি সতর্ববার্তা ও দিলেন।ধন্যবাদ ভাইয়া।

 last year 

ঠিকই বলেছেন বন্ধু ছাড়া জীবনটা সংকীর্ণ আর ভ্রমণ ছাড়া ও উপভোগ্য।
খুব ভালো সময় পার করেছি বন্ধুদের সাথে।

 last year 

বন্ধুদের সাথে কাটানো মুহূর্তটা আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন দেখে, ভালোই লাগলো আমার কাছে। অনেক ভালো মুহূর্ত কাটিয়েছিলেন বন্ধুদের সাথে, যা আমি দেখেই বুঝতে পারছি। আসলে বন্ধুদের সাথে যে কোন জায়গায় যাওয়ার মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আর সেই অনুভূতিটা যদি সবার মাঝে এরকম ভাবে ভাগ করে নেওয়া যায় তখন খুব ভালোই লাগে। আপনারা সন্ধ্যা হওয়ার সাথে সাথে চলে এসেছিলেন এটা ভালোই করেছেন।

 last year 

সময়টা যতই খারাপ যাক না কেন ভালো কিছু বন্ধু যদি সাথে থাকে তাহলে আর কোন চিন্তা যেন মাথায় আসে না।

 last year 

সত্যি ঈদের সময় অনেক আনন্দ উপভোগ করা যায় সব বন্ধুরা মিলে যখন একত্রিত হয় তাহলে মজাটা আলাদা হয়। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ব্যস্তময় জীবনে সবাই যার যার গন্তব্যস্থল আবার ফিরে যাই। আপনারা তো কয়েকজন বন্ধু মিলে বাইক ট্যুর করলেন এবং সাথে অনেক মজার মজার খাওয়া দাওয়া করলেন অনেক লোভনীয় ছিল খাবার গুলো। সুন্দর মুহূর্তটি আমাদের সাথে শেয়ার করলেন অনেক ভালো লেগেছে।

 last year 

সবাই মিলে ঘোরাঘুরি করে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছি আবার কবে এক হবো সবাই জানে না তবে স্মৃতির পাতায় এই দিনগুলো রয়ে যাবে।

 last year 

ভাই আপনার আইডির ছবিটার সাথে মিল খুঁজে পাচ্ছি না। অনেক পরিবর্তন হয়ে গেছেন মনে হয়। যাই হোক ভ্রমণের এই সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে খুব সুন্দর করেই উপস্থাপন করেছেন দেখছি। অবশ্য কুষ্টিয়ার এই অঞ্চল গুলোতে আমার যাওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত রবি ঠাকুরের কুঠিবাড়ির ওখানে যাওয়া হয়নি। অনেক ভালো লাগলো সমস্ত স্থানের ফটোগ্রাফি এবং পাশাপাশি তার বর্ণনা পড়ে।

 last year 

ওই যে বললাম না ভাই আমি সবসময় ফটোগ্রাফারের কাজ করে থাকি।
আমাকে পাবেন কই আপনি।
আপনি যে সবসময় আমার পোস্টগুলো পড়েন এবং সুন্দর সুন্দর মন্তব্য করেন এজন্য আমার অনেক ভালো লাগে কৃতজ্ঞতা প্রকাশ করি আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56949.15
ETH 2401.26
USDT 1.00
SBD 2.33