এলোমেলো ফটোগ্রাফ 🦋📷

in আমার বাংলা ব্লগ10 months ago

২৬অগ্রায়ন , ১৪৩০ বঙ্গাব্দ

০৯ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ
২৬জমাদিউস আউয়াল ১৪৪৫ হিজরী
শনিবার।
হেমন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🦋📷

বিভিন্ন দর্শনীয় জায়গা ভ্রমণ করতে ফটোগ্রাফি করতে এবং সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করা আমার সবথেকে বেশি ভালো লাগে। এর মধ্যে ভ্রমণ এবং ফটোগ্রাফি উল্লেখযোগ্য। প্রতিনিয়তই সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সামনে হাজির করি। চেষ্টা করি সবসময়ই আলাদা আলাদা সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য। চলে এসেছে শীতকাল চারিদিকে প্রকৃতির সেজে উঠেছে নতুন রূপ নিয়ে। আজ আপনাদের মাঝে কিছু তেমন সৌন্দর্য নিয়ে হাজির হয়েছি। সবুজ প্রকৃতি অথবা নদীর ধার আমার সবথেকে বেশি প্রিয় জায়গা। আজকের ফটোগ্রাফির মধ্যে সবুজ প্রকৃতি এবং নদীর পাড় দুটোই রয়েছে। বিভিন্ন স্থান এবং বিভিন্ন সময়ে করা ফটোগ্রাফি গুলো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


🦋📷

লোকেশন:

কর্মব্যস্তময় জীবন। পরিবারের সাথে সময় দেওয়া হয় না ছুটির দিন বাদে। তবে প্রতি সপ্তাহে শুক্রবারের চেষ্টা করি সবার সাথে মিলেমিশে অনেক ভালো একটি সময় পার করার জন্য। গতকালকে খুব ভোরে ঘুম থেকে উঠে প্রার্থনা সেরে। বাড়ির পিছন দিক দিয়ে গিয়ে দেখি সকালের সূর্য উঁকি দিচ্ছে। তখন বাড়িতে এসে ক্যামেরাটা নিয়ে টিয়া পাখি 🐦 সহ নিয়ে চলে যায় রোদ পোহাতে। ফটোগ্রাফি তে লক্ষ্য করলে দেখতে পাবেন সকালের রোধ পেয়ে টিয়া পাখিটা যেন নতুন উদ্দীপনায় জেগে উঠেছে। শরীরের যত্ন নিতে ব্যস্ত হয়ে পড়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন একটি কাঠবিড়ালির ফটোগ্রাফি। খুব সকালে বেচারা বেরিয়ে পড়েছে খাবারের খোঁজে। ঠিক সেই মুহূর্তে ফ্রেমবন্দি করে রেখেছে।


🦋📷

লোকেশন:

উপরের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন তিন রকমের কাটা মুকুট ফুলের ফটোগ্রাফি। এবং লাল টুকটুকে ছরাফুল। তিন রকমের কাটা মুকুট ফুল তিন রকমের সৌন্দর্য ছড়াচ্ছে সেই সাথে ছরা ফুলগুলো তো অসাধারণ। বিশেষ করে কাটা মুকুট ফুলের উপর পানির বিন্দু জমে থাকায় সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে।


🦋📷

লোকেশন:

কাগজ ফুলের সৌন্দর্য আমার কাছে খুব উপভোগ্য মনে হয়। বিশেষ করে বাড়ির গেটে এই ফুল থাকলে সৌন্দর্য বহুবনে বাড়িয়ে দেয়। উপরে দুই রকমের কাগজ ফুল আপনাদের সাথে শেয়ার করেছি এটি আমাদের পাশের বাসার গেট থেকে ফ্রেমবন্দি করা। দেখতে খুব সুন্দর দেখায় বাড়িতে শুধু এই কাগজ ফুলের কারণে।


📷🦋

লোকেশন:

বাড়ি থাকলে আমার একটা অভ্যাস হলো দুপুর বেলার পরে কাজ না থাকলে নদীর পাড় যাওয়া। আর নদীর পাড়ে গেলে সন্ধ্যা অব্দি সেখানে থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ এবং ফটোগ্রাফি করা। দুপুর ২ টার পরে রওনা দিয়েছিলাম নদীর পাড়ে সৌন্দর্য উপভোগ করার জন্য। নদীর এপার ওপার দিয়ে যতদূর চোখ যায় শুধু সরিষার ক্ষেত। এক কথায় হলুদের সমারোহ। হঠাৎ করে ঘুম ভেঙে যদি আপনি দেখেন আপনার চারপাশ সবুজে আর হলুদের আগানো তাহলে কেমন অনুভূতি হতে পারে আপনার মাঝে একটু ভাবুন তো। তবে আমরা কিন্তু প্রতিনিয়ত এমন সৌন্দর্যপূর্ণ অনুভূতি পেয়ে থাকি। ফটোগ্রাফির দেখে লক্ষ্য করলে দেখতে পাবেন যতদূর চোখ যায় শুধু সরিষা ক্ষেত। আর সরিষা ক্ষেতের মাঝে ভনভন মৌমাছির আওয়াজ। এই ধাপের প্রথম ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন একটি শিয়াল পন্ডিত । যদিও ফটোগ্রাফিটি অনেক দূর থেকে করা। তবে সে যেভাবে পদ্মা নদীর পার দিয়ে হেটে যাচ্ছিল মনে হচ্ছিল সে এই রাজ্যের রাজা। আমাদের দেখে তার কোন ভয়-ভীতি লক্ষ্য করলাম না।


লোকেশন:

এই ফটোগ্রাফিটি পদ্মা নদীর পাড়ে এক ঝাড় বনকে কেন্দ্র করে সূর্য ডোবার দৃশ্য ফ্রেমবন্দি করেছি। দেখতেই পাচ্ছেন সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে পশ্চিম আকাশ রক্তিম আভায় আলোকিত হয়ে গিয়েছে। আসলে নদীর পাড়ে বসে থেকে এই মুহূর্তটাই সবথেকে বেশি উপভোগ করে থাকি আমি। যাইহোক আজকের মত আমার ফটোগ্রাফি পোস্ট এখানেই শেষ করছি আশা করছি উপরের সবগুলো ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে। এবং প্রতিনিয়ত যেভাবে ভালো মন্তব্য করে উৎসাহ দিচ্ছেন আজও তার ব্যতিক্রম হবে না।



ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

আপনার ফটোগ্রাফিতে মুগ্ধ হয়ে যায় আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। আজকের প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। বিশেষ করে ফুলের ছবি এবং শেষে সূর্যাস্তের ছবি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। নিয়মিত আমাদের মাঝে এখন দারুন দারুন ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 10 months ago 

ফুলের ছবি এবং সরিষা ক্ষেতের ফটোগ্রাফি সেই সাথে সূর্যাস্তের ফটোগ্রাফি দেখে আপনি অনেক সুন্দর প্রশংসা করেছেন খুবই ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুব দারুণ কয়েকটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। ভালো লেগেছে বিশেষ করে সরিষা ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং সন্ধ্যার সূর্যাস্ত্র ছবিটি বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

সূর্যাস্ত এবং সরিষা ফুলের ফটোগ্রাফি দেখে অনেক সুন্দর মন্তব্য করেছেন খুবই খুশি হলাম ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপনি বরাবরের মতোই দুর্দান্ত ফটোগ্রাফি করেন এবং ফটোগ্রাফির জন্য আপনি পুরস্কৃত হয়েছেন এবার। শীতকাল আসলেই প্রকৃতির সুন্দর একটা রূপ নেয় এবং আপনি সেই সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন ফটোগ্রাফির মাধ্যমে। বিশেষ করে এই সরিষা ফুলের ফটোগ্রাফি এবং কিন্তু দুর্দান্ত লাগছিল সবগুলি আমার ভীষণ ভালো লাগতেছে এবং কাগজ ফুলটি আমাকে মুগ্ধ করল। পদ্মা নদীর পাড়ে এক ঝাড় বনকে কেন্দ্র করে সূর্য ডোবার দৃশ্যটি তো মুগ্ধ হয়ে আমি তাকিয়ে রইলাম। দারুন ছিল আপনার ফটোগ্রাফি পর্ব

Posted using SteemPro Mobile

 10 months ago 

সব সময় চেষ্টা করি নিজের কাছে যেটা ভালো লাগে সেটা সেই ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করি।
মাঝে মাঝে ফটোগ্রাফী পথে যাবে তো হয় অংশগ্রহণ করি এবং পুরস্কৃত ও হই।
আসলে আপনাদের এত এত ভালবাসা এবং উৎসাহ পেলে এমনিতেই একটি কাজের প্রতি অনেক আগ্রহ বেড়ে যায়।
ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

অনেক দারুন দারুন কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মধ্যে শেয়ার করেছেন। বাগান বিলাসের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলি অনেক বেশি ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই গ্রাম পর্যায়ে আসতে হবে।
ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো আপনার কাছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আসলে ঘোরাঘুরি করলে প্রকৃতির মাঝে হারিয়ে গেলে এই ধরনের ফটোগ্রাফি করা যায়। সেটাই দেখছি আপনি করেছেন। দারুণ মুহূর্তের পাশাপাশি এত সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরলেন যেটা দেখে সত্যিই অনেক ভালো লাগলো। প্রকৃতিপ্রেমীরা এই ধরনের সৌন্দর্য উপভোগ করতে খুবই পছন্দ করে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ফটোগ্রাফি গুলা দেখে আপনার ভালো লেগেছে জানতে পেরে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ভাইয়া ছবিগুলো এলোমেলো হলেও প্রত্যেকটি ছবি প্রাণবন্ত হয়েছে। বেশ সুন্দর কয়েকটি ছবি ধারণ করেছেন । বিশেষ করে সূর্যাস্তের ও টিয়া পাখির ছবিটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

সূর্যাস্ত এবং টিয়া পাখির ফটোগ্রাফিতে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ভাইয়া আমি আপনার ফটোগ্রাফি দেখার অপেক্ষায় থাকি। টিয়া পাখি আমার কাছে ভীষণ ভালো লাগে। ফ্রি টাইমে নদীর পাড়ে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। সূর্য অস্তের দৃশ্যের ফটোগ্রাফি জাস্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। ভালো লাগলো ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল ❣️

 10 months ago 

আপনি আমার ফটোগ্রাফি গুলো দেখার অপেক্ষায় থাকেন জানতে পেরে খুবই ভালো লাগলো।
বলতে পারেন আপনাদের এমন সুন্দর সুন্দর অনুপ্রেরণা ফটোগ্রাফিতে আমার আরো ভালোবাসাটা বাড়িয়ে দিয়েছে।
ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপনার তোলা সব কয়টি ফটোগ্রাফি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। শিয়াল পন্ডিতের ফটোগ্রাফি এবং সরিষা ক্ষেতের অসাধারণ সৌন্দর্যময় ফটোগ্রাফিটি দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। একই সাথে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফির বর্ণনাগুলো পড়ে আবার খুবই ভালো লেগেছে। দুর্দান্ত একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

শিয়াল পন্ডিত এবং সরিষা ক্ষেতের ফটোগ্রাফি গুলো আপনার কাছে খুব ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 10 months ago 

দারুন কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন ভাইয়া প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ সুন্দর ছিল। শিয়ালের ফটোগ্রাফি টা দেখে লাজুক খ্যাকের কথা মনে পড়ে গেল। আসলেই তাকে দেখে মনে হচ্ছে এই রাজ্যে যেন তার একার হা হা হা।

Posted using SteemPro Mobile

 10 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলা দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67773.53
ETH 2617.28
USDT 1.00
SBD 2.71