''DIY এসো নিজে করি''রঙিন পেপার দিয়ে ওয়ালমেট তৈরি (10% beneficiary @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

১৪কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ

৩০অক্টোবর , ২০২১ খ্রিস্টাব্দ
২১রবিউল আওয়াল, ১৪৪৩ হিজরী
শনিবার
হেমন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


IMG_20211030_213202.jpg

আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ড্রাই পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আমার আজকের ড্রাই, রঙিন পেপার কেটে ওয়ালমেট তৈরি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ

★রঙিন পেপার
★গ্লু গান আঠা
★কেচি
★পুতি
★কার্টুন


IMG_20211030_151947.jpg

ধাপ০১

প্রথমে রঙিন পেপার কেটে ভাজ করে ফুলের ১০ টি পাপড়ি তৈরি করি


IMG_20211030_152958.jpg

ধাপ০২

এবার বিভিন্ন রঙের কাগজ দিয়ে ছোট ছোট ফুল তৈরি করি।


IMG_20211030_154113.jpg

ধাপ০৩

এই ধাপে এসে আমি সবুজ রঙের কাগজ দিয়ে ০৩ টি পাতা তৈরি করে নিই।


IMG_20211030_153232.jpg

ধাপ০৪

পূর্বে বানানো ফুলের পাপড়িতে আঠা দিয়ে ক্রস এ জোড়া লাগিয়ে দিই।


IMG_20211030_154139_1.jpg

IMG_20211030_154139.jpg

ধাপ০৫

সব গুলো পাপড়ি একত্রে কালার কম্বিনেশন ঠিক করে আঠা দিয়ে লাগিয়ে দিই। হয়ে গেল গোলক আকৃতি।


IMG_20211030_152711.jpg

ধাপ০৬

পেপার কেটে একটি বৃত্ত তৈরি করি।


IMG_20211030_154641.jpg

ধাপ০৭

সাদা পেপার কেটে তিনটি রোল তৈরি করে গোলকের উপর স্থাপন করি


IMG_20211030_155010.jpg

IMG_20211030_155001.jpg

ধাপ০৮

এবার সবুজ রঙের পেপার কেটে বানানো পাতা রোল তিনটির উপর আঠা দিয়ে লাগিয়ে দিই।


IMG_20211030_155849.jpg

IMG_20211030_155841.jpg

ধাপ০৯

পাতা লাগানো রোলের উপর এবার পূর্বে বানানো রঙিন ফুল আঠা দিয়ে লাগিয়ে দিই।


IMG_20211030_155444.jpg

IMG_20211030_155438.jpg

IMG_20211030_155438_1.jpg

ধাপ১০

এবার গোলকের উপর ফুলটি বসিয়ে দিই আঠার সাহায্য।


IMG_20211030_155901.jpg

ধাপ১১

এবার তিন কালারের কাগজ দিয়ে একটা ফুল তৈরি করি।


IMG_20211030_155940.jpg

IMG_20211030_155908.jpg

ধাপ১২

এবার ফুল গুলো আঠা দিয়ে পাপড়ি এবং গোলকের মাঝে বসিয়ে দিই।


IMG_20211030_213854.jpg

IMG_20211030_213505.jpg

IMG_20211030_213202.jpg

IMG_20211030_213108.jpg

IMG_20211030_212948.jpg

শেষ ধাপ

শেষ ধাপে এসে আমার বানানো ওয়ালমেটটি দেয়ালে লাগানোর পর কিছু ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করেছি


লোকেশন:

https://w3w.co///adamant.spasmed.showerhead


ডিভাইস ঃrealme


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন এবং এটি খুবই সুন্দর হয়েছে ।সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

আজকের ওয়ালমেট টি দেখে বুঝা যাচ্ছে অনেক বেশি কষ্ট হয়েছে কারণ ওয়ালমেট দেখে বুঝা যাচ্ছে যে ওয়ালমেট খুব জটিল ভাবে তৈরি করেছেন আপন। আর জটিল জিনিস দেখতে অবশ্যই সুন্দর হবে কারণ জিনিসটা আপনি খুব শ্রম এবং মন দিয়ে তৈরি করেছেন। আর রঙিন কাগজের কালার কম্বিনেশন টাও আমার কাছে দারুন লেগেছে। আপনি খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য

 3 years ago 

বাহ কি সুন্দর ওয়ালমেট। আপনাদের জন্য নতুন নতুন ওয়ালমেট সম্পর্কে ধারণা হচ্ছে। আপনার তৈরি ওয়ালমেট এর কাগজগুলো ঘনঘন বাস থাকায় সৌন্দর্য বেশি ফুটে উঠেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য

 3 years ago 

আপনার ওয়ালমেটটি অসম্ভব সুন্দর ছিল। রঙিন কাগজের ব্যবহার গুলো ভালো লেগেছে। আপনার উপস্থাপন ও বর্ণনা অনেক চমৎকার। আমার কাছে খুবই ভালো লেগেছে।

এত সুন্দর? কি বলবো, আমি আসলে এইভাবে নিজের ঘরের দেয়াল সাজাতে চাই কিন্ত পারি না বলে হয় না। আজকে আপনার পোষ্ট দেখে প্রতিটা ধাপ দেখে মনে হচ্ছে এবার আমিও বানাতে পারবো। খুব ভালো লেগেছে। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। 😍😍

 3 years ago 

ভাই দারুন একটি ওয়ালমেট বানাইছেন রঙিন কাগজ দিয়ে। খুবই সুন্দর লাগতেছে আপনার বানানো ওয়ালমেটটি উপস্থাপনা ও অনেক সুন্দর হয়ছে। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাই রঙিন কাগজ দিয়ে। আপনার ওয়ালমেট টা আপনি অনেক সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে আমার করেছেন। আপনার তৈরি ওয়ালমেট টা আমার কাছে বেশ ভালো লেগেছে। শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

অও,দারুণ হয়েছে ওয়ালমেটটি।
বিশেষ করে রঙ্গিন কাগজের ব্যবহার আপনি খুব সুন্দরভাবে করেছেন।দেওয়ালের গায়ে বেশ মানিয়েছে।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 63017.22
ETH 2457.38
USDT 1.00
SBD 2.61