কৃষকের মুখে হাসি 👨‍🌾🌾

in আমার বাংলা ব্লগ2 years ago

২২মাঘ , ১৪২৯ বঙ্গাব্দ

০৫ফেব্রুয়ারী , ২০২৩ খ্রিস্টাব্দ
১৩রজব, , ১৪৪৪ হিজরী
রবিবার।
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি @amarbanglablog এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


👨‍🌾🌾

1675592408038.jpg

সুজলা সুফলা শস্য শ্যামলা ছায়ায় ঘেরা পাখি ডাকা আমাদের এই বাংলাদেশ। সারা বাংলাদেশ জুড়ে চারিদিকে জলের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নদী-নালা খাল বিল। বাংলার গ্রামগঞ্জে মাঠে প্রান্তরে চোখ মেললেই দেখতে পাওয়া যায় সবুজ ফসলে ভরপুর। এই বাংলাদেশের প্রায় ৮০ ভাগ মানুষ কৃষিকাজের উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করে। বর্তমানে কৃষি প্রযুক্তির উন্নয়নে এবং বিভিন্ন ধরনের অত্যাধুনিক কীটনাশক এবং সার ব্যবহার করে অধিক ফলনের ফসল ফলানো সম্ভব হচ্ছে। যা প্রায় ১৫-২০ বছর আগের থেকে দ্বিগুণ। যাহোক আজ আপনাদের মাঝে তুলে ধরব আমাদের অঞ্চলের বর্তমান সময়ের সব থেকে ফলন এবং লাভজনক ফসল সরিষা এবং গম সম্পর্কে কিছু কথা এবং কৃষকের অনুভূতি।


👨‍🌾🌾

IMG_20230205_161822.jpg

IMG_20230205_161757.jpg

IMG_20230205_161722.jpg

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এর ফলে কৃষি পণ্যেরও দাম বেড়েই চলছে হির হির করে। সবকিছু যেন চলে যাচ্ছে মধ্যবিত্তদেরও নাগালের বাইরে। বিশেষ করে খাদ্যদ্রব্য এর উপর দাম বৃদ্ধি হয়েছে বেশি। যার মধ্যে এক নাম্বারে রয়েছে ভোজ্য তেল এবং চাল আটা। যদিও এগুলোর দাম বৃদ্ধি হতে কৃষক মোটামুটি সময় অনেক বেশি লাভবান। আমাদের অঞ্চলে এবার প্রচুর পরিমাণে সরিষা আবাদ করা হয়েছিল। এবং সেই সরিষা ক্ষেতের মাঝে মৌয়ালরা রেখেছিল তাদের মধুর ডালা। এতে যেমন মৌয়ালরা লাভবান হয়েছে তেমনি কৃষকের ও অনেক বেশি ফলন হচ্ছে কৃষি কাজে বিশেষ করে সরিষা। মৌমাছির কারণে সঠিক সময়ে ফুলের পরাগায়ন হওয়াতে অনেক বেশি ফলন হয়েছে এ বছরে।


👨‍🌾🌾

IMG_20230205_161611.jpg

IMG_20230205_161436.jpg

IMG_20230205_161416.jpg

IMG_20230205_161359.jpg

ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়াতে সরিষার দাম বেড়েছে অনেক যেখানে আগে এক কেজি সরিষার মূল্য ছিল 40 থেকে 45 টাকা বর্তমান সময়ে যার দাম এসেছে ৯০ থেকে ১০০ টাকা। এর মানে বুঝতেই পারছেন প্রায় ডাবল দাম বৃদ্ধি পেয়েছে। এর জন্য আমাদের অঞ্চলে এবার রেকর্ড পরিমাণে সরিষা উৎপাদন হয়েছে। সরিষার এবার বাম্পার ফলন যার কারণে কৃষকের মুখে হাসি। বেশ কিছুদিন ধরেই আমাদের অঞ্চলে যে ফসলি ফলানো হচ্ছিল না কেন তেমন ভালো ফলন হচ্ছিল না সময়মতো বৃষ্টি হচ্ছিল না কৃষিকাজের সেচের তেমন একটা ভালো ব্যবস্থা ছিল না। সরিষায় বাম্পার ফলন দাম বেশি হওয়াতে কৃষকের মুখে অনেক হাসি সবাই আশা করছে সর্বকালের সেরা দামে সরিষা বিক্রি করে অনেক লাভবান হবে। যদিও আমাদের অঞ্চলের এই সরিষা নিয়ে কয়েকটি চ্যানেলে ঢালাও করে অনেক ভালোভাবে সংবাদ প্রচার করা হয়েছে বাম্পার ফলন। আমি নিজেও একজন কৃষক পরিবারের ছেলে আমার বাবা কৃষিকাজ করেন। আমাদের এবার তিন বিঘা সরিষা রয়েছে যেখান থেকে অনেক টাকা আয় হবে বলে ধারণা করছি। আমার বাবার মুখে শুনেছি এমন ফলনের সরিষা এবং এত দাম কখনই পাননি। এবছরই হয়তো সেরা ফলনে সেরা দামে সরিষা বিক্রি করতে পারবে।*


👨‍🌾🌾

IMG_20230205_161543.jpg

IMG_20230205_161524.jpg

IMG_20230205_161508.jpg

এবার আসি আটার ব্যাপারে। বিশেষ করে আমরা যারা ডায়েট কন্ট্রোল করি তারা নিয়মিতই এর সাথে পরিচিত। তাছাড়া আমাদের দেশে বেকারই এবং বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করতে আটার চাহিদা খুবই বেশি। পূর্বে কখনোই এত দামের গম বিক্রি করা হয়নি বর্তমানে যে দামের গুঞ্জন উঠেছে বাজারে। সরকারি অনুদানের সেচ পাম বসিয়ে পানি দেওয়াতে ঘুমেরও এবার বাম্পার ফলন হয়েছে আমাদের অঞ্চলে। এ বছরে ধারণা করা হচ্ছে সর্বকালের সেরা ফলনে গম ঘরে উঠবে কৃষকের। আমি গতকাল বিকেলে আমাদের ফসলে জমী পর্যবেক্ষণ করতে গিয়ে এই ফটোগ্রাফি গুলা করেছি এবং কৃষকের মুখ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনেছি। ফটোগ্রাফি গুলা দেখে হয়তো বুঝতেই পারছেন এখনো কুয়াশার পানি পাথর উপর জমে রয়েছে খুব সকাল-সকালে গিয়েছিলাম মাঠে। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এবার সব থেকে বেশি লাভবান হবে আশা করা যাচ্ছে কৃষক সব ধরনের ফসল বিক্রি করে। যাহোক যেহেতু বাংলাদেশ কৃষির উপর নির্ভরশীল ।কৃষি খাতের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশের মানুষ দুবেলা দুমুঠো খেয়ে ভালো থাকতে পারবে সেই আশাই করি।


লোকেশন:

ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

কৃষক সারাদিন পরিশ্রম করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের জন্য ফসল উৎপাদন করে। ফসল উৎপাদন বেশি হলে তাদের মুখে হাসি ফোটে। কৃষক যদি মাঠ পর্যায় পণ্যের সঠিক মূল্য পায় তাহলে আমাদের দেশে সাধারণ কৃষকেরা কৃষি কাজে আগ্রহী হতো। যাইহোক আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আপনার ফটোগ্রাফি গুলো বেশ
দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ফসলের উৎপাদন বেশি হলে এবং বাজার মূল্য বেশি থাকলে কি সব প্রতিনিয়তই হাসিমুখে থাকতে পারে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago (edited)

আমি মনে করি আমাদের দেশের সব সময়ই অবহেলিত হয়ে যাচ্ছে। কারো কোন সময় তাদের ন্যায্য শ্রমের মূল্যটা পায় না। এমনিতেই দ্রব্যমূল্য যে ধরনের উদ্যোগে দেখা দিয়েছে তাকে কৃষিকাজ করা অনেক কষ্টসাধ্য। দেখা যাক এবছর কি সব তো প্রচুর পরিমাণে সরিষার চাষ করেছে তারা কেমন মূল্য পায় সরকারের পক্ষ থেকে।

 2 years ago 

রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কৃষক যে ফসল ফলায় আসলে ছোটবেলা থেকেই দেখে আসছি কখনোই ন্যায্যমূল্য পায় না।।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া বাংলাদেশের বেশিরভাগ লোকের কৃষি কাজের উপর নির্ভরশীল। তারা কত কষ্ট করে ফসল ফলায় আমাদের জন্য। আর ঠিক বলেছেন ভাইয়া ইদানিং বাজারের যে দ্রব্যমূল্য সবকিছু আমাদের হাতের নাগালের বাহিরে চলে যাচ্ছে। আপনার করা প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল এবং প্রত্যেকটা কথা অনেক সুন্দর ছিল।

 2 years ago 

তবে এবার শেষ হাসিটা কৃষক হাসবে কেননা ফসলে যেমন বাম্পার ফলন দামও অনেক বেশি।

 2 years ago 

আসলে ভাই প্রতিটা জিনিসের দাম যে পরিমাণে বৃদ্ধি হচ্ছে তাতে কৃষকের চাষ করা ফসল গুলোর দাম বৃদ্ধি হওয়া অতি জরুরী। বর্তমানে জ্বালানি তেলের দাম অনেক বেশি আর যেটা প্রতিটা দ্রব্যের দাম বৃদ্ধি করার জন্য সবচেয়ে বড় অবদান রাখছে। যাই হোক আপনার শেয়ার করা ছবিগুলো অনেক সুন্দর ছিল সবুজ ফসলের মাঠ সুন্দরভাবে তুলে ধরেছেন।

 2 years ago 

প্রতিটা জিনিসের দাম যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে আসলে সবার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে জীবন ধারণ করার জন্য।

 2 years ago 

আমাদের বাংলার প্রকৃতি এতই সুন্দর দেখলে চোখ ফেরানো যায় না যেদিকে তাকাই সোনালী রং আর সবুজে সমারোহ।আপনি ঠিক বলছেন বর্তমান পরিস্থিতি তেমন ভালো না জিনিস পত্রের দাম অনেক বেশি উর্দু গতি।সরিষা ফুলের ক্ষেত দেখতেই অনেক সুন্দর দেখাচ্ছে।অনেক ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু আমাদের বাংলাদেশ প্রাকৃতিক রূপববৈচিত্র্যময় চারিদিকে সবুজের সময় ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

 2 years ago 

ফসল যদি ভাল হয় কৃষকের মুখে এমনিতেই হাসি ফোটে । এ বছর মাঠে মাঠে সরিষা চাষাবাদ করা হয়েছে অনেক সুন্দর হয়েছে এবার ।যেটা কৃষকের মুখে হাসি ফোটাবে সেই দৃশ্যের দারুন ফটোগ্রাফি করেছেন অনেক ভালো লাগলো।

 2 years ago 

ঠিকই বলেছেন ফসল যদি ভাল হয় ফলন যদি বেশি হয় বাজার মূল্য যদি বেশি থাকে তাহলে কৃষক এমনিতেই অনেক খুশি থাকে আর কৃষকের মুখের হাসি মানে বাংলার হাসি

 2 years ago 

ভাইয়া আপনার পোষ্টি পড়ে অনেক ভাল লাগতেছে। তৈল আর আটা আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিষ। যেটা আমাদের প্রতিদিন লাগে। তৈল ছাড়া তো কেউ বাচতেই পারবে না। আপনার ছবির মাধ্যমে জানতে পারলাম অনেক সরিষা আর গম চাষ হয়েছে। জেনে অনেক ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ভোজ্য তেলে যে পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে গেছে কেননা আয় বাড়েনি ব্যয়টা ঠিকই বেড়ে চলেছে

 2 years ago 

আমাদের এই দেশ কৃষি প্রধান দেশ। আমাদের দেশের বিভিন্ন ধরনের ফসল জমে থাকে। আর ফসলের উপর নির্ভর করেই চলে আমাদের দেশে কৃষকেরা। আপনার ফটোগ্রাফি তে সরিষা গুলো দেখে আমার মনটা ভরে গেল।তেলের দাম যেভাবে বেড়ে চলেছে তাতে করে তেল কিনে খাওয়া অসম্ভব হয়ে পড়েছে। কিন্তু কৃষকেরা এভাবে যদি সরিষার উৎপাদনের মাধ্যমে তেল উৎপাদন করে থাকে তাহলে আমাদের জন্যই লাভবান।

 2 years ago 

ফসলের উপর নির্ভর করেই আমাদের দেশ বেঁচে আছে এক কথায় কৃষি খাতের গুরুত্ব অপরিসীম আমাদের বাংলাদেশে।।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68650.88
ETH 2429.74
USDT 1.00
SBD 2.37